রোহতক (হরিয়ানা), 25 জানুয়ারি: পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং দুই সন্তানের নলি কেটে খুন করে আত্মহত্যা করলেন চিকিৎসক । হরিয়ানার রোহতকের বারসি নগর এলাকার এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে । পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতের দিকে চিকিৎসকের ভাই দাদার বাড়ি গিয়ে বিষয়টি জানতে পারেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে খবর (Police recovered suicide note from the house) ।
তদন্তকারীদের অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী সোনিয়া এবং তাঁর দুই সন্তান যুবিকা এবং অংশের গলার নলি কাটেন বিনোদ কেশব নামে পেশায় চিকিৎসক ওই ব্যক্তি। তারপর নিজেকেও শেষ করে দেন । তবে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ঘুমের ওষুধ থেকে পুলিশের অনুমান ওই ধরনের কিছু আত্মহত্যা করেছেন চিকিৎসক । রাতেই ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা । তাঁদের প্রাথমিক অনুমান, চিকিৎসকের ভাই বাড়িতে আসার অন্তত 12 ঘণ্টা আগেই প্রথমে খুন এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে ।
মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । মৃত্যুর সঠিক কারণ এবং সময় জানার পর তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। উদ্ধার হওয়া সুইসাইড নোট দেখে পুলিশের অনুমান, পারিবারিক অসন্তোষের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন চিকিৎসক । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না বেশ কয়েকদিন ধরে। প্রাত্যহিক অশান্তির জেরে কয়েক মাস আগে নিজের বাড়িতেই নাকি আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন চিকিৎসক । সেবার কিছু না হলেও এবার স্ত্রী এবং দুই সন্তানের নলি কেটে খুন করে আত্মহত্যা করলেন চিকিৎসক ।
প্রাথমিকভাবে ঘটনার ধরন সম্পর্কে নিশ্চিত হলেও অন্য সম্ভবনাও খতিয়ে দেখছে পুলিশ। হস্তাক্ষর বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে সুইসাইড নোটটি চিকিৎসকেরই লেখা কিনা তা জানার চেষ্টা হচ্ছে । পাশাপাশি পরিবারের বন্ধু থেকে শুরু করে পরিচিতদের সঙ্গেও কথা বলা হচ্ছে। পরিবারের আর্থিক পরিস্থিতি কেমন ছিল তাও জানার কাজ শুরু হয়েছে ।
আরও পড়ুন: ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারের পরই অমর্ত্য সেনকে জমি ফেরত চেয়ে বিতর্কে বিশ্বভারতী