ETV Bharat / bharat

Drone Delivery of Medicines: দেরাদুনে ড্রোনের সাহায্যে ওষুধ সরবরাহ ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের

author img

By

Published : Dec 6, 2022, 8:24 PM IST

ড্রোনের সাহায্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে ওষুধ ৷ সেই সঙ্গে ল্যাব পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনাও দ্রুত পৌঁছে যাবে গন্তব্যে (Drone Delivery of Medicines Samples Begins in Uttarakhands Dehradun) ৷ দেরাদুনে এমনই ড্রোন পরিষেবা শুরু করল এক বেসরকারি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম (Digital Health Platform) ৷

drone-delivery-of-medicines-samples-begins-in-uttarakhands-dehradun
Drone Delivery of Medicines Samples Begins in Uttarakhands Dehradun

দেরাদুন, 6 ডিসেম্বর: একটি বেসরকারি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মে (Digital Health Platform) ড্রোন পরিষেবা দেওয়া শুরু হল উত্তরাখণ্ডের দেরাদুনে (Drone Delivery of Medicines Samples Begins in Uttarakhands Dehradun) ৷ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নমুনা ও ওষুধ দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই ড্রোন পরিষেবা শুরু করেছে ওই বেসরকারি সংস্থা ৷ এই পরিষেবা দেওয়ার মূল লক্ষ্য সময় বাঁচানো এবং সড়কপথে যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া ৷ বৃহস্পতিবার দেরাদুন শহরে এই পরিষেবা দেওয়া শুরু করেছে ওই সংস্থা ৷

ওই সংস্থার চিফ অপারেটিং অফিসার তন্ময় সাক্সেনা জানান, এই ড্রোন পরিষেবা দুনের রেসকোর্স, বসন্ত বিহার এবং কিষাণনগরে সংস্থার আউটলেট থেকে দেওয়া হবে ৷ পাশাপাশি, দুন ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় এই পরিষেবা প্রদানের জন্য আউটলেট চালু করবে ওই বেসরকারি সংস্থা ৷ তন্ময় সাক্সেনা জানিয়েছেন, ওই ড্রোনগুলি নমুনা সংগ্রহ করে ল্যাবে পৌঁছে দেওয়া, বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করবে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ৷ আর সর্বাধিক 6 কেজি ওজন বইতে পারবে ওই ড্রোনগুলি ৷

আরও পড়ুন: দূরদূরান্তে জীবনদায়ী ওষুধ পৌঁছতে ড্রোন পরিষেবা

তবে, ড্রোনে ওষুধ, বিশেষ করে ল্যাব পরীক্ষার জন্য নমুনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি থেকে যায় ৷ এনিয়ে সংস্থার কর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় সবরকম সুরক্ষা ব্যবস্থা তাঁরা নিচ্ছেন ৷ 2021 সালের নভেম্বর মাসে প্রথমবার ভারতে চালু করেছিল এই সংস্থা ৷ দেশের প্রথম মেঘালয়ে এই পরিষেবা শুরু হয় ৷ এর পর পশ্চিম কাশীতে এটি চালু করে সংস্থাটি ৷ প্রসঙ্গত উল্লেখ্য এই সংস্থা যে ড্রোন ব্যবহার করছে, গত জুলাই মাসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সেই ড্রোন তৈরির কোম্পানির উদ্বোধন করেছিলেন ৷ এদিন 25 মিনিটে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছে ওই ড্রোন ৷

দেরাদুন, 6 ডিসেম্বর: একটি বেসরকারি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মে (Digital Health Platform) ড্রোন পরিষেবা দেওয়া শুরু হল উত্তরাখণ্ডের দেরাদুনে (Drone Delivery of Medicines Samples Begins in Uttarakhands Dehradun) ৷ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নমুনা ও ওষুধ দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই ড্রোন পরিষেবা শুরু করেছে ওই বেসরকারি সংস্থা ৷ এই পরিষেবা দেওয়ার মূল লক্ষ্য সময় বাঁচানো এবং সড়কপথে যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া ৷ বৃহস্পতিবার দেরাদুন শহরে এই পরিষেবা দেওয়া শুরু করেছে ওই সংস্থা ৷

ওই সংস্থার চিফ অপারেটিং অফিসার তন্ময় সাক্সেনা জানান, এই ড্রোন পরিষেবা দুনের রেসকোর্স, বসন্ত বিহার এবং কিষাণনগরে সংস্থার আউটলেট থেকে দেওয়া হবে ৷ পাশাপাশি, দুন ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় এই পরিষেবা প্রদানের জন্য আউটলেট চালু করবে ওই বেসরকারি সংস্থা ৷ তন্ময় সাক্সেনা জানিয়েছেন, ওই ড্রোনগুলি নমুনা সংগ্রহ করে ল্যাবে পৌঁছে দেওয়া, বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করবে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ৷ আর সর্বাধিক 6 কেজি ওজন বইতে পারবে ওই ড্রোনগুলি ৷

আরও পড়ুন: দূরদূরান্তে জীবনদায়ী ওষুধ পৌঁছতে ড্রোন পরিষেবা

তবে, ড্রোনে ওষুধ, বিশেষ করে ল্যাব পরীক্ষার জন্য নমুনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি থেকে যায় ৷ এনিয়ে সংস্থার কর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় সবরকম সুরক্ষা ব্যবস্থা তাঁরা নিচ্ছেন ৷ 2021 সালের নভেম্বর মাসে প্রথমবার ভারতে চালু করেছিল এই সংস্থা ৷ দেশের প্রথম মেঘালয়ে এই পরিষেবা শুরু হয় ৷ এর পর পশ্চিম কাশীতে এটি চালু করে সংস্থাটি ৷ প্রসঙ্গত উল্লেখ্য এই সংস্থা যে ড্রোন ব্যবহার করছে, গত জুলাই মাসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সেই ড্রোন তৈরির কোম্পানির উদ্বোধন করেছিলেন ৷ এদিন 25 মিনিটে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছে ওই ড্রোন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.