ETV Bharat / bharat

Fadnavis meets Governor: আস্থাভোট চেয়ে রাজ্যপালকে খোলা চিঠি ফড়নবীসের - Devendra Fadnavis meets Governor demanding immediate floor test

মহা বিকাশ আঘারি জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন একনাথ শিন্ডে নেতৃত্বাধীন 39 জন সেনা বিধায়ক । তাই বিধানসভায় আস্থা ভোট চেয়ে রাজ্যপালকে খোলা চিঠি দিলেন ফড়নবীস (Devendra Fadnavis meets Governor demanding immediate floor test) ।

Fadnavis meets Governor
আস্থাভোট চেয়ে রাজ্যপালকে খোলা চিঠি ফড়নবীসের
author img

By

Published : Jun 29, 2022, 7:17 AM IST

মুম্বই, 29 জুন : মহারাষ্ট্রে চলতি রাজনৈতিক সঙ্কটকালে এই প্রথম বড়সড় সক্রিয়তা দেখাল বিরোধী দল বিজেপি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সন্ধেয় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়নবীস। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন 39 জন সেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে মহা বিকাশ আঘারি জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন । তাই বিধানসভায় আস্থা ভোট চেয়ে রাজ্যপালকে খোলা চিঠি দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Devendra Fadnavis meets Governor demanding immediate floor test) ।

বিজেপির তরফে কী বলা হয়েছে সেই চিঠিতে ? রাজ্যে ক্ষমতায় থাকা শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি-র মহা বিকাশ আঘারি জোটকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে । সে কারণে আস্থাভোট চেয়েই ফড়নবীসের এই চিঠি রাজ্যপালকে । ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীস ।

সেখানে তিনি বলেন, "শিবসেনার 39 জন বিধায়ক দাবি করছেন যে তাঁরা আর সেনার সঙ্গে নেই, এমনকী তাঁরা রাজ্যে ক্ষমতায় থাকা মহা বিকাশ আঘারি সরকারের সঙ্গেও থাকার পক্ষপাতী নন । সে বিষয়েই রাজ্যপালকে জানিয়ে বিধানসভায় আস্থাভোট চেয়ে চিঠি দিয়েছি আমরা ।" বিজেপির তরফে চিঠিতে লেখা হয়েছে, "বিগত 8-9 দিন ধরে শিবসেনার অন্দরমহলে টালমাটাল পরিস্থিতি চলছে । 39 জন সেনা বিধায়ক এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বেরোতে চাইছেন । এমতাবস্থায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ।"

আরও পড়ুন : মহা-সংকটের মাঝে দিল্লিযাত্রা ফড়নবীশের, শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রাজ্যপালকে দেওয়া চিঠিতে বিজেপি আরও লিখেছে, "সংসদীয় গণতন্ত্রে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ । নইলে যে কোনও সরকারের পতন অনিবার্য । তাই আপনার কাছে আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলা হোক ।"

বিজেপি আস্থাভোট চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার আগেই যদিও শিন্ডে গোষ্ঠীর 8 জন নির্দল বিদ্রোহী বিধায়ক একই ইস্যুতে রাজ্যপালকে ফ্যাক্স করেছিলেন বলে সূত্রের খবর । এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পূর্বে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক সারেন ফড়নবীস ।

মুম্বই, 29 জুন : মহারাষ্ট্রে চলতি রাজনৈতিক সঙ্কটকালে এই প্রথম বড়সড় সক্রিয়তা দেখাল বিরোধী দল বিজেপি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সন্ধেয় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়নবীস। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন 39 জন সেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে মহা বিকাশ আঘারি জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন । তাই বিধানসভায় আস্থা ভোট চেয়ে রাজ্যপালকে খোলা চিঠি দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Devendra Fadnavis meets Governor demanding immediate floor test) ।

বিজেপির তরফে কী বলা হয়েছে সেই চিঠিতে ? রাজ্যে ক্ষমতায় থাকা শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি-র মহা বিকাশ আঘারি জোটকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে । সে কারণে আস্থাভোট চেয়েই ফড়নবীসের এই চিঠি রাজ্যপালকে । ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীস ।

সেখানে তিনি বলেন, "শিবসেনার 39 জন বিধায়ক দাবি করছেন যে তাঁরা আর সেনার সঙ্গে নেই, এমনকী তাঁরা রাজ্যে ক্ষমতায় থাকা মহা বিকাশ আঘারি সরকারের সঙ্গেও থাকার পক্ষপাতী নন । সে বিষয়েই রাজ্যপালকে জানিয়ে বিধানসভায় আস্থাভোট চেয়ে চিঠি দিয়েছি আমরা ।" বিজেপির তরফে চিঠিতে লেখা হয়েছে, "বিগত 8-9 দিন ধরে শিবসেনার অন্দরমহলে টালমাটাল পরিস্থিতি চলছে । 39 জন সেনা বিধায়ক এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বেরোতে চাইছেন । এমতাবস্থায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ।"

আরও পড়ুন : মহা-সংকটের মাঝে দিল্লিযাত্রা ফড়নবীশের, শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রাজ্যপালকে দেওয়া চিঠিতে বিজেপি আরও লিখেছে, "সংসদীয় গণতন্ত্রে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ । নইলে যে কোনও সরকারের পতন অনিবার্য । তাই আপনার কাছে আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলা হোক ।"

বিজেপি আস্থাভোট চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার আগেই যদিও শিন্ডে গোষ্ঠীর 8 জন নির্দল বিদ্রোহী বিধায়ক একই ইস্যুতে রাজ্যপালকে ফ্যাক্স করেছিলেন বলে সূত্রের খবর । এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পূর্বে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক সারেন ফড়নবীস ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.