ETV Bharat / bharat

Antiques Smuggling: মুন্দ্রা বন্দরে 26 কোটি টাকার বেশি মূল্যের প্রাচীন জিনিসপত্র বাজেয়াপ্ত করল ডিআরআই - 26 কোটি টাকার বেশি মূল্যের প্রাচীন জিনিসপত্র

26 কোটি টাকার বেশি মূল্যের প্রাচীন জিনিসপত্র বাজেয়াপ্ত করল ডিআরআই ৷ দুবাই থেকে এগুলি ভারতে পাচার করা হচ্ছিল ৷ গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে আবক্ষ মূর্তি-সহ মূল্যবান জিনিসগুলি উদ্ধার করে রাজস্ব গোয়েন্দা অধিদফতর ৷

Antiques Smuggling
মূল্যবান প্রাচীন জিনিস উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 12:23 PM IST

কচ্ছ, 12 সেপ্টেম্বর: আবক্ষ মূর্তি-সহ বেশ কিছু মূল্যবান প্রাচীন জিনিস বাজেয়াপ্ত করল ডিআরআই (ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স) ৷ গুজরাতের কচ্ছের মুন্দ্রা বন্দর থেকে জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এইসব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য 26 কোটি 8 লক্ষ টাকা ৷ এমনটাই জানা গিয়েছে রাজস্ব গোয়েন্দা অধিদফতরের তরফে ৷ বাজেয়াপ্ত জিনিসের মধ্যে রয়েছে মূল্যবান পাথর, সোনা, রুপো থেকে দামী আবক্ষ মূর্তি, ছবি, ভাস্কর্য এবং ধাতব-সহ ঐতিহাসিক নিদর্শন । এই জিনিসগুলির বেশিরভাগই ইউরোপীয় দেশ, বিশেষ করে ব্রিটেন ও নেদারল্যান্ডসের বলে সূত্রের খবর ।

Antiques Smuggling
সোনা রুপোর জিনিসপত্র

জানা গিয়েছে, কচ্ছের মুন্দ্রা বন্দরে ওষুধের জায়গায় ডিআরআই এই জিনিসগুলি খুঁজে পেয়েছে । বাজেয়াপ্ত জিনিসগুলি ব্রিটেন ও ইউরোপ থেকে চুরি করা । ডিআরআই বাজেয়াপ্ত পাত্রটি খুললে তাতে পুরনো ভাস্কর্য, পাত্র, ছবি, আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র পাওয়া যায় । এগুলো সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে আমদানি করা হয়েছে । কিছু জিনিস 19 শতকের ।

Antiques Smuggling
পুরোনা মূল্যবান ছবি

ডিআরআই খবর পায়, কচ্ছের মুন্দ্রা বন্দর দিয়ে দুবাই থেকে প্রাচীন জিনিসপত্রগুলি ভারতে পাচার করা হচ্ছে ৷ তারপরেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিআরআই ৷ দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে আমদানি করা একটি শিপিং কন্টেইনার শনাক্ত করেন আধিকারিকরা ৷ ব্যক্তিগত জিনিস হিসাবে এগুলি পাচার করা হচ্ছিল ৷ বাজেয়াপ্ত জিনিসের মধ্যে বেলজিয়ামের জর্জেস ডি গীতেরের আঁকা দ্য হারেম গার্ডের একটি ছবি রয়েছে ৷ যেটি 1885 সালের । এর মূল্য প্রায় 20-30 হাজার মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে । শুল্ক ফাঁকি দেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান জিনিসগুলি চোরাচালান করা হয়েছিল । বাজারে এসব জিনিসের ব্যাপক চাহিদা রয়েছে । মামলার তদন্ত করছে ডিআরআই ৷ ভালোভাবে তদন্ত করলে এই ঘটনা থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে ।

Antiques Smuggling
প্রাচীন জিনিসপত্র বাজেয়াপ্ত করল ডিআরআই

আরও পড়ুন: তিনটি পৃথক অভিযানে 12.5 কোটি টাকার সোনা উদ্ধার তামিলনাড়ুতে

এর আগে, জানুয়ারিতে হায়দরাবাদ থেকে 80 কোটি টাকার ই-সিগারেট এবং চোরাচালান পণ্য বাজেয়াপ্ত করেছিল ডিআরআই । এতে পোশাক ও মহিলাদের জুতোর সোলে দামি ইলেকট্রনিক সামগ্রী পাচার করা হচ্ছিল । তদন্তের সময়, গোয়েন্দা অধিদফতর 33 হাজার 138 পিস এয়ারপড ব্যাটারি, 4 হাজার 800 ই-সিগারেট এবং 7 থেকে 11 লক্ষ মোবাইল ফোন উদ্ধার করে । এছাড়াও ইলেকট্রনিক সামগ্রী, মোবাইলের ব্যাটারি, ওয়ারলেস কিট, ল্যাপটপের ব্যাটারি, কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয় । বলা হয়েছিল পণ্যের মূল্য আনুমানিক 1 কোটি 5 লক্ষ টাকা ছিল ৷ এর আড়ালে আনা পণ্যের মূল্য 80 কোটি টাকা অনুমান করা হয়েছিল ।

Antiques Smuggling
প্রাচীন জিনিসপত্র বাজেয়াপ্ত করল ডিআরআই

কচ্ছ, 12 সেপ্টেম্বর: আবক্ষ মূর্তি-সহ বেশ কিছু মূল্যবান প্রাচীন জিনিস বাজেয়াপ্ত করল ডিআরআই (ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স) ৷ গুজরাতের কচ্ছের মুন্দ্রা বন্দর থেকে জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এইসব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য 26 কোটি 8 লক্ষ টাকা ৷ এমনটাই জানা গিয়েছে রাজস্ব গোয়েন্দা অধিদফতরের তরফে ৷ বাজেয়াপ্ত জিনিসের মধ্যে রয়েছে মূল্যবান পাথর, সোনা, রুপো থেকে দামী আবক্ষ মূর্তি, ছবি, ভাস্কর্য এবং ধাতব-সহ ঐতিহাসিক নিদর্শন । এই জিনিসগুলির বেশিরভাগই ইউরোপীয় দেশ, বিশেষ করে ব্রিটেন ও নেদারল্যান্ডসের বলে সূত্রের খবর ।

Antiques Smuggling
সোনা রুপোর জিনিসপত্র

জানা গিয়েছে, কচ্ছের মুন্দ্রা বন্দরে ওষুধের জায়গায় ডিআরআই এই জিনিসগুলি খুঁজে পেয়েছে । বাজেয়াপ্ত জিনিসগুলি ব্রিটেন ও ইউরোপ থেকে চুরি করা । ডিআরআই বাজেয়াপ্ত পাত্রটি খুললে তাতে পুরনো ভাস্কর্য, পাত্র, ছবি, আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র পাওয়া যায় । এগুলো সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে আমদানি করা হয়েছে । কিছু জিনিস 19 শতকের ।

Antiques Smuggling
পুরোনা মূল্যবান ছবি

ডিআরআই খবর পায়, কচ্ছের মুন্দ্রা বন্দর দিয়ে দুবাই থেকে প্রাচীন জিনিসপত্রগুলি ভারতে পাচার করা হচ্ছে ৷ তারপরেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিআরআই ৷ দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে আমদানি করা একটি শিপিং কন্টেইনার শনাক্ত করেন আধিকারিকরা ৷ ব্যক্তিগত জিনিস হিসাবে এগুলি পাচার করা হচ্ছিল ৷ বাজেয়াপ্ত জিনিসের মধ্যে বেলজিয়ামের জর্জেস ডি গীতেরের আঁকা দ্য হারেম গার্ডের একটি ছবি রয়েছে ৷ যেটি 1885 সালের । এর মূল্য প্রায় 20-30 হাজার মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে । শুল্ক ফাঁকি দেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান জিনিসগুলি চোরাচালান করা হয়েছিল । বাজারে এসব জিনিসের ব্যাপক চাহিদা রয়েছে । মামলার তদন্ত করছে ডিআরআই ৷ ভালোভাবে তদন্ত করলে এই ঘটনা থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে ।

Antiques Smuggling
প্রাচীন জিনিসপত্র বাজেয়াপ্ত করল ডিআরআই

আরও পড়ুন: তিনটি পৃথক অভিযানে 12.5 কোটি টাকার সোনা উদ্ধার তামিলনাড়ুতে

এর আগে, জানুয়ারিতে হায়দরাবাদ থেকে 80 কোটি টাকার ই-সিগারেট এবং চোরাচালান পণ্য বাজেয়াপ্ত করেছিল ডিআরআই । এতে পোশাক ও মহিলাদের জুতোর সোলে দামি ইলেকট্রনিক সামগ্রী পাচার করা হচ্ছিল । তদন্তের সময়, গোয়েন্দা অধিদফতর 33 হাজার 138 পিস এয়ারপড ব্যাটারি, 4 হাজার 800 ই-সিগারেট এবং 7 থেকে 11 লক্ষ মোবাইল ফোন উদ্ধার করে । এছাড়াও ইলেকট্রনিক সামগ্রী, মোবাইলের ব্যাটারি, ওয়ারলেস কিট, ল্যাপটপের ব্যাটারি, কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয় । বলা হয়েছিল পণ্যের মূল্য আনুমানিক 1 কোটি 5 লক্ষ টাকা ছিল ৷ এর আড়ালে আনা পণ্যের মূল্য 80 কোটি টাকা অনুমান করা হয়েছিল ।

Antiques Smuggling
প্রাচীন জিনিসপত্র বাজেয়াপ্ত করল ডিআরআই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.