নয়াদিল্লি, 26 অগস্ট: জি-20 শীর্ষ সম্মেলনের জন্য বিভিন্ন এয়ারলাইন্সকে 160টি আন্তর্দেশীয় বিমান বাতিল করার অনুরোধ করেছে দিল্লি বিমানবন্দর অপারেটর ৷ শনিবার দিল্লি বিমানবন্দর অপারেটরের তরফে জাাননো হয়েছে, জি-20 শীর্ষ সম্মেলনের জন্য আগামী 8 সেপ্টেম্বর থেকে তিন দিনের জন্য 80টি প্রস্থানকারী এবং দিল্লিগামী অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার জন্য এয়ারলাইনগুলির কাছ থেকে অনুরোধ করা হয়েছে ৷
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড-এর জিএমআর গ্রুপের নেতৃত্বে কনসোর্টিয়াম কার্যত জোরের সঙ্গে জানিয়েছে, সামিট সময়কালে বিমানের জন্য পর্যাপ্ত পার্কিং স্পেস দিতে হবে বিমানবন্দরে। অন্যদিকে, একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা জি-20 শীর্ষ সম্মেলন 2023-এর আয়োজক হিসাবে ভারতের ভূমিকায় অত্যন্ত গর্ব অনুভব করি। ফ্লাইট বাতিলের বর্তমান খবরের সঙ্গে অবশ্য বিমানের পার্কিংয়ের কোনও যোগসূত্র নেই। আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় পার্কিং সরবরাহ করেছি ৷"
জি-20 শীর্ষ সম্মেলনের কারণে ট্রাফিক বিধিনিষেধের বিষয়কে মাথায় রেখেই এয়ারলাইনগুলি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তারা 8 থেকে 10 সেপ্টেম্বর এই তিন দিনের মধ্যে প্রায় 80টি প্রস্থানকারী এবং 80টি দিল্লিগামী অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার জন্য অনুরোধ পেয়েছে ৷ যা দিল্লি বিমানবন্দরে স্বাভাবিক অভ্যন্তরীণ ফ্লাইটের মাত্র ছয় শতাংশ। এই নিষেধাজ্ঞাগুলি আন্তর্জাতিক ফ্লাইটে কোনও প্রভাব ফেলবে না বলেও মনে করছে সংস্থাগুলি ৷
আরও পড়ুন: সংখ্যালঘু ছাত্রকে সহপাঠীদের দিয়ে চড় মারার ঘটনা, শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর
বিবৃতিতে বিমান বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, "যদিও আমরা স্বীকার করি যে প্রায় 80টি আগমন এবং 80টি প্রস্থান এই সংখ্যক বিমান বাতিলকরণের কারণে পরিষেবা প্রভাবিত হতে পারে ৷ আমরা যাত্রীদের যে কোনও অসুবিধা লাঘবে এয়ারলাইনগুলির সঙ্গে একান্তভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷" আগামী 9 এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দর যা দেশের বৃহত্তম বিমানবন্দর ৷ প্রতিদিন প্রায় দুই লক্ষ যাত্রী এই বিমান বন্দরে প্রতিনিয়ত যাতায়াত করেন ৷