মুম্বই, 1 মার্চ: রাজ্য়ে লকডাউন হোক, এটা তিনিও চান না ৷ কিন্তু তিনি নিরুপায় ৷ করোনা আবহে এভাবেই নিজের অসহায়তার কথা তুলে ধরেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ কয়েকদিনে মহারাষ্ট্রের দৈনিক গড় করোনা আক্রান্তের সংখ্য়া আট হাজারেরও বেশি ৷ যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷ বাধ্য় হয়েই প্রয়োজন মাফিক দফায় দফায় লকডাউনের কথা ভাবতে হচ্ছে ৷ এই প্রসঙ্গে উদ্ধব বলেন, ‘‘আমি কখনই রাজ্য়ে লকডাউন জারি করতে চাই না ৷ কিন্তু আমি অপারগ ৷’’
ফেব্রুয়ারির গোড়াতেই মহারাষ্ট্রজুড়ে ফের বাড়বাড়ন্ত শুরু হয় কোভিড ভাইরাসের ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়়িয়ে যায় ছ’হাজারের গণ্ডি ৷ উদ্ধব জানান, এই পরিস্থিতি বাগে না এলে আবারও রাজ্য়ে লকডাউন ঘোষণা করবেন তিনি ৷ তবে তারপরও অবস্থার কোনও উন্নতি হয়নি ৷ গত সপ্তাহেই দৈনিক আক্রান্তের সংখ্যা আট হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় ৷
আরও পড়ুন: মহারাষ্ট্রে 8000 ছাড়াল দৈনিক সংক্রমণ, ওয়াসিম হস্টেলে আক্রান্ত 190
সোমবার রাজ্য়ে নতুন করে 8 হাজার 293 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়েছে ৷ সুস্থ হয়েছেন 3 হাজার 753 জন ৷ প্রাণ গিয়েছে 62 জন করোনা আক্রান্তের ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা প্রাণ কেড়েছে 52 হাজার 154 জনের ৷ সেরে উঠেছেন 20 লাখ 24 হাজার 704 জন ৷
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য মোতাবেক, করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ুর হার 2.42 শতাংশ ৷ আর সুস্থতার হার 93.95 শতাংশ ৷