ETV Bharat / bharat

Karnataka Election Result 2023: জয়ী শিবকুমার-সিদ্ধারামাইয়া-বাসবরাজ ও কুমারস্বামী

কংগ্রেসের ডিকে শিবকুমার, সিদ্ধারামাইয়া জয়ী হয়েছেন ৷ জিতেছেন বিদায়ী মুখ্য়মন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ হারের দিকেই আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএসের এইচডি কুমারস্বামী ৷

Karnataka Election Result 2023
কর্ণাটক নির্বাচন ফলাফল 2023
author img

By

Published : May 13, 2023, 1:35 PM IST

Updated : May 13, 2023, 2:04 PM IST

বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকের ভাগ্য প্রায় নিশ্চিত হতে চলেছে ৷ কংগ্রেস বনাম বিজেপি লড়াইয়ে এখন হাত শিবির অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ বিজেপির ক্ষমতা অবসান হবে কি না, তার জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না ৷ তবে আঞ্চলিক দল জনতা দল সেকুলার বা জেডিএস সেভাবে প্রভাব ফেলতে পারল না।

সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ প্রথম থেকেই এগিয়ে যেতে থাকে কংগ্রেস ৷ বেলা বাড়তে সেই সম্ভাবনা ক্রমশ বাস্তব রূপ নিতে থাকে। এর মধ্যে দেখে নেওয়া যাক, প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএসের প্রধান এইচডি কুমারস্বামী, কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোম্মাইরা কে কী অবস্থায় ?

কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার জয়ী হয়েছেন ৷ তিনি ওক্কালিগা সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের সম্পর্ক বেশ ভালো ৷ আর কংগ্রেস সরকার গড়লে মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম নাম তাঁরই ৷ তিনি কনকপুর থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন ৷ এই বিধানসভা কেন্দ্র থেকে 2008, 2013 এবং 2018 সালে তিনি জয়ী হয়েছেন৷ 2013 সালে সিদ্ধারামাইয়ার মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হন ৷

কনকপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আর অশোকা, জেডিএস-এর বি নাগারাজু ৷ ডি কে শিবকুমার প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 72.59 শতাংশ ৷ অনেকটাই পিছিয়ে জেডি(এস)-এর নাগারাজু ৷ আর তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী ৷ ডিকে শিবকুমার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ৷

জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাইও ৷ তিনি শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে 9 হাজার 265 ভোটে জয়ী হয়েছেন ৷ কংগ্রেসের পাঠান ইয়াসির আহমেদ খানকে হারিয়েছেন ৷ বাসবরাজ 54.28 শতাংশ ভোট পেয়েছেন আর কংগ্রেস প্রার্থী 36.42 শতাংশ ৷ নিজে জয়ী হলেও কংগ্রেসের জয়কে একপ্রকার মেনে নিয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্য়মন্ত্রী ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের প্রত্যেক কর্মী তাঁদের সর্বস্ব দিলেও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি ৷" তবে তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে নিজেদের শক্তি ফিরে পাবে বিজেপি ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া বরুণা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তিনি বিজেপি প্রার্থী ভি সোমান্নাকে পরাজিত করেছেন ৷ সিদ্ধারামাইয়া 61.54 শতাংশ ভোট পেয়েছেন ৷ বিজেপি প্রার্থী 35.47 শতাংশ ৷ আজ সকালেই সিদ্ধারামাইয়ার ছেলে একটি সংবাদমাধ্যমে দাবি করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁর বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত ৷ তবে কংগ্রেসের একটা বড় অংশ শিবকুমারের জন্য বাজি ধরেছেন।

এদিকে রাজ্যের আরেক প্রাক্তন মুখমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী চান্নাপাতনা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তিনি 34 হাজার 322 টি ভোট পেয়েছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 48.12 শতাংশ ৷ কুমারস্বামী বিজেপি প্রার্থী সি পি যোগেশ্বারাকে সামান্য ব্যবধানে হারিয়েছেন ৷ বিজেপির প্রার্থী 30 হাজার 712 টি ভোট পেয়েছেন ৷ 43.06 শতাংশ ভোট রয়েছে তাঁর ঝুলিতে ৷

আরও পড়ুন: 119টি আসনে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপির 14 মন্ত্রী

বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকের ভাগ্য প্রায় নিশ্চিত হতে চলেছে ৷ কংগ্রেস বনাম বিজেপি লড়াইয়ে এখন হাত শিবির অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ বিজেপির ক্ষমতা অবসান হবে কি না, তার জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না ৷ তবে আঞ্চলিক দল জনতা দল সেকুলার বা জেডিএস সেভাবে প্রভাব ফেলতে পারল না।

সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ প্রথম থেকেই এগিয়ে যেতে থাকে কংগ্রেস ৷ বেলা বাড়তে সেই সম্ভাবনা ক্রমশ বাস্তব রূপ নিতে থাকে। এর মধ্যে দেখে নেওয়া যাক, প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএসের প্রধান এইচডি কুমারস্বামী, কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোম্মাইরা কে কী অবস্থায় ?

কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার জয়ী হয়েছেন ৷ তিনি ওক্কালিগা সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের সম্পর্ক বেশ ভালো ৷ আর কংগ্রেস সরকার গড়লে মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম নাম তাঁরই ৷ তিনি কনকপুর থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন ৷ এই বিধানসভা কেন্দ্র থেকে 2008, 2013 এবং 2018 সালে তিনি জয়ী হয়েছেন৷ 2013 সালে সিদ্ধারামাইয়ার মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হন ৷

কনকপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আর অশোকা, জেডিএস-এর বি নাগারাজু ৷ ডি কে শিবকুমার প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 72.59 শতাংশ ৷ অনেকটাই পিছিয়ে জেডি(এস)-এর নাগারাজু ৷ আর তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী ৷ ডিকে শিবকুমার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ৷

জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাইও ৷ তিনি শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে 9 হাজার 265 ভোটে জয়ী হয়েছেন ৷ কংগ্রেসের পাঠান ইয়াসির আহমেদ খানকে হারিয়েছেন ৷ বাসবরাজ 54.28 শতাংশ ভোট পেয়েছেন আর কংগ্রেস প্রার্থী 36.42 শতাংশ ৷ নিজে জয়ী হলেও কংগ্রেসের জয়কে একপ্রকার মেনে নিয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্য়মন্ত্রী ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের প্রত্যেক কর্মী তাঁদের সর্বস্ব দিলেও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি ৷" তবে তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে নিজেদের শক্তি ফিরে পাবে বিজেপি ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া বরুণা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তিনি বিজেপি প্রার্থী ভি সোমান্নাকে পরাজিত করেছেন ৷ সিদ্ধারামাইয়া 61.54 শতাংশ ভোট পেয়েছেন ৷ বিজেপি প্রার্থী 35.47 শতাংশ ৷ আজ সকালেই সিদ্ধারামাইয়ার ছেলে একটি সংবাদমাধ্যমে দাবি করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁর বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত ৷ তবে কংগ্রেসের একটা বড় অংশ শিবকুমারের জন্য বাজি ধরেছেন।

এদিকে রাজ্যের আরেক প্রাক্তন মুখমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী চান্নাপাতনা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তিনি 34 হাজার 322 টি ভোট পেয়েছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 48.12 শতাংশ ৷ কুমারস্বামী বিজেপি প্রার্থী সি পি যোগেশ্বারাকে সামান্য ব্যবধানে হারিয়েছেন ৷ বিজেপির প্রার্থী 30 হাজার 712 টি ভোট পেয়েছেন ৷ 43.06 শতাংশ ভোট রয়েছে তাঁর ঝুলিতে ৷

আরও পড়ুন: 119টি আসনে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপির 14 মন্ত্রী

Last Updated : May 13, 2023, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.