পান্না (মধ্যপ্রদেশ), 21 জুলাই: মধ্যপ্রদেশের পান্নাতে সম্প্রতি বেশকিছু বড় হিরে পাওয়া গিয়েছে ৷ এমনিতেই এই শহরকে হিরের শহর (city of Diamond) বলা হয় ৷ সরকারি তথ্য অনুযায়ী, সম্প্রতি এখানে পাওয়া গিয়েছে 21.60 ক্যারেটের 6টি বড় হিরে ৷ যেগুলির আনুমানিক মূল্য 56 লক্ষ 98 হাজার 640 টাকা ৷
জানা গিয়েছে, জুন মাসেও মোট 12টি হিরে জমা পড়েছে ডায়মন্ড অফিসে ৷ যেগুলির মধ্যে 9টি উজ্জ্বল ও 3টি রঙিন হিরে ৷ এগুলির সম্মিলিত ওজন 88.39 ক্যারেট ৷ মূল্য 6 কোটি টাকারও বেশি ৷ এই হিরেগুলি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর আগে যে হিরেগুলি নিলামে তোলা হয়নি, সেগুলিও নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে পান্নার সংশ্লিষ্ট দফতরে ৷
আরও পড়ুন: অলিম্পিক্সের ট্র্যাক থেকে রাজ্যসভা ! সাংসদ হলেন 'পায়োলি এক্সপ্রেস'
তবে পান্নায় এভাবে হিরে পাওয়া নতুন কোনও বিষয় নয় ৷ এর আগেও অনেকেই পেয়েছেন ৷ খুঁজে পাওয়া হিরেগুলিকে সাধারণত ডায়মন্ড অফিসেই জমা রাখা হয় ৷ পান্নার ডায়মন্ড ইন্সপেক্টর অনুপম সিং জানিয়েছেন, ভোটের জন্য হিরের নিলেম করা সম্ভব হয়নি ৷ আগামী মাসে এগুলি নিলাম করা হবে ৷