ETV Bharat / bharat

বন্ধ ক্যাফেটেরিয়া থেকে মিলল মানুষের মাথার খুলি, দৃশ্যমের মডেলে খুন ? - Kerala murder

Human skull found: কেরলের কোঝিকোড়ে একটি বন্ধ ক্যাফেটেরিয়া থেকে মিলল মানুষের মাথার খুলি ৷ দৃশ্যমের মডেলেই এই খুন কি না, তা নিয়ে ধন্ধে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 7:45 PM IST

কোঝিকোড়, 12 জানুয়ারি: যেন বাস্তবের দৃশ্যম ! কেরলের একটি ঘটনা মনে করিয়ে দিল অজয় দেবগনের জনপ্রিয় বলিউড ফিল্মের ক্লাইম্যাক্স ৷ শুক্রবার কোঝিকোড়ের একটি বন্ধ ক্য়াফেটেরিয়ার ভিতর থেকে মিলল একটি মানবদেহের মাথার খুলি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দৃশ্যমের গল্প অনুসরণ করে খুন করে দেহ লোপাট করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

শুক্রবার কোঝিকোড় জেলার ভাটাকারার কাছে আজিউরে একটি বন্ধ ক্যাফেটেরিয়ার ভিতর থেকে পাওয়া গিয়েছে একটি মানুষের মাথার খুলি । আজ সকালে 66 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক ওই বন্ধ ক্যাফেটেরিয়া খোলার পরই সেখানে মাথার খুলিটি দেখতে পান । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ কোঝিকোড় চম্পালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । পুলিশের অনুমান, মাথার খুলিটি ছয় মাস ধরে সেখানে পড়ে রয়েছে ৷

দোকানে ফেলে রাখা কাগজ ও প্লাস্টিকের বর্জ্যের সঙ্গে ওই খুলি পাওয়া গিয়েছে । পুলিশ সেই খুলিটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ কতদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে ৷ তবে পুলিশের অনুমান, 6 মাস আগে খুনটি করা হয়েছে ৷

বাসিন্দাদের মতে, ক্যাফেটেরিয়াটি এক বছর ধরে বন্ধ রয়েছে ৷ কারণ কর্তৃপক্ষ জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করেছিল । ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ আশপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ৷

বলিউডের মুভি দৃশ্যমের গল্পের মডেলে এই খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ উল্লেখ্য, খুন করে দেহ লোপাটের গল্প দিয়েই তৈরি হয়েছিল দৃশ্যম ফিল্মের প্লট ৷ দৃশ্যম টু-এর ক্লাইম্যাক্সে জানা যায়, থানা নির্মাণের সময় সেখানকার মেঝেতে দেহ পুঁতে রেখেছিলেন ফিল্মের মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগন ৷ তাঁর নিখুঁত পরিকল্পনা ঘোল খাইয়ে দিয়েছিল পুলিশকে ৷ সেই মডেল অনুসরণ করেই কেরলের এই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ত্রিকোণ প্রেমের জেরে প্রিয় বন্ধুকে খুন, তোলা হল আদালতে ধৃতকে
  2. হোটেল রুমে গুলিতে প্রেমিকার চোয়াল ঝাঁঝরা করল প্রেমিক! আশঙ্কাজনক তরুণী
  3. প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার

কোঝিকোড়, 12 জানুয়ারি: যেন বাস্তবের দৃশ্যম ! কেরলের একটি ঘটনা মনে করিয়ে দিল অজয় দেবগনের জনপ্রিয় বলিউড ফিল্মের ক্লাইম্যাক্স ৷ শুক্রবার কোঝিকোড়ের একটি বন্ধ ক্য়াফেটেরিয়ার ভিতর থেকে মিলল একটি মানবদেহের মাথার খুলি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দৃশ্যমের গল্প অনুসরণ করে খুন করে দেহ লোপাট করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

শুক্রবার কোঝিকোড় জেলার ভাটাকারার কাছে আজিউরে একটি বন্ধ ক্যাফেটেরিয়ার ভিতর থেকে পাওয়া গিয়েছে একটি মানুষের মাথার খুলি । আজ সকালে 66 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক ওই বন্ধ ক্যাফেটেরিয়া খোলার পরই সেখানে মাথার খুলিটি দেখতে পান । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ কোঝিকোড় চম্পালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । পুলিশের অনুমান, মাথার খুলিটি ছয় মাস ধরে সেখানে পড়ে রয়েছে ৷

দোকানে ফেলে রাখা কাগজ ও প্লাস্টিকের বর্জ্যের সঙ্গে ওই খুলি পাওয়া গিয়েছে । পুলিশ সেই খুলিটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ কতদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে ৷ তবে পুলিশের অনুমান, 6 মাস আগে খুনটি করা হয়েছে ৷

বাসিন্দাদের মতে, ক্যাফেটেরিয়াটি এক বছর ধরে বন্ধ রয়েছে ৷ কারণ কর্তৃপক্ষ জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করেছিল । ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ আশপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ৷

বলিউডের মুভি দৃশ্যমের গল্পের মডেলে এই খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ উল্লেখ্য, খুন করে দেহ লোপাটের গল্প দিয়েই তৈরি হয়েছিল দৃশ্যম ফিল্মের প্লট ৷ দৃশ্যম টু-এর ক্লাইম্যাক্সে জানা যায়, থানা নির্মাণের সময় সেখানকার মেঝেতে দেহ পুঁতে রেখেছিলেন ফিল্মের মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগন ৷ তাঁর নিখুঁত পরিকল্পনা ঘোল খাইয়ে দিয়েছিল পুলিশকে ৷ সেই মডেল অনুসরণ করেই কেরলের এই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ত্রিকোণ প্রেমের জেরে প্রিয় বন্ধুকে খুন, তোলা হল আদালতে ধৃতকে
  2. হোটেল রুমে গুলিতে প্রেমিকার চোয়াল ঝাঁঝরা করল প্রেমিক! আশঙ্কাজনক তরুণী
  3. প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.