ETV Bharat / bharat

The Omicron Effect on Indians : ওমিক্রন থেকে সুরক্ষিত অধিকাংশ ভারতীয়, মত বিশেষজ্ঞের - Latest Covid News

করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ৷ যা নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব ৷ কিন্তু ভারতীয়দের এই নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানাচ্ছেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ড. শাহিদ জামিল (dr shahid jameel says most indians are protected from the covid new variant omicron) ৷ তাঁর মতে, ওমিক্রন থেকে সুরক্ষিত অধিকাংশ ভারতীয় ৷

dr shahid jameel says most indians are protected from the covid new variant omicron
The Omicron Effect on Indians : ওমিক্রন থেকে সুরক্ষিত অধিকাংশ ভারতীয়, মত বিশেষজ্ঞের
author img

By

Published : Nov 30, 2021, 4:10 PM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর : ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ৷ অধিকাংশ ভারতীয় ওমিক্রন এবং করোনার অন্য যেকোনও ভ্য়ারিয়্যান্ট থেকে সুরক্ষিত (most indians are protected from the covid new variant omicron) ৷ এমনটাই জানালেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ড. শাহিদ জামিল (Eminent virologist Dr. Shahid Jameel) ৷

ভারতের সার্স-কোভ-2 জিনোমিক্স কনসোর্টিয়া (INASACOG)-র পরামর্শদাতা গ্রুপের প্রাক্তন প্রধান হিসেবে কাজ করেছেন জামিল ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ৷ তবে একইসঙ্গে তিনি মাস্ক ব্যবহার ও করোনা নিয়ে সচেতন থাকার সতর্কবার্তাও দিয়েছেন ৷

তিনি বলেন, ‘‘আমরা সচেতন থাকব ৷ কিন্তু আতঙ্কিত হব না ৷ ডেল্টা ভ্যারিয়্যান্টের জন্য ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মারাত্মক হয়েছিল ৷ যা ভাবা হয়েছিল, তার থেকে অনেক বেশি লোক আক্রান্ত হন ৷ চতুর্থ জাতীয় সেরো সার্ভে-তে (fourth National Sero-survey) এর প্রভাব চোখে পড়েছে ৷ দেখা গিয়েছে যে, দেশের 67 শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে ৷ যখন দেশে করোনার প্রতিষেধক দেওয়ার পরিমাণ কম ছিল, সেই সময় এই সংখ্যাটা ছিল 930-940 মিলিয়ন ৷ ফলে সংক্রমণ থেকেই এই অ্যান্টিবডি তৈরি হয়েছিল ৷’’

তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি দিল্লিতে 97 শতাংশ অ্যান্টিবডি মিলেছে ৷ মুম্বইতে 85-90 শতাংশ এবং তার বেশি হয়েছে ৷ এর অর্থ ভারতীয়দের বড় অংশ ওমিক্রন বা অন্য কোনও ভ্যারিয়্যান্টের প্রভাবে কঠিন অসুখের থেকে সুরক্ষিত রয়েছেন ৷’’

সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) মতে, দক্ষিণ আফ্রিকার এই বি.1.1.529 (B.1.1.529) অনেক বেশি সংক্রামক ৷ ফলে এই নিয়ে সর্বত্র আতঙ্ক ছড়িয়েছে ৷ যদিও এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেই মনে করছেন জামিল ৷ তবে এই ভাইরোলজিস্ট ওমিক্রনের উপর করোনার প্রতিষেধকের কার্যকারিতার বিষয়টি নিয়ে আরও অপেক্ষা করা উচিত বলে তিনি মনে করেন ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই প্রতিষেধককে একেবারে অকেজো বলে মনে করা উচিত নয় ৷

আরও পড়ুন : India Issues New Travel Guideline : ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

কিন্তু মাস্কের ব্যবহার, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন তিনি ৷ পাশাপাশি জানিয়েছেন, সমস্ত ভারতীয়কে দ্রুত করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ তার পর প্রয়োজন পড়লে বুস্টার ডোজের কথা ভাবা উচিত বলে তাঁর মত ৷

নয়াদিল্লি, 30 নভেম্বর : ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ৷ অধিকাংশ ভারতীয় ওমিক্রন এবং করোনার অন্য যেকোনও ভ্য়ারিয়্যান্ট থেকে সুরক্ষিত (most indians are protected from the covid new variant omicron) ৷ এমনটাই জানালেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ড. শাহিদ জামিল (Eminent virologist Dr. Shahid Jameel) ৷

ভারতের সার্স-কোভ-2 জিনোমিক্স কনসোর্টিয়া (INASACOG)-র পরামর্শদাতা গ্রুপের প্রাক্তন প্রধান হিসেবে কাজ করেছেন জামিল ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ৷ তবে একইসঙ্গে তিনি মাস্ক ব্যবহার ও করোনা নিয়ে সচেতন থাকার সতর্কবার্তাও দিয়েছেন ৷

তিনি বলেন, ‘‘আমরা সচেতন থাকব ৷ কিন্তু আতঙ্কিত হব না ৷ ডেল্টা ভ্যারিয়্যান্টের জন্য ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মারাত্মক হয়েছিল ৷ যা ভাবা হয়েছিল, তার থেকে অনেক বেশি লোক আক্রান্ত হন ৷ চতুর্থ জাতীয় সেরো সার্ভে-তে (fourth National Sero-survey) এর প্রভাব চোখে পড়েছে ৷ দেখা গিয়েছে যে, দেশের 67 শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে ৷ যখন দেশে করোনার প্রতিষেধক দেওয়ার পরিমাণ কম ছিল, সেই সময় এই সংখ্যাটা ছিল 930-940 মিলিয়ন ৷ ফলে সংক্রমণ থেকেই এই অ্যান্টিবডি তৈরি হয়েছিল ৷’’

তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি দিল্লিতে 97 শতাংশ অ্যান্টিবডি মিলেছে ৷ মুম্বইতে 85-90 শতাংশ এবং তার বেশি হয়েছে ৷ এর অর্থ ভারতীয়দের বড় অংশ ওমিক্রন বা অন্য কোনও ভ্যারিয়্যান্টের প্রভাবে কঠিন অসুখের থেকে সুরক্ষিত রয়েছেন ৷’’

সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) মতে, দক্ষিণ আফ্রিকার এই বি.1.1.529 (B.1.1.529) অনেক বেশি সংক্রামক ৷ ফলে এই নিয়ে সর্বত্র আতঙ্ক ছড়িয়েছে ৷ যদিও এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেই মনে করছেন জামিল ৷ তবে এই ভাইরোলজিস্ট ওমিক্রনের উপর করোনার প্রতিষেধকের কার্যকারিতার বিষয়টি নিয়ে আরও অপেক্ষা করা উচিত বলে তিনি মনে করেন ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই প্রতিষেধককে একেবারে অকেজো বলে মনে করা উচিত নয় ৷

আরও পড়ুন : India Issues New Travel Guideline : ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

কিন্তু মাস্কের ব্যবহার, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন তিনি ৷ পাশাপাশি জানিয়েছেন, সমস্ত ভারতীয়কে দ্রুত করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ তার পর প্রয়োজন পড়লে বুস্টার ডোজের কথা ভাবা উচিত বলে তাঁর মত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.