ETV Bharat / bharat

'বাংলো ছেড়ে দেওয়া হয়েছে', কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই জানালেন মহুয়ার আইনজীবী

Mahua Moitra: প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বাংলো খালি করতে দল পাঠাল ডিরেক্টরেট অফ এস্টেট ৷ তাঁর আইনজীবী অবশ্য দাবি করেছেন, সরকারি বাংলো খালি করা হয়েছে ৷ তারপর ডিওই বাংলোর পরিস্থিতি দেখতে এসেছেন ৷

ETV Bharat
প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
author img

By PTI

Published : Jan 19, 2024, 11:06 AM IST

Updated : Jan 19, 2024, 1:44 PM IST

নয়াদিল্লি, 19 জানুয়ারি: সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয় মন্ত্রক ৷ এবার সরকারি বাংলো থেকে উচ্ছেদ করতে দল পাঠাল ডিরেক্টরেট অফ এস্টেট ৷ শুক্রবার সরকারি সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বাংলো খালি করতে সরাসরি একটি দলই পাঠিয়ে দিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয় মন্ত্রকের ডিওএ ৷ এদিকে তাঁর আইনজীবী জানিয়েছেন, কর্তৃপক্ষ আসার আগেই বাংলো খালি করা হয়েছে ৷ মহুয়া মৈত্রর আইনজীবীরা ডিরেক্টরেট অফ এস্টেটসের হাতে সরকারি বাংলোটি তুলে দিয়েছেন ৷ সরকারি আধিকারকিরা বাংলোটির অবস্থা খতিয়ে দেখছেন ৷

গত বছরের 8 ডিসেম্বর অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রকে বহিষ্কার করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এরপর নিয়ম অনুযায়ী তাঁকে বাংলো খালি করে দেওয়ার কথা জানানো হয় ৷ জানুয়ারি মাসের প্রথম দিকেই মহুয়াকে সাংসদদের জন্য নির্ধারিত সরকারি বাংলোটি ছেড়ে দেওয়ার নোটিশ পাঠায় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ডিওএ ৷ সেবার তিনি এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে সরকারি বাংলোয় 6 মাস পর্যন্ত থাকা যায় ৷ সেই অনুমতিও দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তবে এর জন্য প্রাক্তন সাংসদকে অর্থ দিয়ে থাকতে হবে ৷ বিচারপতি সুব্রহ্মণিয়াম প্রসাদ মহুয়া মৈত্রকে মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেন ৷

এরপর বুধবার, 17 জানুয়ারি ফের নোটিশ দেয় ডিওই ৷ তাঁকে যত দ্রুত সম্ভব বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের মহুয়া দিল্লি হাইকোর্টে আবেদন জানান ৷ বৃহস্পতিবার বিচারপতি গিরিশ কাঠপালিয়া উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দেন ৷

আরও পড়ুন:

  1. সরকারি বাংলো খালি করার নয়া নোটিশকে চ্যালেঞ্জ, আবারও দিল্লি হাইকোর্টে মহুয়া
  2. 'সরকারি বাংলো এখনই খালি করুন', প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়াকে নির্দেশ কেন্দ্রের
  3. মহুয়া বহিষ্কার ইস্যু: লোকসভা সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের, মার্চে শুনানি

নয়াদিল্লি, 19 জানুয়ারি: সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয় মন্ত্রক ৷ এবার সরকারি বাংলো থেকে উচ্ছেদ করতে দল পাঠাল ডিরেক্টরেট অফ এস্টেট ৷ শুক্রবার সরকারি সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বাংলো খালি করতে সরাসরি একটি দলই পাঠিয়ে দিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয় মন্ত্রকের ডিওএ ৷ এদিকে তাঁর আইনজীবী জানিয়েছেন, কর্তৃপক্ষ আসার আগেই বাংলো খালি করা হয়েছে ৷ মহুয়া মৈত্রর আইনজীবীরা ডিরেক্টরেট অফ এস্টেটসের হাতে সরকারি বাংলোটি তুলে দিয়েছেন ৷ সরকারি আধিকারকিরা বাংলোটির অবস্থা খতিয়ে দেখছেন ৷

গত বছরের 8 ডিসেম্বর অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রকে বহিষ্কার করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এরপর নিয়ম অনুযায়ী তাঁকে বাংলো খালি করে দেওয়ার কথা জানানো হয় ৷ জানুয়ারি মাসের প্রথম দিকেই মহুয়াকে সাংসদদের জন্য নির্ধারিত সরকারি বাংলোটি ছেড়ে দেওয়ার নোটিশ পাঠায় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ডিওএ ৷ সেবার তিনি এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে সরকারি বাংলোয় 6 মাস পর্যন্ত থাকা যায় ৷ সেই অনুমতিও দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তবে এর জন্য প্রাক্তন সাংসদকে অর্থ দিয়ে থাকতে হবে ৷ বিচারপতি সুব্রহ্মণিয়াম প্রসাদ মহুয়া মৈত্রকে মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেন ৷

এরপর বুধবার, 17 জানুয়ারি ফের নোটিশ দেয় ডিওই ৷ তাঁকে যত দ্রুত সম্ভব বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের মহুয়া দিল্লি হাইকোর্টে আবেদন জানান ৷ বৃহস্পতিবার বিচারপতি গিরিশ কাঠপালিয়া উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দেন ৷

আরও পড়ুন:

  1. সরকারি বাংলো খালি করার নয়া নোটিশকে চ্যালেঞ্জ, আবারও দিল্লি হাইকোর্টে মহুয়া
  2. 'সরকারি বাংলো এখনই খালি করুন', প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়াকে নির্দেশ কেন্দ্রের
  3. মহুয়া বহিষ্কার ইস্যু: লোকসভা সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের, মার্চে শুনানি
Last Updated : Jan 19, 2024, 1:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.