ETV Bharat / bharat

মহারাষ্ট্রের সরকার ফেলতে নোংরা রাজনীতি হচ্ছে, অভিযোগ সেনা মুখপাত্রের - সঞ্জয় রাউত

মহারাষ্ট্রের সরকার ফেলতে নোংরা রাজনীতি করা হচ্ছে ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করলেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ৷ তবে এই ষড়যন্ত্র সফল হবে না বলেই তাঁর দাবি ৷

'Dirty politics' on to destabilise Maharashtra govt: Raut
মহারাষ্ট্রের সরকার ফেলতে নোংরা রাজনীতি হচ্ছে, অভিযোগ সেনা মুখপাত্রের
author img

By

Published : Apr 8, 2021, 2:55 PM IST

মুম্বই, 8 এপ্রিল : মহারাষ্ট্রের মহা বিকাশ অঘাদি (এমভিএ) সরকারকে ফেলতে নোংরা রাজনীতি করা হচ্ছে ৷ তবে এই ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত ৷

মুম্বই পুলিশের সাসপেন্ডেড আধিকারিক সচিন ওয়াজ়ে সম্প্রতি তাঁর লেখা একটি চিঠিতে দাবি করেন, রাজ্য়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তাঁর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন ৷ এই টাকা না দিলে তাঁকে যে মুম্বই পুলিশের চাকরি খোয়াতে হবে, তেমন হুঁশিয়ারও নাকি দেওয়া হয়েছিল ওয়াজ়েকে ৷ এছাড়াও রাজ্য়ের আর এক মন্ত্রী অনিল পরব নাকি ওয়াজ়েকে ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায় করতে বলেছিলেন ৷

শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন সচিন ওয়াজ়ে ৷ তাঁর বিরুদ্ধে এই একই ঘটনায় ব্য়বসায়ী হিরেন মনসুখের অস্বাভাবিক মৃত্য়ুতেও জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : 7 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে সচিন ওয়াজ়ে

ইতিমধ্যেই ওয়াজ়ের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন অনিল পরব ৷ এই শিবসেনা নেতার দাবি, তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত ৷ প্রয়াত শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরের নামে শপথ করে পরব বলেন, তিনি কখনও কোনও অন্যায় করেননি ৷

বৃহস্পতিবার গোটা ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় রাউত বলেন, ইদানীং জেলবন্দী অভিযুক্তদের কাছ থেকে চিঠি আসার এক নয়া ট্রেন্ড শুরু হয়েছে ৷ তাঁর কথায়, ‘‘এমন নোংরা রাজনীতি ভারতবর্ষ আগে কখনও দেখেনি ৷ ব্য়ক্তির চরিত্র হননের জন্য জাতীয় সংস্থাগুলিকে ব্য়বহার করা হচ্ছে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেলকে কাজে লাগানো হচ্ছে ৷ জেলবন্দী অভিযুক্তরা একের পর এক চিঠি পাঠাচ্ছেন ৷’’

সঞ্জয় রাউতের অভিযোগ, মহারাষ্ট্রের সরকার ফেলার জন্যই এতসব কাণ্ড ঘটানো হচ্ছে ৷ তবে এই প্রয়াস সফল হবে না বলে তাঁর দাবি ৷ অনিল পরব সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি অনিল পরবকে চিনি ৷ তিনি একজন কট্টর শিব সৈনিক ৷ বালাসাহেব ঠাকরের নামে শপথ করে তিনি কখনও মিথ্যা কথা বলবেন না ৷’’

মুম্বই, 8 এপ্রিল : মহারাষ্ট্রের মহা বিকাশ অঘাদি (এমভিএ) সরকারকে ফেলতে নোংরা রাজনীতি করা হচ্ছে ৷ তবে এই ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত ৷

মুম্বই পুলিশের সাসপেন্ডেড আধিকারিক সচিন ওয়াজ়ে সম্প্রতি তাঁর লেখা একটি চিঠিতে দাবি করেন, রাজ্য়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তাঁর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন ৷ এই টাকা না দিলে তাঁকে যে মুম্বই পুলিশের চাকরি খোয়াতে হবে, তেমন হুঁশিয়ারও নাকি দেওয়া হয়েছিল ওয়াজ়েকে ৷ এছাড়াও রাজ্য়ের আর এক মন্ত্রী অনিল পরব নাকি ওয়াজ়েকে ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায় করতে বলেছিলেন ৷

শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন সচিন ওয়াজ়ে ৷ তাঁর বিরুদ্ধে এই একই ঘটনায় ব্য়বসায়ী হিরেন মনসুখের অস্বাভাবিক মৃত্য়ুতেও জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : 7 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে সচিন ওয়াজ়ে

ইতিমধ্যেই ওয়াজ়ের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন অনিল পরব ৷ এই শিবসেনা নেতার দাবি, তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত ৷ প্রয়াত শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরের নামে শপথ করে পরব বলেন, তিনি কখনও কোনও অন্যায় করেননি ৷

বৃহস্পতিবার গোটা ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় রাউত বলেন, ইদানীং জেলবন্দী অভিযুক্তদের কাছ থেকে চিঠি আসার এক নয়া ট্রেন্ড শুরু হয়েছে ৷ তাঁর কথায়, ‘‘এমন নোংরা রাজনীতি ভারতবর্ষ আগে কখনও দেখেনি ৷ ব্য়ক্তির চরিত্র হননের জন্য জাতীয় সংস্থাগুলিকে ব্য়বহার করা হচ্ছে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেলকে কাজে লাগানো হচ্ছে ৷ জেলবন্দী অভিযুক্তরা একের পর এক চিঠি পাঠাচ্ছেন ৷’’

সঞ্জয় রাউতের অভিযোগ, মহারাষ্ট্রের সরকার ফেলার জন্যই এতসব কাণ্ড ঘটানো হচ্ছে ৷ তবে এই প্রয়াস সফল হবে না বলে তাঁর দাবি ৷ অনিল পরব সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি অনিল পরবকে চিনি ৷ তিনি একজন কট্টর শিব সৈনিক ৷ বালাসাহেব ঠাকরের নামে শপথ করে তিনি কখনও মিথ্যা কথা বলবেন না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.