মুম্বই, 27 এপ্রিল : দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বই প্রকাশ করলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ অমিত শাহের রাজনৈতিক জীবন যাত্রা তুলে ধরা হয়েছে বইটিতে ৷ মঙ্গলবার মুম্বইয়ে বই প্রকাশ অনুষ্ঠানে ফড়নবিশ অমিত শাহের উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷ তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক দূরদৃষ্টি এবং নির্বাচন বিষয়ে গভীর জ্ঞানের কথা বলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা (Fadnavis releases book on Amit Shah) ৷
মোদি-ঘনিষ্ঠ অমিত শাহের জীবন নিয়ে মারাঠি ভাষায় লেখা বইটির নাম 'অমিত শাহ আনি ভাজাপাচি ভাতচালি' ৷ এতে অমিত শাহের জীবন, বিশ্বের সবচেয়ে বড় দল বিজেপিকে গড়ে তোলার পিছনে তাঁর অবদানের কথা লেখা রয়েছে, জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ বই প্রকাশ নিয়ে একটি টুইটও করা হয়েছে ৷
-
Released ‘Amit Shah Ani Bhajapachi Vatchal’ (अमित शाह आणि भाजपाची वाटचाल), a book on life journey & struggle of our great leader, Hon Union Minister @AmitShah ji & his contribution in building @BJP4India & making it world’s biggest political organisation.#BJP #AmitShah pic.twitter.com/dxxZwTaILo
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Released ‘Amit Shah Ani Bhajapachi Vatchal’ (अमित शाह आणि भाजपाची वाटचाल), a book on life journey & struggle of our great leader, Hon Union Minister @AmitShah ji & his contribution in building @BJP4India & making it world’s biggest political organisation.#BJP #AmitShah pic.twitter.com/dxxZwTaILo
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) April 26, 2022Released ‘Amit Shah Ani Bhajapachi Vatchal’ (अमित शाह आणि भाजपाची वाटचाल), a book on life journey & struggle of our great leader, Hon Union Minister @AmitShah ji & his contribution in building @BJP4India & making it world’s biggest political organisation.#BJP #AmitShah pic.twitter.com/dxxZwTaILo
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) April 26, 2022
আরও পড়ুন : PK Declines Congress Offer : 'হাত' ধরছেন না পিকে, কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন ভোটকুশলী
বইটি প্রথমে লিখেছিলেন ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং শিবানন্দ দ্বিবেদী ৷ সেখান থেকে মারাঠি ভাষায় অনুবাদ করেন ডঃ জ্যোৎস্না কোলহাটকার ৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা পল্লবী জোশী, যিনি সম্প্রতি মুক্তি পাওয়া 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটিতে অভিনয় করেছেন ৷
ফড়নবিশ বলেন, "কঠিন পরিশ্রম, আত্মত্যাগ এবং গভীর জাতীয়তাবোধ অমিত শাহের চরিত্রের বৈশিষ্ট্য ৷ অমিত শাহ খুব ভালো ভাবে উত্তর প্রদেশ পর্যবেক্ষণ করেছেন ৷ তার ফলেই আমরা 2014-র লোকসভা নির্বাচনে 80টি আসনের মধ্যে 73টিতে জয়ী (জোট বেঁধে) হয়েছি ৷"