নয়াদিল্লি, 30 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi's ouster as MP) করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য জার্মানিকে ধন্যবাদ জানালেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং (Digvijaya Thanks Germany)। বৃহস্পতিবার টুইটারে তিনি (Digvijaya Singh) লিখেছেন, "রাহুল গান্ধিকে নিপীড়নের মাধ্যমে কীভাবে ভারতে গণতন্ত্রের সঙ্গে আপোস করা হচ্ছে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য জার্মান বিদেশমন্ত্রক এবং রিচার্ড ওয়াকারকে ধন্যবাদ জানাই ।"
জার্মান রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচারকারী ডয়চে ওয়েলে (ডিডব্লিউ) তে সম্প্রচারিত একটি প্রেস ব্রিফিংয়ের সময়, জার্মান মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তাঁর দেশ "আশা করে যে, বিচারবিভাগীয় স্বাধীনতার মান এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলি এই ক্ষেত্রে কার্যকরী থাকবে ।"
তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, "আমরা ভারতের বিরোধী রাজনীতিবিদ রাহুল গান্ধির বিরুদ্ধে প্রথম দৃষ্টান্তমূলক রায়ের পাশাপাশি তাঁর সংসদীয় জনাদেশ স্থগিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি । আমরা যতদূর জানি, মিস্টার গান্ধি এই রায়ের বিরুদ্ধে আপিল করার অবস্থানে আছেন ৷" ব্রিফিংয়ের ক্লিপটি টুইটারে শেয়ার করেছেন ডিডব্লিউ-এর প্রধান আন্তর্জাতিক সম্পাদক রিচার্ড ওয়াকার ।
জার্মান মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আপিল করলেই এটি স্পষ্ট হয়ে যাবে যে এই রায় বহাল থাকবে কি না এবং তার জনাদেশ স্থগিত রাখার কোনও ভিত্তি আছে কি না ।
আরও পড়ুন: নিজের অধিকারের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়েই বাংলো ছাড়বেন, জানালেন রাহুল
এই সপ্তাহের শুরুতে মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আদালতে রাহুল গান্ধির মামলা দেখছে । রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা-সহ গণতান্ত্রিক মূল্যবোধের জন্য একটি প্রতিশ্রুতিতে জড়িত ।
23 মার্চ রাহুল গান্ধিকে সুরাতের জেলা আদালত ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে 2 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে ৷ তারই প্রেক্ষিতে সাংসদ পদ খারিজ হয়ে যায় রাগার ৷