ETV Bharat / bharat

Sputnik Light : স্পুটনিক লাইটের তৃতীয় দফা ট্রায়ালের অনুমোদন পেল না ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ - টিকা

রুশ সংস্থার তৈরি কোভিড টিকা স্পুটনিক লাইটের (Sputnik Light) তৃতীয় দফার ট্রায়ালের অনুমোদন বাতিল হয়ে গেল ভারতে ৷ ভারতে এই টিকার ট্রায়ালের অনুমতি চেয়েছিল ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ (Dr. Reddy's Laboratories) ৷ সম্প্রতি তৃতীয় দফার ট্রায়ালের জন্য সংস্থার তরফে অনুমোদন চাওয়া হয় ৷ কিন্তু ভারতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও (Central Drugs Standard Control Organisation) তাদের সেই অনুমতি দেয়নি ৷

Dr Reddy's Labs denied approval to conduct Phase-3 trials of Sputnik Light vaccine
Sputnik Light : স্পুটনিক লাইটের তৃতীয় দফা ট্রায়ালের অনুমোদন পেল না ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ
author img

By

Published : Jul 1, 2021, 1:10 PM IST

Updated : Jul 1, 2021, 2:37 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই : রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক লাইটের (Sputnik Light) তৃতীয় দফার ট্রায়ালের অনুমোদন বাতিল হয়ে গেল ভারতে ৷ এ দেশে এই টিকার ট্রায়ালের অনুমতি চেয়েছিল ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ (Dr. Reddy's Laboratories) ৷ সম্প্রতি তৃতীয় দফার ট্রায়ালের জন্য সংস্থার তরফে অনুমোদন চাওয়া হয় ৷ কিন্তু ভারতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও (Central Drugs Standard Control Organisation) তাদের সেই অনুমতি দেয়নি ৷

আরও পড়ুন : Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

করোনার টিকার ট্রায়াল সংক্রান্ত অনুমোদন দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে সিডিএসসিও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এই কমিটির সদস্যদের মনে হয়েছে স্পুটনিক লাইটের তৃতীয় দফার ট্রায়ালের কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই ৷ সেই কারণেই হায়দরাবাদের সংস্থা ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজকে এই টিকার তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি দেননি তাঁরা ৷ প্রসঙ্গত, প্রস্তুকারীদের দাবি, করোনা মোকাবিলায় স্পুটনিক লাইটের একটা ডোজই যথেষ্ট ৷ তার জন্য কোভিশিল্ড বা কোভ্য়াকসিনের মতো দু’টি ডোজ লাগবে না ৷

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ভি-এর (Sputnik V) ভারতে তৃতীয় দফার ট্রায়াল শুরু করার জন্য রুশ প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের (Russian Direct Investment Fund) সঙ্গে গাঁটছড়া বাঁধে ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ ৷ গত বছরের সেপ্টেম্বর মাসেই দু’পক্ষের মধ্যে এই বোঝাপড়া হয় ৷ ভারতে সর্বাধিক 10 কোটি টিকা বণ্টনের সিদ্ধান্তও নেওয়া হয় সেই সময় ৷ উল্লেখ্য, গত এপ্রিল মাসেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷

স্পুটনিক ভি-এরই একক-ডোজ সংস্করণ হল স্পুটনিক লাইট ৷ করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই রাতারাতি পরিস্থিতির অবনতি হতে শুরু করে ৷ দেশবাসীকে অল্প সময়ের মধ্যে আরও বেশি করে যাতে টিকা দেওয়া যায়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি স্পুটনিক ভি-কে ব্যবহারের ছাড়পত্র দেয় ভারত সরকার ৷

আরও পড়ুন : Covid-19 vaccine: পুণের কারখানায় কোভোভ্য়াক্সের উৎপাদন শুরু সেরামের

এরপরই হাতে আসে স্পুটনিক লাইট ৷ রুশ টিকার ট্রায়ালের ছাড়পত্র পেতে সিডিএসসিও-র কাছে আবেদন জানায় ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ কর্তৃপক্ষ ৷ গত মাসেই তাদের তরফে এই আবেদন জানানো হয় ৷ সেই আবেদন মঞ্জুর হয়ে গেলে রাশিয়ার তৈরি এই টিকাই হত একমাত্র একক-ডোজের করোনা টিকা ৷ ভারতে এর আগে এই ধরনের কোনও টিকা করোনা মোকাবিলায় ব্যবহার করা হয়নি ৷

নয়াদিল্লি, 1 জুলাই : রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক লাইটের (Sputnik Light) তৃতীয় দফার ট্রায়ালের অনুমোদন বাতিল হয়ে গেল ভারতে ৷ এ দেশে এই টিকার ট্রায়ালের অনুমতি চেয়েছিল ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ (Dr. Reddy's Laboratories) ৷ সম্প্রতি তৃতীয় দফার ট্রায়ালের জন্য সংস্থার তরফে অনুমোদন চাওয়া হয় ৷ কিন্তু ভারতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও (Central Drugs Standard Control Organisation) তাদের সেই অনুমতি দেয়নি ৷

আরও পড়ুন : Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

করোনার টিকার ট্রায়াল সংক্রান্ত অনুমোদন দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে সিডিএসসিও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এই কমিটির সদস্যদের মনে হয়েছে স্পুটনিক লাইটের তৃতীয় দফার ট্রায়ালের কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই ৷ সেই কারণেই হায়দরাবাদের সংস্থা ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজকে এই টিকার তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি দেননি তাঁরা ৷ প্রসঙ্গত, প্রস্তুকারীদের দাবি, করোনা মোকাবিলায় স্পুটনিক লাইটের একটা ডোজই যথেষ্ট ৷ তার জন্য কোভিশিল্ড বা কোভ্য়াকসিনের মতো দু’টি ডোজ লাগবে না ৷

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ভি-এর (Sputnik V) ভারতে তৃতীয় দফার ট্রায়াল শুরু করার জন্য রুশ প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের (Russian Direct Investment Fund) সঙ্গে গাঁটছড়া বাঁধে ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ ৷ গত বছরের সেপ্টেম্বর মাসেই দু’পক্ষের মধ্যে এই বোঝাপড়া হয় ৷ ভারতে সর্বাধিক 10 কোটি টিকা বণ্টনের সিদ্ধান্তও নেওয়া হয় সেই সময় ৷ উল্লেখ্য, গত এপ্রিল মাসেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷

স্পুটনিক ভি-এরই একক-ডোজ সংস্করণ হল স্পুটনিক লাইট ৷ করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই রাতারাতি পরিস্থিতির অবনতি হতে শুরু করে ৷ দেশবাসীকে অল্প সময়ের মধ্যে আরও বেশি করে যাতে টিকা দেওয়া যায়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি স্পুটনিক ভি-কে ব্যবহারের ছাড়পত্র দেয় ভারত সরকার ৷

আরও পড়ুন : Covid-19 vaccine: পুণের কারখানায় কোভোভ্য়াক্সের উৎপাদন শুরু সেরামের

এরপরই হাতে আসে স্পুটনিক লাইট ৷ রুশ টিকার ট্রায়ালের ছাড়পত্র পেতে সিডিএসসিও-র কাছে আবেদন জানায় ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ কর্তৃপক্ষ ৷ গত মাসেই তাদের তরফে এই আবেদন জানানো হয় ৷ সেই আবেদন মঞ্জুর হয়ে গেলে রাশিয়ার তৈরি এই টিকাই হত একমাত্র একক-ডোজের করোনা টিকা ৷ ভারতে এর আগে এই ধরনের কোনও টিকা করোনা মোকাবিলায় ব্যবহার করা হয়নি ৷

Last Updated : Jul 1, 2021, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.