ETV Bharat / bharat

বার্ড ফ্লু-এর আবহে পর্যটকরা নৌকায় চড়ে পাখিকে খাওয়ালে শাস্তি পাবেন মাঝি - নৌকাভ্রমণ

বারাণসীতে গিয়ে পাখিদের খাবার খাইয়েছিলেন শিখর ধাওয়ান৷ বার্ড ফ্লু-র আবহে তাঁর এই আচরণে প্রশ্ন উঠতে শুরু করে৷ নড়েচড়ে বসে জেলা প্রশাসন৷ রবিবার বারাণসীর জেলাশাসক জানান, এরপর কোনও পর্যটক নৌকা ভ্রমণের সময় পাখিদের খাবার খাওয়ালে শাস্তি পেতে হবে নৌকার মাঝিকেই৷

Dhawan feeds birds amid bird flu, Varanasi DM says action to be taken against boatman
বার্ড ফ্লু-এর আবহে পর্যটকরা নৌকায় চড়ে পাখিকে খাওয়ালে শাস্তি পাবেন মাঝি
author img

By

Published : Jan 24, 2021, 7:19 PM IST

বারাণসী, 24 জানুয়ারি: নৌকাভ্রমণের সময় পর্যটকরা নিয়মভঙ্গ করলে তার খেসারত দিতে হবে নৌকার মাঝিদেরই৷ রবিবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন বারাণসীর জেলাশাসক কুশল রাজ শর্মা৷ তিনি জানান, বার্ড ফ্লু সংক্রান্ত নির্দেশিকা জারির পরই পাখিদের খাবার খাওয়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তারপরও যদি কোনও পর্যটক নৌকা ভ্রমণের সময় পাখিদের খাওয়ান, তবে মাঝিকেই শাস্তি পেতে হবে৷

বিতর্কের সূত্রপাত ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ানের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে৷ সম্প্রতি তাঁর ইনস্টা অ্য়াকাউন্টে একটি ছবি পোস্ট করেন শিখর৷ তাতে দেখা যায়, বারাণসীতে নৌকা ভ্রমণ করছেন ওই ক্রিকেটার৷ এবং নৌকায় থাকাকালীনই পাখিদের খাওয়াচ্ছেন তিনি৷ এমনকি, ছবির নীচে যুৎসই একটি ক্য়াপশনও দিয়েছেন৷ তাতে তিনি লিখেছেন, ‘‘পাখিদের খাওয়ানোটাই আনন্দ‘‘৷

এই ঘটনার পরই শুরু হয় সমালোচনা৷ গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ছ‘টি রাজ্য়ে পোল্ট্রি ফার্মগুলিতে পাখিদের শরীরে বার্ড ফ্লু-র খোঁজ মিলেছে৷ এবং 10টি রাজ্য়ে কাক, পরিযায়ী পাখি ও বন্য় পাখির শরীরে মিলেছে বার্ড ফ্লুর সন্ধান৷ প্রশ্ন ওঠে, এই পরিস্থিতিতেও শিখর ধাওয়ানের এই আচরণ কতটা যুক্তিযুক্ত৷ তারই প্রেক্ষিতে বারাণসীর জেলাশাসকের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে৷

আগামী দিনে মাঝিরাই যাতে পর্যটকদের এ বিষয়ে সতর্ক করেন, তার ব্য়বস্থা করছে পুলিশ প্রশাসন৷ মাঝিদের সঙ্গে কথা বলে তাঁদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে৷ তবে এদিন জেলাশাসক জানিয়েছেন, ভবিষ্য়তে এমন কোনও ঘটনা ঘটলেও পর্যটকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না৷ যদিও মাঝিদের এরজন্য় বড় খেসারত দিতে হবে৷ এমনকী, তাঁদের লাইসেন্সও বাতিল হতে পারে৷

বারাণসী, 24 জানুয়ারি: নৌকাভ্রমণের সময় পর্যটকরা নিয়মভঙ্গ করলে তার খেসারত দিতে হবে নৌকার মাঝিদেরই৷ রবিবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন বারাণসীর জেলাশাসক কুশল রাজ শর্মা৷ তিনি জানান, বার্ড ফ্লু সংক্রান্ত নির্দেশিকা জারির পরই পাখিদের খাবার খাওয়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তারপরও যদি কোনও পর্যটক নৌকা ভ্রমণের সময় পাখিদের খাওয়ান, তবে মাঝিকেই শাস্তি পেতে হবে৷

বিতর্কের সূত্রপাত ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ানের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে৷ সম্প্রতি তাঁর ইনস্টা অ্য়াকাউন্টে একটি ছবি পোস্ট করেন শিখর৷ তাতে দেখা যায়, বারাণসীতে নৌকা ভ্রমণ করছেন ওই ক্রিকেটার৷ এবং নৌকায় থাকাকালীনই পাখিদের খাওয়াচ্ছেন তিনি৷ এমনকি, ছবির নীচে যুৎসই একটি ক্য়াপশনও দিয়েছেন৷ তাতে তিনি লিখেছেন, ‘‘পাখিদের খাওয়ানোটাই আনন্দ‘‘৷

এই ঘটনার পরই শুরু হয় সমালোচনা৷ গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ছ‘টি রাজ্য়ে পোল্ট্রি ফার্মগুলিতে পাখিদের শরীরে বার্ড ফ্লু-র খোঁজ মিলেছে৷ এবং 10টি রাজ্য়ে কাক, পরিযায়ী পাখি ও বন্য় পাখির শরীরে মিলেছে বার্ড ফ্লুর সন্ধান৷ প্রশ্ন ওঠে, এই পরিস্থিতিতেও শিখর ধাওয়ানের এই আচরণ কতটা যুক্তিযুক্ত৷ তারই প্রেক্ষিতে বারাণসীর জেলাশাসকের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে৷

আগামী দিনে মাঝিরাই যাতে পর্যটকদের এ বিষয়ে সতর্ক করেন, তার ব্য়বস্থা করছে পুলিশ প্রশাসন৷ মাঝিদের সঙ্গে কথা বলে তাঁদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে৷ তবে এদিন জেলাশাসক জানিয়েছেন, ভবিষ্য়তে এমন কোনও ঘটনা ঘটলেও পর্যটকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না৷ যদিও মাঝিদের এরজন্য় বড় খেসারত দিতে হবে৷ এমনকী, তাঁদের লাইসেন্সও বাতিল হতে পারে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.