ETV Bharat / bharat

Kiss Day 2023: চুমুর রকমফেরে বদলে যায় অনুভূতির অর্থ ! আপনি কি জানেন ? - চুমু

সোমবার চুম্বন দিবস (Kiss Day 2023) ৷ বিশেষজ্ঞরা বলেন, এক-এক ধরনের চুম্বনের অর্থও এক-একরকম ! কী সেগুলি ? জানুন ৷

Different types of kisses have different meanings
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 13, 2023, 12:15 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ভ্য়ালেনটাইনস সপ্তাহ (Valentine’s Week 2023) ৷ মানে ভালোবাসার সপ্তাহ ! 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সপ্তাহের প্রত্য়েকটি দিনই স্পেশাল ! সাত-সাতটি দিন পেরিয়ে অবশেষে আসে বহু প্রতিক্ষিত 14 ফেব্রুয়ারি ! সারা পৃথিবীতে যাকে বলা হয়, ভালোবাসার দিন (Valentine’s Day) ৷ ভালোবাসার সপ্তাহের সপ্তম দিনটি পালিত হয় চুম্বন দিবস (Kiss Day 2023) হিসাবে ৷ বিশেষজ্ঞরা বলেন, চুম্বন খুব সাদামাটা কোনও বিষয় নয় মোটেই ৷ এর পিছনে রয়েছে অনেক প্যাঁচ পয়জার, অনেক রসায়ন, আর তার নানা ব্যাখ্য়া ! কে, কাকে কীভাবে চুম্বন করছেন, তার বিশ্লেষণ করলে বেরোতে পারে নানা অর্থ ! তবে, অত গভীরে না যেতে চাইলে বলতে হবে, বিভিন্ন চুম্বনের বিভিন্ন অর্থ হয় ৷ কেমন সেগুলি ? সেটাই জানার চেষ্টা করল ইটিভি ভারত ৷

গালে চুম্বন: কারও গালে চুম্বনের অর্থ হল, সেই ব্যক্তির প্রতি গভীর ভালোবাসা এবং ঘনিষ্ঠতার বহিঃপ্রকাশ ৷ সাধারণত, আমরা যখন এমন কারও সঙ্গে দেখা করি, যিনি আমাদের খুব কাছের, তখন সেই ব্যক্তিকে অভিবাদন জানাতে তাঁর গালে চুমু খাওয়ার রেওয়াজ আছে ৷ এতে সামনের মানুষটিরও মুখ আনন্দে ঝলমল করে ওঠে ৷

কপালে চুম্বন: কারও কপালে চুম্বন করার অর্থ হল, আপনি তাঁর প্রশংসা করছেন ৷ শুধু তাই নয় ৷ কপালে চুম্বনের আর একটা অর্থ হল সুরক্ষা বা নিরাপত্তা ! অর্থাৎ আপনি সামনের মানুষটিকে বোঝাতে চাইছেন, তাঁকে নিরাপদে রাখা আপনি আপনার কর্তব্য বলে মনে করেন ৷ কোনও কথা না বলে শুধুমাত্র কপালে চুমু খেয়ে সামনে মানুষটিকে বুঝিয়ে দেওয়া যায়, "তুমি এখানে নিরাপদ !"

হাতে চুম্বন: বলা হয়, কারও হাতে তখনই চুমু খাওয়া হয়, যখন সেই মানুষটির সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার বাসনা থাকে ! তবে, বেশ কিছু সমাজে, বিশেষ পাশ্চাত্যের বিভিন্ন দেশে হাতে চুম্বন করার অর্থ হল, সেই মানুষটির প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁর প্রশংসা করা ৷

ফরাসি চুম্বন: এমন বাংলা তর্জমায় আজব লাগছে কি ? তাহলে পরিচিত শব্দবন্ধতেই বলি ? ফরাসি চুম্বন অর্থাৎ ফ্রেঞ্চ কিস ৷ সাধারণত, যখন দু'টি মানুষ প্রবলভাবে একে-অপরের প্রতি আবেগপ্রবণ হন, পরস্পরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন, কেবলমাত্র তাঁদের পক্ষেই এভাবে চুম্বন করা সম্ভব ৷

কানের লতিতে চুম্বন: আপনার প্রিয় কোনও মানুষকে ঘুম থেকে তোলার জন্য তাঁর কানের লতিতে টুকুস করে এমন একটি চুম্বন করে দিতে পারেন ৷ তাতে কাজ হবে তুরন্ত ! আসলে আমাদের কানের লতি শরীরের অত্যন্ত সংবেদনশীল একটি অংশ ৷ তাই কানের লতিতে চুমু খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন একজন মানুষকে জাগিয়ে তোলাও সম্ভব !

ঘাড়ে চুম্বন: ঘাড়ে চুম্বনের অর্থ হল, যৌন চাহিদা বা যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করা ৷ ফ্রেঞ্চ কিসের মতো এক্ষেত্রেও সংশ্লিষ্ট দু'টি মানুষের পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ এবং আবেগ থাকা জরুরি ৷

নাকে চুম্বন: নাকে চুম্বন করাকে খুব মধুর একটি বিষয় হিসাবেই গণ্য করা হয় ৷ পরস্পরকে ভীষণ ভালোবাসেন, সাধারণত এমন ব্যক্তিরাই এভাবে চুমু খান ৷

আরও পড়ুন: মনের মানুষকে নিয়ে কীভাবে কাটাবেন প্রমিস ডে ? রইল কিছু টিপস

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ভ্য়ালেনটাইনস সপ্তাহ (Valentine’s Week 2023) ৷ মানে ভালোবাসার সপ্তাহ ! 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সপ্তাহের প্রত্য়েকটি দিনই স্পেশাল ! সাত-সাতটি দিন পেরিয়ে অবশেষে আসে বহু প্রতিক্ষিত 14 ফেব্রুয়ারি ! সারা পৃথিবীতে যাকে বলা হয়, ভালোবাসার দিন (Valentine’s Day) ৷ ভালোবাসার সপ্তাহের সপ্তম দিনটি পালিত হয় চুম্বন দিবস (Kiss Day 2023) হিসাবে ৷ বিশেষজ্ঞরা বলেন, চুম্বন খুব সাদামাটা কোনও বিষয় নয় মোটেই ৷ এর পিছনে রয়েছে অনেক প্যাঁচ পয়জার, অনেক রসায়ন, আর তার নানা ব্যাখ্য়া ! কে, কাকে কীভাবে চুম্বন করছেন, তার বিশ্লেষণ করলে বেরোতে পারে নানা অর্থ ! তবে, অত গভীরে না যেতে চাইলে বলতে হবে, বিভিন্ন চুম্বনের বিভিন্ন অর্থ হয় ৷ কেমন সেগুলি ? সেটাই জানার চেষ্টা করল ইটিভি ভারত ৷

গালে চুম্বন: কারও গালে চুম্বনের অর্থ হল, সেই ব্যক্তির প্রতি গভীর ভালোবাসা এবং ঘনিষ্ঠতার বহিঃপ্রকাশ ৷ সাধারণত, আমরা যখন এমন কারও সঙ্গে দেখা করি, যিনি আমাদের খুব কাছের, তখন সেই ব্যক্তিকে অভিবাদন জানাতে তাঁর গালে চুমু খাওয়ার রেওয়াজ আছে ৷ এতে সামনের মানুষটিরও মুখ আনন্দে ঝলমল করে ওঠে ৷

কপালে চুম্বন: কারও কপালে চুম্বন করার অর্থ হল, আপনি তাঁর প্রশংসা করছেন ৷ শুধু তাই নয় ৷ কপালে চুম্বনের আর একটা অর্থ হল সুরক্ষা বা নিরাপত্তা ! অর্থাৎ আপনি সামনের মানুষটিকে বোঝাতে চাইছেন, তাঁকে নিরাপদে রাখা আপনি আপনার কর্তব্য বলে মনে করেন ৷ কোনও কথা না বলে শুধুমাত্র কপালে চুমু খেয়ে সামনে মানুষটিকে বুঝিয়ে দেওয়া যায়, "তুমি এখানে নিরাপদ !"

হাতে চুম্বন: বলা হয়, কারও হাতে তখনই চুমু খাওয়া হয়, যখন সেই মানুষটির সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার বাসনা থাকে ! তবে, বেশ কিছু সমাজে, বিশেষ পাশ্চাত্যের বিভিন্ন দেশে হাতে চুম্বন করার অর্থ হল, সেই মানুষটির প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁর প্রশংসা করা ৷

ফরাসি চুম্বন: এমন বাংলা তর্জমায় আজব লাগছে কি ? তাহলে পরিচিত শব্দবন্ধতেই বলি ? ফরাসি চুম্বন অর্থাৎ ফ্রেঞ্চ কিস ৷ সাধারণত, যখন দু'টি মানুষ প্রবলভাবে একে-অপরের প্রতি আবেগপ্রবণ হন, পরস্পরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন, কেবলমাত্র তাঁদের পক্ষেই এভাবে চুম্বন করা সম্ভব ৷

কানের লতিতে চুম্বন: আপনার প্রিয় কোনও মানুষকে ঘুম থেকে তোলার জন্য তাঁর কানের লতিতে টুকুস করে এমন একটি চুম্বন করে দিতে পারেন ৷ তাতে কাজ হবে তুরন্ত ! আসলে আমাদের কানের লতি শরীরের অত্যন্ত সংবেদনশীল একটি অংশ ৷ তাই কানের লতিতে চুমু খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন একজন মানুষকে জাগিয়ে তোলাও সম্ভব !

ঘাড়ে চুম্বন: ঘাড়ে চুম্বনের অর্থ হল, যৌন চাহিদা বা যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করা ৷ ফ্রেঞ্চ কিসের মতো এক্ষেত্রেও সংশ্লিষ্ট দু'টি মানুষের পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ এবং আবেগ থাকা জরুরি ৷

নাকে চুম্বন: নাকে চুম্বন করাকে খুব মধুর একটি বিষয় হিসাবেই গণ্য করা হয় ৷ পরস্পরকে ভীষণ ভালোবাসেন, সাধারণত এমন ব্যক্তিরাই এভাবে চুমু খান ৷

আরও পড়ুন: মনের মানুষকে নিয়ে কীভাবে কাটাবেন প্রমিস ডে ? রইল কিছু টিপস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.