ETV Bharat / bharat

টুলকিট মামলায় ধৃত দিশা রবির তিন দিনের জেল হেফাজত - Toolkit Case

দিশা রবিকে তিন দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷ দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি করার এবং তা সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানোর অভিযোগ রয়েছে দিশার বিরুদ্ধে ৷

টুলকিট মামলায় ধৃত দিশা রবির তিন দিনের জেল হেফাজত
টুলকিট মামলায় ধৃত দিশা রবির তিন দিনের জেল হেফাজত
author img

By

Published : Feb 19, 2021, 7:19 PM IST

দিল্লি, 19 ফেব্রুয়ারি : দিশা রবিকে তিন দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷ দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি করার এবং তা সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানোর অভিযোগ রয়েছে দিশার বিরুদ্ধে ৷ সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে ৷ তাঁকে গত সপ্তাহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ওই টুলকিট দিশার সঙ্গে তৈরি করেছিলেন আরও দু’জন ৷ তাঁদের একজন নিকিতা জেকব ও শান্তনু মুলুক ৷ ওই দু’জনের বিরুদ্ধেও নোটিস দিয়েছে পুলিশ ৷ তাই দিশার সঙ্গে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ ৷ সেটাই এদিন আদালতে জানানো হয়েছে পুলিশের তরফে ৷

আরও পড়ুন : দিশার দায়ের করা মামলায় পুলিশকে নিজের অবস্থান বজায় রাখতে বলল আদালত

শুক্রবার দিশাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট ৷ এর আগে তিনি পাঁচদিনের জন্য পুলিশি হেফাজতে ছিলেন৷ আদালতে পুলিশের দাবি, ওই সময় জেরা করা হয় দিশাকে ৷ দিশা পুরো দোষ নিকিতা ও শান্তনুর উপর চাপিয়ে দিয়েছে ৷

দিল্লি, 19 ফেব্রুয়ারি : দিশা রবিকে তিন দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷ দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি করার এবং তা সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানোর অভিযোগ রয়েছে দিশার বিরুদ্ধে ৷ সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে ৷ তাঁকে গত সপ্তাহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ওই টুলকিট দিশার সঙ্গে তৈরি করেছিলেন আরও দু’জন ৷ তাঁদের একজন নিকিতা জেকব ও শান্তনু মুলুক ৷ ওই দু’জনের বিরুদ্ধেও নোটিস দিয়েছে পুলিশ ৷ তাই দিশার সঙ্গে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ ৷ সেটাই এদিন আদালতে জানানো হয়েছে পুলিশের তরফে ৷

আরও পড়ুন : দিশার দায়ের করা মামলায় পুলিশকে নিজের অবস্থান বজায় রাখতে বলল আদালত

শুক্রবার দিশাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট ৷ এর আগে তিনি পাঁচদিনের জন্য পুলিশি হেফাজতে ছিলেন৷ আদালতে পুলিশের দাবি, ওই সময় জেরা করা হয় দিশাকে ৷ দিশা পুরো দোষ নিকিতা ও শান্তনুর উপর চাপিয়ে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.