শ্রীকাকুলাম (অন্ধ্রপ্রদেশ), 8 মে: ভাড়া নিয়ে গোলমালের জেরে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশে ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার জেরে পরে হাসপাতালে ওই যাত্রীর মৃত্যু হয় ৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম গেদেলা ভরত কুমার ৷ বছর সাতাশের ওই যুবকের বাড়ি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাধুওয়াড়া এলাকায় ৷ তবে চলতি মাসের তিন তারিখ ভোরে ঘটনাটি ঘটে শ্রীকাকুলাম জেলার লাভেরু মণ্ডল এলাকায় বুদুমারু জাতীয় সড়কের উপর ৷ এই ঘটনায় অভিযুক্ত বাসের চালক ও কন্ডাক্টর ৷ তাঁদের পুলিশ গ্রেফতার করেছে ৷
পুলিশ জানিয়েছে, বাস থেকে ফেলে দেওয়ার জেরে আঘাত পান ভরত ৷ তাঁর একটি পা ভেঙে যায় ৷ মাথাতেও গুরুতর আঘাত লাগে ৷ জাতীয় সড়কে টহল দেওয়ার দায়িত্বে থাকা পুলিশ তাঁকে উদ্ধার করে ৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ৷ তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে পরিবারকে খবর দেওয়া হয় ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে ভরত শ্রীকাকুলামে বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ 2 মে মধ্যরাত পর্যন্ত সেখানেই ছিলেন ৷ 3 মে ভোরে তিনি বাসে ওঠেন বাড়িতে যাওয়ার জন্য ৷ বন্ধুরা পুলিশকে জানান যে ভরত ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনমগামী একটি বাসে নব ভারত জাংশন থেকে উঠেছিলেন ৷ সেই যাত্রাপথেই বুদুমুরুর কাছে বাস থেকে ফেলে দেওয়া হয় তাঁকে ৷
পুলিশ জানিয়েছে, এর পর বাসের সন্ধান শুরু হয় ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে ওই যুবক সেদিন ভোর 3টে 45 মিনিট নাগাদ নব ভারত জাংশন থেকে বাসে উঠছেন ৷ পরের তিনদিন ধরে ওই রাস্তার আরও বেশ কয়েকটি জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর বাসটিকে চিহ্নিত করে পুলিশ ৷ আটক করা হয় বাসের চালক ও কন্ডাক্টরকে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷
পুলিশের বক্তব্য অনুযায়ী, ভরতের কাছে টাকা ছিল না ৷ তিনি বাসের কন্ডাক্টরকে জানান যে তাঁর কাছে টাকা নেই ৷ তাঁর এক বন্ধু অনলাইনে বাসের ভাড়া মিটিয়ে দেবে ৷ কিন্তু সেই বন্ধু অনলাইনে টাকা দেননি ৷ উলটে সেই বন্ধুর ফোন বন্ধ হয়ে যায় ৷ ইতিমধ্যে বাসের চালক ও কন্ডাক্টর বারবার তাঁর কাছে ভাড়া চাইতে থাকেন ৷ শেষে তিনি জানান যে বাস থেকে নেমে তিনি টাকা দিয়ে দেবেন ৷ যদিও বাসের চলক ও কন্ডাক্টর তখনই ভাড়ার দাবি করেন ৷
এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে ৷ সেই বচসা চলাকালীন বুদুমুরুর কাছে ভরতকে বাস থেকে ফেলে দেন ওই বাসের চালক ও কন্ডাক্টর ৷ জিজ্ঞাসাবাদে সবটা স্বীকার করার পর পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে ৷ পুলিশ জানিয়েছে, বাসের ভাড়া ছিল 200 টাকা ৷ আর তা দিতে না পারার জেরেই ভরতকে প্রাণ খোয়াতে হল ৷
আরও পড়ুন: ঝগড়া-চড়চাপড় থেকে খুন ! সবের নেপথ্যে স্ন্যাক্স নিয়ে ঝামেলা