ETV Bharat / bharat

Swami Vivekananda : বীর সন্ন্যাসীর তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য অমিত, মমতার - স্বামীজির তিরোধান দিবসে শ্রদ্ধা মমতা-শাহের

আজ 4 জুলাই স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) তিরোধান দিবস ৷ দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি ৷ টুইটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ
author img

By

Published : Jul 4, 2021, 1:29 PM IST

Updated : Jul 4, 2021, 4:25 PM IST

কলকাতা, 4 জুলাই : বিশ্বের দরবারে উপস্থাপন করেছিলেন ভারতবর্ষকে ৷ সনাতন হিন্দুধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্ববাসীকে ৷ তাঁর একটি মাত্র সম্বোধন আলোড়ন তৈরি করে আমেরিকাবাসীর মনে ৷ জীবনকাল মাত্র 39 বছরের ৷ 4 জুলাই স্বামীজির তিরোধান দিবসে পালিত হয় দেশজুড়ে ৷ বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ করলেন তাঁর আত্মত্যাগের কথাও ৷

1893 সালে বিশ্বধর্ম মহাসভায় ভারত এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করতে যান বিবেকানন্দ ৷ সভা আয়োজিত হয়েছিল আমেরিকার শিকাগোয় ৷ সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন স্বামীজি ৷ কিন্তু তাতেই সকলের মন জয় করেন ৷ কারণ আমেরিকাবাসীকে তিনি আপন ভাই-বোন বলে সম্বোধন করেন ৷ সেই শুরু ৷ হিন্দুধর্মের প্রচারক হিসাবে গিয়েছেন একাধিক জায়গায় ৷ আমেরিকাতেই বিভিন্ন প্রদেশে আমন্ত্রিত হয়েছেন ৷ তারপর ইংল্যান্ড, কলম্বো হয়ে দেশে ফেরা ৷ কর্মজীবনের শেষের দিকে 1897 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ৷

কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর সন্তান নরেন্দ্রনাথের জন্ম 1863 সালের 12 জানুয়ারি ৷ ডাকনাম বিলে ৷ ছেলেবেলা থেকেই ধ্যানে মগ্ন হতে ভালবাসতেন ৷ পরে আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে ৷ পাঠ নেন আধ্যাত্মিকতার ৷ ছিলেন সারদা দেবীর কাছাকাছিও ৷

  • On this day in 1902, Swami Vivekananda attained Mahasamadhi.

    We shall forever remain indebted to him for his teachings on individual freedom, social equality and justice into the Indian ethos. His thoughts & ideas are our guiding light, even today.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1902 সালের এই দিনটিকে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস হিসাবে চিহ্নিত করা হয় ৷ মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেন স্বামীজি ৷ অনেকের মতেই মহাসমাধি ঘটে তাঁর ৷ তারপর থেকে পালিত হয়ে আসছে দিনটি ৷ রবিবার সকালে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-ও টুইটে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷

  • युगप्रवर्तक स्‍वामी विवेकानंद जी मात्र एक व्‍यक्ति नहीं बल्कि एक अमर विचार, एक समृद्ध जीवनशैली हैं। वें राष्ट्रनिर्माण में अस्पर्शयता व जातिवाद को बड़ी बाधा मानते थे। उन्होंने युवाओं में नई चेतना जागृत कर उन्हें सशक्त भारत के निर्माण में अपना योगदान देने के लिए प्रेरित किया। pic.twitter.com/N0iULMnAqU

    — Amit Shah (@AmitShah) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিবেকানন্দকে পাথেয় করে করোনা আক্রান্তদের সেবায় বাঁকুড়ার যুবক

কলকাতা, 4 জুলাই : বিশ্বের দরবারে উপস্থাপন করেছিলেন ভারতবর্ষকে ৷ সনাতন হিন্দুধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্ববাসীকে ৷ তাঁর একটি মাত্র সম্বোধন আলোড়ন তৈরি করে আমেরিকাবাসীর মনে ৷ জীবনকাল মাত্র 39 বছরের ৷ 4 জুলাই স্বামীজির তিরোধান দিবসে পালিত হয় দেশজুড়ে ৷ বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ করলেন তাঁর আত্মত্যাগের কথাও ৷

1893 সালে বিশ্বধর্ম মহাসভায় ভারত এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করতে যান বিবেকানন্দ ৷ সভা আয়োজিত হয়েছিল আমেরিকার শিকাগোয় ৷ সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন স্বামীজি ৷ কিন্তু তাতেই সকলের মন জয় করেন ৷ কারণ আমেরিকাবাসীকে তিনি আপন ভাই-বোন বলে সম্বোধন করেন ৷ সেই শুরু ৷ হিন্দুধর্মের প্রচারক হিসাবে গিয়েছেন একাধিক জায়গায় ৷ আমেরিকাতেই বিভিন্ন প্রদেশে আমন্ত্রিত হয়েছেন ৷ তারপর ইংল্যান্ড, কলম্বো হয়ে দেশে ফেরা ৷ কর্মজীবনের শেষের দিকে 1897 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ৷

কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর সন্তান নরেন্দ্রনাথের জন্ম 1863 সালের 12 জানুয়ারি ৷ ডাকনাম বিলে ৷ ছেলেবেলা থেকেই ধ্যানে মগ্ন হতে ভালবাসতেন ৷ পরে আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে ৷ পাঠ নেন আধ্যাত্মিকতার ৷ ছিলেন সারদা দেবীর কাছাকাছিও ৷

  • On this day in 1902, Swami Vivekananda attained Mahasamadhi.

    We shall forever remain indebted to him for his teachings on individual freedom, social equality and justice into the Indian ethos. His thoughts & ideas are our guiding light, even today.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1902 সালের এই দিনটিকে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস হিসাবে চিহ্নিত করা হয় ৷ মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেন স্বামীজি ৷ অনেকের মতেই মহাসমাধি ঘটে তাঁর ৷ তারপর থেকে পালিত হয়ে আসছে দিনটি ৷ রবিবার সকালে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-ও টুইটে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷

  • युगप्रवर्तक स्‍वामी विवेकानंद जी मात्र एक व्‍यक्ति नहीं बल्कि एक अमर विचार, एक समृद्ध जीवनशैली हैं। वें राष्ट्रनिर्माण में अस्पर्शयता व जातिवाद को बड़ी बाधा मानते थे। उन्होंने युवाओं में नई चेतना जागृत कर उन्हें सशक्त भारत के निर्माण में अपना योगदान देने के लिए प्रेरित किया। pic.twitter.com/N0iULMnAqU

    — Amit Shah (@AmitShah) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিবেকানন্দকে পাথেয় করে করোনা আক্রান্তদের সেবায় বাঁকুড়ার যুবক

Last Updated : Jul 4, 2021, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.