ETV Bharat / bharat

World Highest Polling Station: হিমাচলে বিশ্বের সর্বোচ্চ ভোটকেন্দ্র, ভোট পড়ল 100 শতাংশ - Tashigang polling station

হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলার তাশিগাংয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷ প্রায় 15 হাজার 256 ফুট উঁচুতে অবস্থিত এই বুথ শনিবার 52 জনের মধ্যে প্রত্যেকেই ভোট দিয়েছেন ৷

ETV Bharat
himachal assembly poll
author img

By

Published : Nov 12, 2022, 10:55 PM IST

Updated : Nov 12, 2022, 11:02 PM IST

লাহৌল স্পিতি (হিমাচল প্রদেশ), 12 নভেম্বর: শনিবার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh assembly poll) ৷ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 66 শতাংশ ৷ ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷ তীব্র শীত উপেক্ষা করেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, নিজেদের অধিকার প্রয়োগ করেছেন ৷ এরই মধ্যে নজর কেড়েছে এই রাজ্যের একটি ভোট গ্রহণ কেন্দ্র (World Highest Polling Station in Himachal) ৷ তৈরি হয়েছে রেকর্ড ৷

হিমাচলের লাহৌল স্পিতি জেলার তাশিগাংয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 15 হাজার 256 ফুট উঁচুতে অবস্থিত এই বুথ ৷ শীতে এখানে ঠাণ্ডা মাইনাসে চলে যায় ৷ তীব্র শীত উপেক্ষা করেই এদিন ভোট দিয়েছেন এখানকার ভোটাররা ৷ এই বুথে ভোটারের সংখ্যা 52 ৷ এদিন প্রত্যেকেই ভোট দিয়েছেন ৷ ফলে এদিন 100 শতাংশ ভোটদানের রেকর্ড স্পর্শ করেছে বিশ্বের এই সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷

আরও পড়ুন: সপরিবার ভোট দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

তবে প্রবল ঠান্ডায় এখানে ভোট করাতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে ৷ 2 দিন আগে এখানে বরফপাত হওয়ায় তাপমাত্রা শূন্যের নিচে চলে গিয়েছিল ৷ সবদিক মাথায় রেখে 2 দিন আগেই তাই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল নির্বাচন কমিশন ৷ এদিন দুপুরের পর ভোট দিতে আসেন ভোটাররা (Himachal Pradesh assembly poll 2022) ৷ প্রথম ভোট দেন লোবজঙ্গ নামে এক যুবক ৷ এদিন ভোটারদের স্বাগত জানাতে গেট তৈরি করা হয়েছিল বিশ্বের এই সর্বোচ্চ বুথের বাইরে ৷ ভোটারদের অভ্যর্থনাও জানানো হয় প্রশাসনের তরফে ৷

লাহৌল স্পিতি (হিমাচল প্রদেশ), 12 নভেম্বর: শনিবার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh assembly poll) ৷ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 66 শতাংশ ৷ ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷ তীব্র শীত উপেক্ষা করেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, নিজেদের অধিকার প্রয়োগ করেছেন ৷ এরই মধ্যে নজর কেড়েছে এই রাজ্যের একটি ভোট গ্রহণ কেন্দ্র (World Highest Polling Station in Himachal) ৷ তৈরি হয়েছে রেকর্ড ৷

হিমাচলের লাহৌল স্পিতি জেলার তাশিগাংয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 15 হাজার 256 ফুট উঁচুতে অবস্থিত এই বুথ ৷ শীতে এখানে ঠাণ্ডা মাইনাসে চলে যায় ৷ তীব্র শীত উপেক্ষা করেই এদিন ভোট দিয়েছেন এখানকার ভোটাররা ৷ এই বুথে ভোটারের সংখ্যা 52 ৷ এদিন প্রত্যেকেই ভোট দিয়েছেন ৷ ফলে এদিন 100 শতাংশ ভোটদানের রেকর্ড স্পর্শ করেছে বিশ্বের এই সর্বোচ্চ ভোট গ্রহণ কেন্দ্র (world highest polling station Tashigang) ৷

আরও পড়ুন: সপরিবার ভোট দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

তবে প্রবল ঠান্ডায় এখানে ভোট করাতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে ৷ 2 দিন আগে এখানে বরফপাত হওয়ায় তাপমাত্রা শূন্যের নিচে চলে গিয়েছিল ৷ সবদিক মাথায় রেখে 2 দিন আগেই তাই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল নির্বাচন কমিশন ৷ এদিন দুপুরের পর ভোট দিতে আসেন ভোটাররা (Himachal Pradesh assembly poll 2022) ৷ প্রথম ভোট দেন লোবজঙ্গ নামে এক যুবক ৷ এদিন ভোটারদের স্বাগত জানাতে গেট তৈরি করা হয়েছিল বিশ্বের এই সর্বোচ্চ বুথের বাইরে ৷ ভোটারদের অভ্যর্থনাও জানানো হয় প্রশাসনের তরফে ৷

Last Updated : Nov 12, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.