খড়গপুর, 18 ডিসেম্বর : খড়গপুর আইআইটির 67 তম সমাবর্তন অনুষ্ঠানে এসে মন খুলে প্রশংসা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan praises IIT Kharagpur for their achievements)। শনিবার এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি'র পরিচালন সমিতির সভাপতি তথা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, প্রফেসর বীরেন্দ্র কুমার তিওয়ারি, খড়গপুর বিধানসভার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় প্রমুখ ৷ যদিও এই সমাবর্তন অনুষ্ঠানে ছিল কোভিডের বিধি নিষেধ , যার জেরে গুটি কয়েক ছাত্র-ছাত্রী ও বিশেষ অতিথিদের নিয়েই সম্পন্ন হয় এদিনের অনুষ্ঠান ৷
আইআইটির প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, "যখন এই মহামারী করোনা ভাইরাসে গোটা পৃথিবী ত্রস্ত, বিশ্বের বড় বড় দেশগুলি একের পর এক হাত গুটিয়ে নিয়েছে , তখন এই ভারতীয়রা নিজেদের উদ্যোগে আজ কোভিড ভ্যাকসিন তৈরি করে ফেলেছে । শুধু কোভিড নয় এর সঙ্গে নতুন ভাইরাস ওমিক্রনের প্রভাবও কমিয়ে দিতে পেরেছে এই ভারত বর্ষ । যার পেছনে সর্বোচ্চ অবদান রয়েছে ভারতের আইআইটি,এনআইটি এবং তরুণ প্রজন্ম । তাই তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানাই।"
আরও পড়ুন : খড়্গপুর আইআইটি'র 67তম সমাবর্তনে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
এবারই প্রথম অনুষ্ঠান মঞ্চ থেকে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয় মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান এম.এ রামলুর হাতে । এছাড়া প্রায় তিনশো পড়ুয়াকে মঞ্চ থেকেই দেওয়া হয় শংসাপত্র । শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই । 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' ছাড়াও পাঁচজন গুণীজনকে 'লাইফ ফেলো অ্যাওয়ার্ড' এবং অন্যান্য বছরের মত 'ডিস্টিঙ্গুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড'-ও প্রদান করা হয়