ETV Bharat / bharat

Droupadi Murmu Files Nomination: রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর, সঙ্গী মোদি-শাহ-নাড্ডা - Sonia Gandhi

আগামী মাসের 18 তারিখ রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ এনডিএ-র তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে ৷ সোমবার তাঁর নাম ঘোষণা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ শুক্রবার তিনি সংসদ ভবনে গিয়ে মনোনয়ন পেশ করেন (Droupadi Murmu Files Nomination) ৷

Droupadi Murmu Files Nomination for Presidential Election 2022
Droupadi Murmu Files Nomination : রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর
author img

By

Published : Jun 24, 2022, 1:55 PM IST

Updated : Jun 24, 2022, 3:10 PM IST

নয়াদিল্লি, 24 জুন : রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Files Nomination for Presidential Election 2022) ৷ শুক্রবার সংসদ ভবনে গিয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷ তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), বিজেপি'র জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ (BJP National President JP Nadda) আরও অনেকে ৷

আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই ভোটে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে (NDAs Presidential Candidate Droupadi Murmu) ৷ শুক্রবার তিনি মনোনয়ন জমা দিলেন ৷ এদিন তাঁর মনোনয়ন ঘিরে সংসদে ভবনে হাজির হয়েছিলেন এনডিএ-র শীর্ষ নেতৃত্ব ৷ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন ৷

এছাড়া যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath), শিবরাজ সিং চৌহান, প্রমোদ সাওয়ান্ত, হিমন্ত বিশ্বশর্মার (Assam CM Himanta Biswa Sarma) মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ দ্রৌপদী এনডিএ-র প্রার্থী হলেও তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন সরকারের বাইরে থাকা একাধিক রাজনৈতিক দল ৷

তাই এদিন দ্রৌপদী যখন রিটার্নিং অফিসার পিসি মুডির কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াইএসআর কংগ্রেসের ভি বিজয়সাই রেড্ডি ও বিজেডি নেতা সস্মিত পাত্রও উপস্থিত ছিলেন ৷

দ্রৌপদী মুর্মু ওড়িশার ভূমিকন্যা ৷ আদিবাসী সমাজের দ্রৌপদী জিতলে তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন ৷ তাঁর আগে 2008 সালে প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাটিল ৷ তবে জিতলে তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে প্রথম রাষ্ট্রপতি হবেন ৷

তাঁর বিপক্ষে রয়েছেন যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷ তাঁকে বিরোধীপক্ষের 18টি দল রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ৷ তিনি আগামী 27 জুন মনোনয়ন জমা দেবেন বলে খবর ৷ যদিও তার আগেই শুক্রবার সমর্থন চেয়ে এনডিএ-র প্রার্থী দ্রোপদী মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও শরদ পওয়ারকে (Sharad Pawar) ফোন করেছেন বলে খবর ৷

আরও পড়ুন : Yashwant Sinha Interview: আদিবাসী উন্নয়নে কী কাজ করেছেন প্রকাশ্যে আনুন দ্রৌপদী মুর্মু, এক্সক্লুসিভ যশবন্ত সিনহা

নয়াদিল্লি, 24 জুন : রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Files Nomination for Presidential Election 2022) ৷ শুক্রবার সংসদ ভবনে গিয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷ তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), বিজেপি'র জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ (BJP National President JP Nadda) আরও অনেকে ৷

আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই ভোটে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে (NDAs Presidential Candidate Droupadi Murmu) ৷ শুক্রবার তিনি মনোনয়ন জমা দিলেন ৷ এদিন তাঁর মনোনয়ন ঘিরে সংসদে ভবনে হাজির হয়েছিলেন এনডিএ-র শীর্ষ নেতৃত্ব ৷ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন ৷

এছাড়া যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath), শিবরাজ সিং চৌহান, প্রমোদ সাওয়ান্ত, হিমন্ত বিশ্বশর্মার (Assam CM Himanta Biswa Sarma) মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ দ্রৌপদী এনডিএ-র প্রার্থী হলেও তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন সরকারের বাইরে থাকা একাধিক রাজনৈতিক দল ৷

তাই এদিন দ্রৌপদী যখন রিটার্নিং অফিসার পিসি মুডির কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াইএসআর কংগ্রেসের ভি বিজয়সাই রেড্ডি ও বিজেডি নেতা সস্মিত পাত্রও উপস্থিত ছিলেন ৷

দ্রৌপদী মুর্মু ওড়িশার ভূমিকন্যা ৷ আদিবাসী সমাজের দ্রৌপদী জিতলে তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন ৷ তাঁর আগে 2008 সালে প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাটিল ৷ তবে জিতলে তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে প্রথম রাষ্ট্রপতি হবেন ৷

তাঁর বিপক্ষে রয়েছেন যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷ তাঁকে বিরোধীপক্ষের 18টি দল রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ৷ তিনি আগামী 27 জুন মনোনয়ন জমা দেবেন বলে খবর ৷ যদিও তার আগেই শুক্রবার সমর্থন চেয়ে এনডিএ-র প্রার্থী দ্রোপদী মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও শরদ পওয়ারকে (Sharad Pawar) ফোন করেছেন বলে খবর ৷

আরও পড়ুন : Yashwant Sinha Interview: আদিবাসী উন্নয়নে কী কাজ করেছেন প্রকাশ্যে আনুন দ্রৌপদী মুর্মু, এক্সক্লুসিভ যশবন্ত সিনহা

Last Updated : Jun 24, 2022, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.