ETV Bharat / bharat

DGGI arrests Piyush Jain : 187 কোটি নগদ কাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী পীযূষ জৈন, বাজেয়াপ্ত আরও 10 কোটি - DGGI Arrests Businessman Piyush Jain

অবশেষে গ্রেফতার পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈন ৷ সিজিএসটি’র ধারা 67-তে কর ফাঁকি ও বেহিসেবি সম্পত্তি রাখার অপরাধে আমেদাবাদের ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (DGGI arrests Piyush Jain) তাঁকে গ্রেফতার করেছে ৷ রবিবার তাঁর কনৌজের বাড়ি ও কারখানায় অভিযান চালিয়ে আরও 10 কোটি টাকা এবং হিসেব বহির্ভূত দামি চন্দনের তেল ও পারফিউম বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ (Raid in Businessman Piyush Jains Kannauj House and Factory) ৷ তার পরেই পীযূষ জৈনকে গ্রেফতার করা হয় ৷

DGGI Arrests Businessman Piyush Jain
DGGI Arrests Businessman Piyush Jain
author img

By

Published : Dec 27, 2021, 11:43 AM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর : সিজিএসটি’র ধারা 67-তে কর ফাঁকি ও বেহিসেবি সম্পত্তি রাখার অপরাধে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনকে গ্রেফতার করল আমেদাবাদের ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (DGGI arrests Piyush Jain) ৷ কয়েকদিন আগেই পীযূষ জৈনের বাড়ি থেকে আয়কর বিভাগের আধিকারিকরা প্রায় 24 ঘণ্টা ধরে অভিযান চালায় ৷ যে অভিযানে নগদ 187 কোটি 45 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷ রবিবার তাঁর কনৌজের বাড়ি ও কারখানায় হানা দিয়ে আরও 10 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আয়কর আধিকারিকরা (Raid in Businessman Piyush Jains Kannauj House and Factory) ৷ যার পরেই পীযূষ জৈনকে গ্রেফতার করা হয় ৷

রবিবার পীযূষ জৈনের উত্তরপ্রদেশের কনৌজের বাড়ি এবং ওডকেম ইন্ডাস্ট্রিজের কারখানায় হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, কনৌজে জৈনের কারখানায় ডিজিজিআই এবং স্থানীয় কেন্দ্রীয় জিএসটি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে 5 কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ বাকি পাঁচ কোটি টাকা জৈনের কনৌজের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে (DGGI Recovers Another 10 Crore Rupees from Piyush Jains Kannauj House and Factory) ৷ প্রথম দফায় কানপুরের বাড়ি থেকে 187 কোটি 45 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷

আরও পড়ুন : 150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা

তবে, শুধু নগদ নয় ৷ কয়েক কোটি টাকার মূল্যবান সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার কোনও সঠিক নথি পীযূষ জৈন দেখাতে পারেননি বলে অভিযোগ ৷ পাশাপাশি, নথিভুক্ত না হওয়া চন্দন কাঠ থেকে তৈরি তেল এবং কোটি কোটি টাকার সুগন্ধি জৈনের কারখানা থেকে বাজেয়াপ্ত করেছে ডিজিজিআই ৷ অভিযোগ এই সব দ্রব্যের কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই ব্যবসায়ী ৷

নয়াদিল্লি, 27 ডিসেম্বর : সিজিএসটি’র ধারা 67-তে কর ফাঁকি ও বেহিসেবি সম্পত্তি রাখার অপরাধে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনকে গ্রেফতার করল আমেদাবাদের ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (DGGI arrests Piyush Jain) ৷ কয়েকদিন আগেই পীযূষ জৈনের বাড়ি থেকে আয়কর বিভাগের আধিকারিকরা প্রায় 24 ঘণ্টা ধরে অভিযান চালায় ৷ যে অভিযানে নগদ 187 কোটি 45 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷ রবিবার তাঁর কনৌজের বাড়ি ও কারখানায় হানা দিয়ে আরও 10 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আয়কর আধিকারিকরা (Raid in Businessman Piyush Jains Kannauj House and Factory) ৷ যার পরেই পীযূষ জৈনকে গ্রেফতার করা হয় ৷

রবিবার পীযূষ জৈনের উত্তরপ্রদেশের কনৌজের বাড়ি এবং ওডকেম ইন্ডাস্ট্রিজের কারখানায় হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, কনৌজে জৈনের কারখানায় ডিজিজিআই এবং স্থানীয় কেন্দ্রীয় জিএসটি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে 5 কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ বাকি পাঁচ কোটি টাকা জৈনের কনৌজের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে (DGGI Recovers Another 10 Crore Rupees from Piyush Jains Kannauj House and Factory) ৷ প্রথম দফায় কানপুরের বাড়ি থেকে 187 কোটি 45 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷

আরও পড়ুন : 150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা

তবে, শুধু নগদ নয় ৷ কয়েক কোটি টাকার মূল্যবান সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার কোনও সঠিক নথি পীযূষ জৈন দেখাতে পারেননি বলে অভিযোগ ৷ পাশাপাশি, নথিভুক্ত না হওয়া চন্দন কাঠ থেকে তৈরি তেল এবং কোটি কোটি টাকার সুগন্ধি জৈনের কারখানা থেকে বাজেয়াপ্ত করেছে ডিজিজিআই ৷ অভিযোগ এই সব দ্রব্যের কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই ব্যবসায়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.