ETV Bharat / bharat

Kanchan Kanya Express : লাইনের উপর গ্যাস সিলিন্ডার, চালকের তৎপরতায় রক্ষা কাঞ্চনকন্যা একপ্রেসের

ব্রেক কষে কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে বড় দুর্ঘটনার থেকে বাঁচালেন চালক (Kanchan Kanya Express) ।

চালকের তৎপরতায় রক্ষা কাঞ্চনকন্যা একপ্রেসের
author img

By

Published : Jun 2, 2022, 8:09 PM IST

Updated : Jun 2, 2022, 8:33 PM IST

জলপাইগুড়ি, 2 জুন : রেলওয়ে ট্র‍্যাকে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ হচ্ছে । তা দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনকে বড় দুর্ঘটনার থেকে বাঁচালেন চালক । তাঁর তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । ষ্টেশন মাস্টারের অভিযোগ, আগাম সতর্কতা ছাড়াই কাজ হচ্ছিল ।

ঘটনাটি ঘটেছে বানারহাট স্টেশনের অন্তর্গত দেবপাড়া চা বাগানের কাছে । আপ ট্রেন লাইনে গ্যাস সিলিন্ডার রেখে ঝালাইয়ের কাজ করছিলেন রেলকর্মীরা । লাইনের ওপর সিলিন্ডার দেখেই ইমার্জেন্সি ব্রেক কষেন চালক ।

সূত্রের খবর, বানারহাট রেল স্টেশনে ঢোকার মুখে লাইনের ওপর গ্যাসের সিলিন্ডার দিয়ে মেরামতির কাজ চলছিল । সেই লাইনেই চলে আসে শিয়ালদা থেকে আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । দূর থেকে লাইনে কাজ চলার দৃশ্য দেখে ইমার্জেন্সি ব্রেক কষলেও ট্রেনের ধাক্কায় ছিটকে যায় লাইনের ওপর থাকা গ্যাস সিলিন্ডার । সেই সিলিন্ডার ফেটে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।

সঞ্জীব নায়েক নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আজ রেললাইনে লালঝান্ডা না লাগিয়েই কাজ চলছিল । ট্রেন চলে আসায় ট্রেনের সঙ্গে সিলিন্ডারের ধাক্কা লাগে ।বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত ।’’

আরও পড়ুন : ট্রেন আসতে দেখে সেতু থেকে ঝাঁপ ! দুই মেয়ে-সহ প্রাণ গেল মহিলার

বানারহাটের স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার বলেন, ‘‘আমার কাছে কোনও খবর ছিল না যে রেললাইনে গ্যাস সিলিন্ডার নিয়ে কাজ হবে । তাছাড়া বানারহাট স্টেশনে ট্রেন আসার পর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেনচালক বা গার্ড কেউই এই ঘটনার কোনও লিখিত রিপোর্ট করেননি ৷ ট্রেন কেন দাঁড়িয়ে আছে খোঁজ নেওয়ার সময় জানা গিয়েছে সেখানে কাজ চলছিল ।’’ ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থেকে ফের আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়।

জলপাইগুড়ি, 2 জুন : রেলওয়ে ট্র‍্যাকে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ হচ্ছে । তা দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনকে বড় দুর্ঘটনার থেকে বাঁচালেন চালক । তাঁর তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । ষ্টেশন মাস্টারের অভিযোগ, আগাম সতর্কতা ছাড়াই কাজ হচ্ছিল ।

ঘটনাটি ঘটেছে বানারহাট স্টেশনের অন্তর্গত দেবপাড়া চা বাগানের কাছে । আপ ট্রেন লাইনে গ্যাস সিলিন্ডার রেখে ঝালাইয়ের কাজ করছিলেন রেলকর্মীরা । লাইনের ওপর সিলিন্ডার দেখেই ইমার্জেন্সি ব্রেক কষেন চালক ।

সূত্রের খবর, বানারহাট রেল স্টেশনে ঢোকার মুখে লাইনের ওপর গ্যাসের সিলিন্ডার দিয়ে মেরামতির কাজ চলছিল । সেই লাইনেই চলে আসে শিয়ালদা থেকে আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । দূর থেকে লাইনে কাজ চলার দৃশ্য দেখে ইমার্জেন্সি ব্রেক কষলেও ট্রেনের ধাক্কায় ছিটকে যায় লাইনের ওপর থাকা গ্যাস সিলিন্ডার । সেই সিলিন্ডার ফেটে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।

সঞ্জীব নায়েক নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আজ রেললাইনে লালঝান্ডা না লাগিয়েই কাজ চলছিল । ট্রেন চলে আসায় ট্রেনের সঙ্গে সিলিন্ডারের ধাক্কা লাগে ।বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত ।’’

আরও পড়ুন : ট্রেন আসতে দেখে সেতু থেকে ঝাঁপ ! দুই মেয়ে-সহ প্রাণ গেল মহিলার

বানারহাটের স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার বলেন, ‘‘আমার কাছে কোনও খবর ছিল না যে রেললাইনে গ্যাস সিলিন্ডার নিয়ে কাজ হবে । তাছাড়া বানারহাট স্টেশনে ট্রেন আসার পর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেনচালক বা গার্ড কেউই এই ঘটনার কোনও লিখিত রিপোর্ট করেননি ৷ ট্রেন কেন দাঁড়িয়ে আছে খোঁজ নেওয়ার সময় জানা গিয়েছে সেখানে কাজ চলছিল ।’’ ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থেকে ফের আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়।

Last Updated : Jun 2, 2022, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.