ETV Bharat / bharat

Chardham Yatra 2023 Conclusion: ভাতৃদ্বিতীয়ায় বন্ধ হল কেদারনাথ-যমুনোত্রীর দরজা, সমাপ্তির পথে চারধাম যাত্রা - কেদারনাথ ধাম যাত্রা 2023

এ বছরের মতো বন্ধ হয়ে গেল বাবা কেদারনাথ ও যমুনোত্রী ধামের দরজা ৷ গতকাল বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী ধামের দরজা ৷ শনিবার 18 নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা ৷

Etv Bharat
বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 3:50 PM IST

Updated : Nov 15, 2023, 4:11 PM IST

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 15 নভেম্বর: গঙ্গোত্রী ধামের দরজা বন্ধ হয়েছে মঙ্গলবার ৷ এরপর আজ ভ্রাতৃদ্বিতীয়ার দিন শুভ সময়ে আচার-অনুষ্ঠান মেনে বুধবার বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা ৷ এদিন সকাল 8টা নাগাদ ভগবান কেদারনাথের পঞ্চমুখী ডোলি আচার অনুসারে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে ৷ আজ থেকে বাবা কেদারের শীতকালীন পুজোর আসন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে উপবিষ্ট হবে । আজ বাবা কেদারের দরজা বন্ধ করার সময়, গোটা উপত্যকা হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে । এদিনই বেলা 11টা 57 মিনিটে অভিজিত মুহূর্ত ও মকর লগ্নে বন্ধ হয়েছে যমুনোত্রী ধামের দরজা ৷ আজ থেকে আগামী 6 মাস খরসালি খুশি মঠে মা যমুনার দর্শন পাবেন ভক্তরা ৷ যমুনোত্রী ধাম উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবস্থিত ৷ এ বছর 7 লক্ষ 35 হাজার 40 জন ভক্ত যমুনোত্রী ধাম দর্শন করেছেন ৷

এ বছরের মতো শেষের পথে এগোচ্ছে চারধাম যাত্রা ৷ যা মঙ্গলবার গঙ্গোত্রীধামের দরজা বন্ধের মধ্য দিয়ে শুরু হয়েছে । ভগবান শিবের 11তম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরের দরজা আজ সকাল ৮টায় ভক্তদের জন্য আগামী শীতকালীন ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হল । রীতি মেনে এদিন কেদারবাবার ডোলি মন্দির প্রাঙ্গণ থেকে বের করা হয় ৷ এরপরে চাইলে ভক্তরা শীতের মরশুমে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে বাবা কেদারকে দর্শন করতে ও পুজো দিতে পারবেন । দরজা বন্ধ হওয়ার পর বাবা কেদার ছয় মাসের জন্য সমাধিতে লীন হয়ে যান ।

শীতকালে চারটি ধামেই প্রবল তুষারপাত হয় ৷ তাই শীতকালে চারটি ধামই ছয় মাস ধরে বন্ধ থাকে । তবে দরজা বন্ধ করার ব্যাপারেও কিছু নিয়ম-কানুন আছে । বিশ্বাস করা হয় যে, বদ্রী ও কেদারে মানুষ ছয় মাস এবং দেবতা ছয় মাস ধরে পুজো করে । যে কারণে ছয় মাস দরজা বন্ধ থাকে । এরপর 18 নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা । এর সঙ্গে সঙ্গেই এ বছরের মতো চারধাম যাত্রা শেষ হবে । রেকর্ড সংখ্যক ভক্ত এ বছর ভিড় জমিয়েছিলেন চারধাম যাত্রায় ৷ যার মধ্যে এখনও পর্যন্ত রেকর্ড 19 লাখ 55 হাজারেরও বেশি ভক্ত বাবা কেদারনাথকে দর্শন করেছেন ৷

এবার বেশিরভাগ সময়ই আবহাওয়া খারাপ ছিল ৷ তা সত্ত্বেও রেকর্ড ভিড় হয়েছে কেদারনাথে ৷ বর্ষাকালেও লক্ষ লক্ষ ভক্ত কেদারনাথে পৌঁছেছেন । তবে আগামী বছর এই রেকর্ডও ভেঙে যাবে বলে আশা কেদারনাথ মন্দির কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন :

1 প্রতিকূল আবহাওয়াতেই উৎসব, 6 মাস পর ফের ভক্তমাঝে বাবা কেদারনাথ

2 চারধাম যাত্রা উপলক্ষে রেকর্ড 50 লক্ষ পুণ্যার্থী সমাগম উত্তরাখণ্ডে

3 আবহাওয়া প্রতিকূল, চারধাম যাত্রায় বেড়েই চলেছে মৃত্যু

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 15 নভেম্বর: গঙ্গোত্রী ধামের দরজা বন্ধ হয়েছে মঙ্গলবার ৷ এরপর আজ ভ্রাতৃদ্বিতীয়ার দিন শুভ সময়ে আচার-অনুষ্ঠান মেনে বুধবার বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা ৷ এদিন সকাল 8টা নাগাদ ভগবান কেদারনাথের পঞ্চমুখী ডোলি আচার অনুসারে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে ৷ আজ থেকে বাবা কেদারের শীতকালীন পুজোর আসন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে উপবিষ্ট হবে । আজ বাবা কেদারের দরজা বন্ধ করার সময়, গোটা উপত্যকা হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে । এদিনই বেলা 11টা 57 মিনিটে অভিজিত মুহূর্ত ও মকর লগ্নে বন্ধ হয়েছে যমুনোত্রী ধামের দরজা ৷ আজ থেকে আগামী 6 মাস খরসালি খুশি মঠে মা যমুনার দর্শন পাবেন ভক্তরা ৷ যমুনোত্রী ধাম উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবস্থিত ৷ এ বছর 7 লক্ষ 35 হাজার 40 জন ভক্ত যমুনোত্রী ধাম দর্শন করেছেন ৷

এ বছরের মতো শেষের পথে এগোচ্ছে চারধাম যাত্রা ৷ যা মঙ্গলবার গঙ্গোত্রীধামের দরজা বন্ধের মধ্য দিয়ে শুরু হয়েছে । ভগবান শিবের 11তম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরের দরজা আজ সকাল ৮টায় ভক্তদের জন্য আগামী শীতকালীন ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হল । রীতি মেনে এদিন কেদারবাবার ডোলি মন্দির প্রাঙ্গণ থেকে বের করা হয় ৷ এরপরে চাইলে ভক্তরা শীতের মরশুমে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে বাবা কেদারকে দর্শন করতে ও পুজো দিতে পারবেন । দরজা বন্ধ হওয়ার পর বাবা কেদার ছয় মাসের জন্য সমাধিতে লীন হয়ে যান ।

শীতকালে চারটি ধামেই প্রবল তুষারপাত হয় ৷ তাই শীতকালে চারটি ধামই ছয় মাস ধরে বন্ধ থাকে । তবে দরজা বন্ধ করার ব্যাপারেও কিছু নিয়ম-কানুন আছে । বিশ্বাস করা হয় যে, বদ্রী ও কেদারে মানুষ ছয় মাস এবং দেবতা ছয় মাস ধরে পুজো করে । যে কারণে ছয় মাস দরজা বন্ধ থাকে । এরপর 18 নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা । এর সঙ্গে সঙ্গেই এ বছরের মতো চারধাম যাত্রা শেষ হবে । রেকর্ড সংখ্যক ভক্ত এ বছর ভিড় জমিয়েছিলেন চারধাম যাত্রায় ৷ যার মধ্যে এখনও পর্যন্ত রেকর্ড 19 লাখ 55 হাজারেরও বেশি ভক্ত বাবা কেদারনাথকে দর্শন করেছেন ৷

এবার বেশিরভাগ সময়ই আবহাওয়া খারাপ ছিল ৷ তা সত্ত্বেও রেকর্ড ভিড় হয়েছে কেদারনাথে ৷ বর্ষাকালেও লক্ষ লক্ষ ভক্ত কেদারনাথে পৌঁছেছেন । তবে আগামী বছর এই রেকর্ডও ভেঙে যাবে বলে আশা কেদারনাথ মন্দির কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন :

1 প্রতিকূল আবহাওয়াতেই উৎসব, 6 মাস পর ফের ভক্তমাঝে বাবা কেদারনাথ

2 চারধাম যাত্রা উপলক্ষে রেকর্ড 50 লক্ষ পুণ্যার্থী সমাগম উত্তরাখণ্ডে

3 আবহাওয়া প্রতিকূল, চারধাম যাত্রায় বেড়েই চলেছে মৃত্যু

Last Updated : Nov 15, 2023, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.