ETV Bharat / bharat

Chardham Yatra 2023: 23 কুইন্টাল ফুল দিয়ে সেজে উঠেছে মন্দির, পালকিতে পৌঁছলেন বাবা কেদারনাথ - দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ ধাম

ছয় মাস পর 25 এপ্রিল খুলবে কেদারনাথের দরজা ৷ ইতিমধ্যেই 23 কুইন্টালের বেশি নানা ধরণের ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর ৷ তুষারপাতের মধ্যেই সোমবার পালকিতে করে ভগবান কেদারনাথ পৌঁছেছেন মন্দিরে।

Etv Bharat
25 এপ্রিল খুলবে কেদারনাথের দরজা
author img

By

Published : Apr 24, 2023, 10:41 PM IST

পালকিতে পৌঁছলেন বাবা কেদারনাথ

দেরাদুন, 25 এপ্রিল: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ ধাম ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পুজো দেওযার ইচ্ছা সকল শিবভক্তদের মনেই থাকে ৷ ছয়মাস পর 25 এপ্রিল খুলবে কেদারনাথের দরজা ৷ তার আগেই সাজো সাজো রব মন্দির জুড়ে ৷ ইতিমধ্যেই দরজা খোলার আগে 23 কুইন্টালের বেশি নানা ধরণের ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর ৷

6 মাস বন্ধ ছিল অন্যতম ধাম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের দরজা ৷ গৌরিকুণ্ড থেকে 5 কিলোমিটার দূরে কেদারনাথ। 25 এপ্রিল থেকে শুরু হচ্ছে কেদারনাথ যাত্রা। তবে বেশ কয়েকদিন ধরেই সেখানকার আবহাওয়া বেশ খারাপ ৷ অনবরত তুষারপাতে সমস্যা তৈরি হলেও তার মধ্যেই চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। তুষারপাতের মধ্যেই সোমবার পালকিতে করে ভগবান কেদারনাথ পৌঁছেছেন মন্দিরে। মঙ্গলবার সমস্ত আচার-অনুষ্ঠানের মাধ্যমে খুলে যাবে মন্দির।

ইতিমধ্যেই ফুল দিয়ে সেজে উঠেছে মন্দির ৷ 23 কুইন্টালের বেশি নানা রকমের ফুল ব্যবহার করা হয়েছে মন্দির সাজাতে। পাহাড়ি চড়াই-উতরাই পেরিয়ে যেতে হয় কেদারনাথের পথে। উত্তরাখণ্ডের চার ধাম যাত্রার মধ্যে অন্যতম কেদারনাথ। পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী নদী। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে এই বছরের চারধাম যাত্রা। গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ও রাজ্যপাল গুরমীত সিং কেদারনাথ ধামে উপস্থিত থাকবেন ৷

ধামী সরকার কেদারনাথ যাত্রা সুগম ও নিরাপদ করার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে ৷ তীর্থযাত্রীদের জন্য প্রত্যেক এক কিলোমিটার অন্তর মেডিক্যাল রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে ৷ সেখানে থাকছেন চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী, অক্সিজেন সিলেন্ডার ও প্রয়োজনীয় ওষুধ ৷ পাশাপাশি এমারজেন্সির জন্য 130 জন চিকিৎসককে সর্বদা তৈরি থাকতে বলা হয়েছে ৷ অন্যদিকে, শঙ্করচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের দরজা খোলার জন্য আগেই উপস্থিত হয়েছিলেন ৷ সবার প্রথমে খোলা হবে বাবা কেদারনাথের দরজা ৷ তারপর খোলা হবে বদ্রীনাথ-এর দরজা ৷

আরও পড়ুন: 22 এপ্রিল থেকে শুরু চারধাম যাত্রা, 25 এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা

প্রসঙ্গত, চারধাম যাত্রা শুরু থেকেই মৃত্যুর ঘটনাও সামনে এসেছে ৷ 22 এপ্রিল গঙ্গোত্রী ও যমুনাত্রীর দরজা খুলে গিয়েছে ৷ এই দু'দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির ৷ পাশাপাশি হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ওই হেলিকপ্টার অপারেটিং সংস্থার একজন আধিকারিক। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই আধিকারিক হেলিকপ্টারের ব্লেডের একেবারে কাছে চলে এসেছিলেন। তাতেই ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। গত তিনদিনে তিনজনের মৃত্যুতে, প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷

পালকিতে পৌঁছলেন বাবা কেদারনাথ

দেরাদুন, 25 এপ্রিল: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ ধাম ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পুজো দেওযার ইচ্ছা সকল শিবভক্তদের মনেই থাকে ৷ ছয়মাস পর 25 এপ্রিল খুলবে কেদারনাথের দরজা ৷ তার আগেই সাজো সাজো রব মন্দির জুড়ে ৷ ইতিমধ্যেই দরজা খোলার আগে 23 কুইন্টালের বেশি নানা ধরণের ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর ৷

6 মাস বন্ধ ছিল অন্যতম ধাম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের দরজা ৷ গৌরিকুণ্ড থেকে 5 কিলোমিটার দূরে কেদারনাথ। 25 এপ্রিল থেকে শুরু হচ্ছে কেদারনাথ যাত্রা। তবে বেশ কয়েকদিন ধরেই সেখানকার আবহাওয়া বেশ খারাপ ৷ অনবরত তুষারপাতে সমস্যা তৈরি হলেও তার মধ্যেই চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। তুষারপাতের মধ্যেই সোমবার পালকিতে করে ভগবান কেদারনাথ পৌঁছেছেন মন্দিরে। মঙ্গলবার সমস্ত আচার-অনুষ্ঠানের মাধ্যমে খুলে যাবে মন্দির।

ইতিমধ্যেই ফুল দিয়ে সেজে উঠেছে মন্দির ৷ 23 কুইন্টালের বেশি নানা রকমের ফুল ব্যবহার করা হয়েছে মন্দির সাজাতে। পাহাড়ি চড়াই-উতরাই পেরিয়ে যেতে হয় কেদারনাথের পথে। উত্তরাখণ্ডের চার ধাম যাত্রার মধ্যে অন্যতম কেদারনাথ। পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী নদী। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে এই বছরের চারধাম যাত্রা। গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ও রাজ্যপাল গুরমীত সিং কেদারনাথ ধামে উপস্থিত থাকবেন ৷

ধামী সরকার কেদারনাথ যাত্রা সুগম ও নিরাপদ করার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে ৷ তীর্থযাত্রীদের জন্য প্রত্যেক এক কিলোমিটার অন্তর মেডিক্যাল রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে ৷ সেখানে থাকছেন চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী, অক্সিজেন সিলেন্ডার ও প্রয়োজনীয় ওষুধ ৷ পাশাপাশি এমারজেন্সির জন্য 130 জন চিকিৎসককে সর্বদা তৈরি থাকতে বলা হয়েছে ৷ অন্যদিকে, শঙ্করচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের দরজা খোলার জন্য আগেই উপস্থিত হয়েছিলেন ৷ সবার প্রথমে খোলা হবে বাবা কেদারনাথের দরজা ৷ তারপর খোলা হবে বদ্রীনাথ-এর দরজা ৷

আরও পড়ুন: 22 এপ্রিল থেকে শুরু চারধাম যাত্রা, 25 এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা

প্রসঙ্গত, চারধাম যাত্রা শুরু থেকেই মৃত্যুর ঘটনাও সামনে এসেছে ৷ 22 এপ্রিল গঙ্গোত্রী ও যমুনাত্রীর দরজা খুলে গিয়েছে ৷ এই দু'দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির ৷ পাশাপাশি হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ওই হেলিকপ্টার অপারেটিং সংস্থার একজন আধিকারিক। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই আধিকারিক হেলিকপ্টারের ব্লেডের একেবারে কাছে চলে এসেছিলেন। তাতেই ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। গত তিনদিনে তিনজনের মৃত্যুতে, প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.