ETV Bharat / bharat

নির্বাচনী প্রচারে আসল কথাই নেই, প্রধানমন্ত্রীকে কটাক্ষ চিদম্বরমের - Bihar assembly polls

চিদম্বরমের অভিযোগ, নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কোনও সমস্যার কথা তুলে ধরা হয়নি ।

Chidambaram slams modi over bihar election issue
প্রধানমন্ত্রীকে বিহারের নির্বাচন প্রসঙ্গে কটাক্ষ করলেন পি চিদম্বরম
author img

By

Published : Nov 2, 2020, 2:59 PM IST

পাটনা, 2 নভেম্বর : বিহারে নির্বাচনী প্রচার নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন পি চিদম্বরম । তাঁঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে আসল বিষয় নিয়ে কোনও কথাই বলেনি NDA নেতৃত্ব ।

চিদম্বরম বলেন, “বেকারত্ব, নতুন শিল্প, খাদ্যশস্যের মূল্য নির্ধারণ, মহিলাদের নিরাপত্তা সম্পর্কিত কোনও বিষয় নিয়ে তাঁঁরা কি আলোচনা করেছেন ? না । NDA-কে ভোট দেওয়ার জন্য এই বিষয়গুলি তাঁঁরা উত্থাপন করেননি । বিহারের ভোট টানতে প্রধানমন্ত্রী নিজে ছট ও গঙ্গা পুজো করেছিলেন । এমনকী রাম মন্দির ইশু, CAA এবং 370 ধারা প্রসঙ্গ তুলে ধরেছিলেন মোদি ।"

গতকাল বিহারের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “বিরোধীরা CAA নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে । একবছর হয়ে গেছে কোনও ভারতীয় কি তাঁঁদের নাগরিকত্ব হারিয়েছেন ?” বিহারের 243টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে । প্রথম পর্যায়ে 28 অক্টোবর ভোটগ্রহণ হয় । আগামীকাল অর্থাৎ 3 এবং 7 নভেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণ হবে । 10 নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা ।

পাটনা, 2 নভেম্বর : বিহারে নির্বাচনী প্রচার নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন পি চিদম্বরম । তাঁঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে আসল বিষয় নিয়ে কোনও কথাই বলেনি NDA নেতৃত্ব ।

চিদম্বরম বলেন, “বেকারত্ব, নতুন শিল্প, খাদ্যশস্যের মূল্য নির্ধারণ, মহিলাদের নিরাপত্তা সম্পর্কিত কোনও বিষয় নিয়ে তাঁঁরা কি আলোচনা করেছেন ? না । NDA-কে ভোট দেওয়ার জন্য এই বিষয়গুলি তাঁঁরা উত্থাপন করেননি । বিহারের ভোট টানতে প্রধানমন্ত্রী নিজে ছট ও গঙ্গা পুজো করেছিলেন । এমনকী রাম মন্দির ইশু, CAA এবং 370 ধারা প্রসঙ্গ তুলে ধরেছিলেন মোদি ।"

গতকাল বিহারের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “বিরোধীরা CAA নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে । একবছর হয়ে গেছে কোনও ভারতীয় কি তাঁঁদের নাগরিকত্ব হারিয়েছেন ?” বিহারের 243টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে । প্রথম পর্যায়ে 28 অক্টোবর ভোটগ্রহণ হয় । আগামীকাল অর্থাৎ 3 এবং 7 নভেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণ হবে । 10 নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.