ETV Bharat / bharat

Gujarat Drugs Seized : মুজাফফরনগরে 775 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত

author img

By

Published : May 3, 2022, 10:28 AM IST

মুজাফফরনগরের মাদক মামলায় মূল অভিযুক্ত রাজি হায়দার জাইদির বোনের একটি বাড়ি থেকে 155 কিলোগ্রাম হেরোইন উদ্ধার হল (Drugs seized in Muzaffarnagar) ৷ যার আনুমানিক বাজারমূল্য় 775 কোটি টাকা ৷

Gujarat Drug News
মুজাফফরনগর মাদক

আহমেদাবাদ, 3 মে : গুজরাত অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াড, দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় ইউপির মুজাফফরনগরের একটি বাড়ি থেকে 155 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ (Drugs seized in Muzaffarnagar), যার বাজারমূল্য় আনুমানিক 775 কোটি টাকা ৷ এদিন পুলিশ সুপার (এটিএস) সুনীল যোশি জানান, মুজাফফরনগরের প্রধান মাদক মামলায় অভিযুক্ত রাজি হায়দার জাইদির বোনের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : Drug Smuggling : মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

জানা গিয়েছে, কিছুদিন আগে হেরোইন-সহ ন'জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয় ৷ এরপর 27 এপ্রিল দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে এটিএস (ATS) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় চারজনকে ৷ এদের মধ্য়ে জাইদি ছিলেন একজন ৷ সুনীল যোশি সাংবাদিকদের জানান, পুলিশের কাছে খবর ছিল জাইদি মুজাফফরনগরে তার বোনের কাছে মাদকের টাকা রেখেছিল ৷ এরপরই এটিএস আধিকারিকরা দিল্লি এবং ইউপি পুলিশের সহায়তায় ওই জায়গায় অভিযান চালায় ৷ উদ্ধার করে 775 কোটি টাকার 155 কেজি হেরোইন ৷ বর্তমানে জাইদি এনসিবি দিল্লির হেফাজতে রয়েছে । গুজরাত এটিএসের কাছে জাইদির অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য নেই ৷ জাইদি নির্মাণ সেক্টরের পাশাপাশি দিল্লিতে ফ্লেক্স ব্যানার ব্যবসায় কাজ করেছিল বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য়, 25 এপ্রিল ভারতীয় কোস্ট গার্ড এবং এটিএস ন'জন-সহ একটি পাকিস্তানি নৌকা আটক করে ৷ উদ্ধার করে 280 কোটি টাকা মূল্য়ের 56 কেজি হেরোইন ৷

আহমেদাবাদ, 3 মে : গুজরাত অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াড, দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় ইউপির মুজাফফরনগরের একটি বাড়ি থেকে 155 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ (Drugs seized in Muzaffarnagar), যার বাজারমূল্য় আনুমানিক 775 কোটি টাকা ৷ এদিন পুলিশ সুপার (এটিএস) সুনীল যোশি জানান, মুজাফফরনগরের প্রধান মাদক মামলায় অভিযুক্ত রাজি হায়দার জাইদির বোনের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : Drug Smuggling : মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

জানা গিয়েছে, কিছুদিন আগে হেরোইন-সহ ন'জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয় ৷ এরপর 27 এপ্রিল দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে এটিএস (ATS) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় চারজনকে ৷ এদের মধ্য়ে জাইদি ছিলেন একজন ৷ সুনীল যোশি সাংবাদিকদের জানান, পুলিশের কাছে খবর ছিল জাইদি মুজাফফরনগরে তার বোনের কাছে মাদকের টাকা রেখেছিল ৷ এরপরই এটিএস আধিকারিকরা দিল্লি এবং ইউপি পুলিশের সহায়তায় ওই জায়গায় অভিযান চালায় ৷ উদ্ধার করে 775 কোটি টাকার 155 কেজি হেরোইন ৷ বর্তমানে জাইদি এনসিবি দিল্লির হেফাজতে রয়েছে । গুজরাত এটিএসের কাছে জাইদির অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য নেই ৷ জাইদি নির্মাণ সেক্টরের পাশাপাশি দিল্লিতে ফ্লেক্স ব্যানার ব্যবসায় কাজ করেছিল বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য়, 25 এপ্রিল ভারতীয় কোস্ট গার্ড এবং এটিএস ন'জন-সহ একটি পাকিস্তানি নৌকা আটক করে ৷ উদ্ধার করে 280 কোটি টাকা মূল্য়ের 56 কেজি হেরোইন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.