ETV Bharat / bharat

Driver Absconds 7cr Gold Jewellery: সাত কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিলেন গাড়ির চালক - Driver

হায়দরাবাদে মালকিনের ব্যবসার সাত কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিলেন গাড়ির চালক (Driver Absconds 7cr Gold Jewellery) ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ ৷

Driver Absconds Jewellery
সাত কোটি টাকার গয়না
author img

By

Published : Feb 18, 2023, 7:17 PM IST

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: সাত কোটি টাকার সোনার গয়না (seven crores gold jewellery) নিয়ে পালালেন এক গাড়ির চালক । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এসআর নগরে । জানা গিয়েছে, মাদাপুরের বাসিন্দা রাধিকা গয়নার ব্যবসা করেন । তিনি বড় দোকান থেকে ক্রেতাদের হীরে এবং সোনার গয়না সরবরাহ করেন । শ্রীনিবাস নামে এক ব্যক্তি গত কয়েক বছর ধরে তাঁর গাড়ির চালক (Driver) হিসেবে কাজ করছেন । তাঁর বিশ্বস্ততার কারণে রাধিকা মাঝে মাঝে তাঁকে গ্রাহকদের অর্ডার দিয়ে আসতে পাঠাতেন ।

সূত্রের খবর, শ্রীনিবাস গয়নাগুলির উপর নজর রেখেছিলেন ৷ অলঙ্কারগুলি চুরি করার পরিকল্পনা ফেঁদেছিলেন তিনি। কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন । শুক্রবার সুযোগ চলে আসে ওই ড্রাইভারের কাছে ৷ রাধিকার একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী অনুষা নামে একজন গ্রাহক 50 লক্ষ টাকার সোনার গয়না অর্ডার করেছিলেন । কিন্তু রাধিকা গয়নাগুলি দিতে গেলে দেখেন অনুষা বাড়িতে নেই । তিনি মধুরানগরে তাঁর আত্মীয়ের বাড়িতে ছিলেন । তিনি রাধিকাকে গয়না তাঁর অনুষার আত্মীয়ের বাড়িতে পাঠাতে বলেন । এরপর রাধিকা গাড়ির চালক শ্রীনিবাস এবং সেলসম্যান অক্ষয়ের হাতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 7 কোটি টাকারও বেশি মূল্যের হীরে ও সোনার গয়না পাঠিয়ে দেন । অনুষার 50 লক্ষ টাকার গয়না পৌঁছে দেওয়ার পরে বাকি অলঙ্কারগুলি ফেরত দেওয়ার কথা ছিল সিরিগিরিরাজ জেমস অ্যান্ড জুয়েলার্সে ৷

কিন্তু গয়নাগুলি সেখানে পৌঁছয়নি ৷ মধুরানগরে অনুষার আত্মীয়দের বাড়িতে পৌঁছনোর পর চালক শ্রীনিবাস তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেন । পূর্ব পরিকল্পনা অনুযায়ী অক্ষয়কে বাড়ির ভিতরে পাঠিয়ে দেন অর্ডার দিতে । অক্ষয় যখন গ্রাহককে গয়না দিচ্ছিলেন তখন গাড়িতে অপেক্ষারত চালক শ্রীনিবাস বাকি গয়না নিয়ে পালিয়ে যান। রাধিকা গোটা বিষয়টি অক্ষয়ের মাধ্যমে জানতে পারেন ৷ সঙ্গে সঙ্গে তিনি এসআর নগর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রাধিকা পুলিশকে জানিয়েছেন, গাড়ির চালক যে গয়না নিয়ে পালিয়ে গিয়েছে তার মূল্য প্রায় সাত কোটি টাকা।

আরও পড়ুন: পাচারের আগেই উদ্ধার বিপুল সোনা, গ্রেফতার 4

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: সাত কোটি টাকার সোনার গয়না (seven crores gold jewellery) নিয়ে পালালেন এক গাড়ির চালক । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এসআর নগরে । জানা গিয়েছে, মাদাপুরের বাসিন্দা রাধিকা গয়নার ব্যবসা করেন । তিনি বড় দোকান থেকে ক্রেতাদের হীরে এবং সোনার গয়না সরবরাহ করেন । শ্রীনিবাস নামে এক ব্যক্তি গত কয়েক বছর ধরে তাঁর গাড়ির চালক (Driver) হিসেবে কাজ করছেন । তাঁর বিশ্বস্ততার কারণে রাধিকা মাঝে মাঝে তাঁকে গ্রাহকদের অর্ডার দিয়ে আসতে পাঠাতেন ।

সূত্রের খবর, শ্রীনিবাস গয়নাগুলির উপর নজর রেখেছিলেন ৷ অলঙ্কারগুলি চুরি করার পরিকল্পনা ফেঁদেছিলেন তিনি। কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন । শুক্রবার সুযোগ চলে আসে ওই ড্রাইভারের কাছে ৷ রাধিকার একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী অনুষা নামে একজন গ্রাহক 50 লক্ষ টাকার সোনার গয়না অর্ডার করেছিলেন । কিন্তু রাধিকা গয়নাগুলি দিতে গেলে দেখেন অনুষা বাড়িতে নেই । তিনি মধুরানগরে তাঁর আত্মীয়ের বাড়িতে ছিলেন । তিনি রাধিকাকে গয়না তাঁর অনুষার আত্মীয়ের বাড়িতে পাঠাতে বলেন । এরপর রাধিকা গাড়ির চালক শ্রীনিবাস এবং সেলসম্যান অক্ষয়ের হাতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 7 কোটি টাকারও বেশি মূল্যের হীরে ও সোনার গয়না পাঠিয়ে দেন । অনুষার 50 লক্ষ টাকার গয়না পৌঁছে দেওয়ার পরে বাকি অলঙ্কারগুলি ফেরত দেওয়ার কথা ছিল সিরিগিরিরাজ জেমস অ্যান্ড জুয়েলার্সে ৷

কিন্তু গয়নাগুলি সেখানে পৌঁছয়নি ৷ মধুরানগরে অনুষার আত্মীয়দের বাড়িতে পৌঁছনোর পর চালক শ্রীনিবাস তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেন । পূর্ব পরিকল্পনা অনুযায়ী অক্ষয়কে বাড়ির ভিতরে পাঠিয়ে দেন অর্ডার দিতে । অক্ষয় যখন গ্রাহককে গয়না দিচ্ছিলেন তখন গাড়িতে অপেক্ষারত চালক শ্রীনিবাস বাকি গয়না নিয়ে পালিয়ে যান। রাধিকা গোটা বিষয়টি অক্ষয়ের মাধ্যমে জানতে পারেন ৷ সঙ্গে সঙ্গে তিনি এসআর নগর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রাধিকা পুলিশকে জানিয়েছেন, গাড়ির চালক যে গয়না নিয়ে পালিয়ে গিয়েছে তার মূল্য প্রায় সাত কোটি টাকা।

আরও পড়ুন: পাচারের আগেই উদ্ধার বিপুল সোনা, গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.