ETV Bharat / bharat

ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও

Dense Fog and Low Visibility in Delhi: আজও ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি ৷ যার জেরে ট্রাফিকের সমস্যা তো রয়েছেই সঙ্গে বিমান ও রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে জাতীয় রাজধানীতে ৷ ঘন কুয়াশা ও দৃশ্যমানতা প্রায় শূন্য থাকার কারণে বহু বিমানের সময়সূচিতে বদল করা হয়েছে ৷ দৃশ্যমানতা না থাকার জন্য, সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:41 AM IST

Updated : Dec 27, 2023, 10:51 AM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: উত্তর ভারতে বজায় রয়েছে কড়া শীতের দাপট ৷ আর তার জেরে বুধবারও ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে জাতীয় রাজধানী ৷ রাজধানীর ঘুম ভাঙে ঘন কুয়াশায় ঢাকা ঝাপসা সকালে ৷ স্বভাবতই এর জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে ৷ ফলে যানবাহন খুবই ধীর গতিতে চলছে ৷ একই সঙ্গে রেল পরিষেবার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে ৷ উত্তর ভারতের প্রায় সব দূরপাল্লার ট্রেনই দেরিতে চলছে ৷ বিশেষত, দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ট্রেন পরিষেবার উপর দারুণ প্রভাব পড়েছে ৷ গতকালের মতো আজও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে দৃশ্যমানতা শূন্যে থাকায় ৷

ভারতীয় মৌসম ভবন আজ অর্থাৎ, 27-29 ডিসেম্বর পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং সঙ্গে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে দিল্লি ও উত্তরপ্রদেশে ৷ একই সঙ্গে উত্তর রাজস্থান ও মধ্যপ্রদেশের উত্তরভাগেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে উত্তর ভারতের প্রায় সব ছোট-বড় শহরে দৃশ্যমানতা বেশ কম ৷ বিশেষত, বিমান পরিষেবার ক্ষেত্রে তা শূন্য হিসেবে ধরা হচ্ছে ৷ এর মধ্যে অন্যতম অমৃতসর। শহরের বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা শূন্য। পাতিয়ালা- লখনউ-বারেলি- প্রয়াগরাজের দৃশ্যমানতা 25 মিটার। বারাণসীর দৃশ্যমানতা 50 মিটার ৷

ভোর সাড়ে পাঁচটার সময় রাজধানী দিল্লিতে দৃশ্যমানতা ছিল 50 মিটার ৷ তবে, বায়ুসেনার ঘাঁটি পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা তার থেকে কিছুটা বেশি, 125 মিটার ৷ সেই তুলনায় বেশি ছিল উত্তরপ্রদেশের ঝাঁসিতে 200 মিটার এবং কোটায় 500 মিটার ৷ তবে, দিল্লির ধৌলা কুন, ইন্ডিয়া গেট, বারাপুল্লাহ এবং দিল্লি-নয়ডা সীমানায় দৃশ্যমানতা প্রায় না থাকার সমান ৷ মৌসম ভবন মনে করছে বেলা বাড়লে, দৃশ্যমানতা কিছুটা বাড়তে পারে ৷ কিন্তু, তার সম্ভাবনাও অনেকটাই কম ৷ এর প্রধান কারণ, দিল্লির হাওয়ায় মিশে থাকা দূষণ ৷

দিল্লি বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার কারণে প্রায় 110টি বিমানের (আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক) অবতরণ ও উড়ান, দু’ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে ৷ ফলে অধিকাংশ বিমানের সময়সূচি বদল করা হয়েছে এবং বেশ কিছু বিমানের অভিমুখ নিকটবর্তী বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এই 110টি বিমানের মধ্যে রয়েছে ডিপারচারের 28টি আন্তর্জাতিক বিমান ও অ্যারাইভালের 15টি আন্তর্জাতিক বিমান ৷ 42টি আন্তর্দেশীয় বিমানের ডিপারচার ও 25টি আন্তর্দেশীয় বিমানের অ্যারাইভালের সময়সূচি বদলেছে ৷ এই সব বিমানেরই সকাল সাড়ে 8টার পর অবতরণ ও উড়ানের কথা ছিল ৷

প্রায় একই অবস্থা রেল পরিষেবার ক্ষেত্রেও ৷ ঘন কুয়াশার কারণে সব ট্রেন দেরিতে চলছে ৷ বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে ৷ বহুক্ষেত্রে চালকরা সিগন্যাল দেখতে না পারায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছে ৷ ফলে রাজধীন গামী ও সেখান থেকে ছাড়ার সব ট্রেনই সময়ের থেকে অনেকটা দেরিতে চলছে ৷

আরও পড়ুন:

  1. নতুন বছরে ফিরতে পারে কনকনে শীত, বঙ্গে আপাতত দাপট দেখাবে কুয়াশা
  2. দিল্লির দৃশ্যমানতা 'জিরো', ঘন কুয়াশায় ব্যাহত রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা
  3. স্বাভাবিকের নীচে তাপমাত্রা, শীতের আমেজ থাকলেও পারদ পতনে আপাতত বিরতির পূর্বাভাস হাওয়া অফিসের

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: উত্তর ভারতে বজায় রয়েছে কড়া শীতের দাপট ৷ আর তার জেরে বুধবারও ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে জাতীয় রাজধানী ৷ রাজধানীর ঘুম ভাঙে ঘন কুয়াশায় ঢাকা ঝাপসা সকালে ৷ স্বভাবতই এর জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে ৷ ফলে যানবাহন খুবই ধীর গতিতে চলছে ৷ একই সঙ্গে রেল পরিষেবার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে ৷ উত্তর ভারতের প্রায় সব দূরপাল্লার ট্রেনই দেরিতে চলছে ৷ বিশেষত, দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ট্রেন পরিষেবার উপর দারুণ প্রভাব পড়েছে ৷ গতকালের মতো আজও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে দৃশ্যমানতা শূন্যে থাকায় ৷

ভারতীয় মৌসম ভবন আজ অর্থাৎ, 27-29 ডিসেম্বর পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং সঙ্গে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে দিল্লি ও উত্তরপ্রদেশে ৷ একই সঙ্গে উত্তর রাজস্থান ও মধ্যপ্রদেশের উত্তরভাগেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে উত্তর ভারতের প্রায় সব ছোট-বড় শহরে দৃশ্যমানতা বেশ কম ৷ বিশেষত, বিমান পরিষেবার ক্ষেত্রে তা শূন্য হিসেবে ধরা হচ্ছে ৷ এর মধ্যে অন্যতম অমৃতসর। শহরের বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা শূন্য। পাতিয়ালা- লখনউ-বারেলি- প্রয়াগরাজের দৃশ্যমানতা 25 মিটার। বারাণসীর দৃশ্যমানতা 50 মিটার ৷

ভোর সাড়ে পাঁচটার সময় রাজধানী দিল্লিতে দৃশ্যমানতা ছিল 50 মিটার ৷ তবে, বায়ুসেনার ঘাঁটি পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা তার থেকে কিছুটা বেশি, 125 মিটার ৷ সেই তুলনায় বেশি ছিল উত্তরপ্রদেশের ঝাঁসিতে 200 মিটার এবং কোটায় 500 মিটার ৷ তবে, দিল্লির ধৌলা কুন, ইন্ডিয়া গেট, বারাপুল্লাহ এবং দিল্লি-নয়ডা সীমানায় দৃশ্যমানতা প্রায় না থাকার সমান ৷ মৌসম ভবন মনে করছে বেলা বাড়লে, দৃশ্যমানতা কিছুটা বাড়তে পারে ৷ কিন্তু, তার সম্ভাবনাও অনেকটাই কম ৷ এর প্রধান কারণ, দিল্লির হাওয়ায় মিশে থাকা দূষণ ৷

দিল্লি বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার কারণে প্রায় 110টি বিমানের (আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক) অবতরণ ও উড়ান, দু’ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে ৷ ফলে অধিকাংশ বিমানের সময়সূচি বদল করা হয়েছে এবং বেশ কিছু বিমানের অভিমুখ নিকটবর্তী বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এই 110টি বিমানের মধ্যে রয়েছে ডিপারচারের 28টি আন্তর্জাতিক বিমান ও অ্যারাইভালের 15টি আন্তর্জাতিক বিমান ৷ 42টি আন্তর্দেশীয় বিমানের ডিপারচার ও 25টি আন্তর্দেশীয় বিমানের অ্যারাইভালের সময়সূচি বদলেছে ৷ এই সব বিমানেরই সকাল সাড়ে 8টার পর অবতরণ ও উড়ানের কথা ছিল ৷

প্রায় একই অবস্থা রেল পরিষেবার ক্ষেত্রেও ৷ ঘন কুয়াশার কারণে সব ট্রেন দেরিতে চলছে ৷ বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে ৷ বহুক্ষেত্রে চালকরা সিগন্যাল দেখতে না পারায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছে ৷ ফলে রাজধীন গামী ও সেখান থেকে ছাড়ার সব ট্রেনই সময়ের থেকে অনেকটা দেরিতে চলছে ৷

আরও পড়ুন:

  1. নতুন বছরে ফিরতে পারে কনকনে শীত, বঙ্গে আপাতত দাপট দেখাবে কুয়াশা
  2. দিল্লির দৃশ্যমানতা 'জিরো', ঘন কুয়াশায় ব্যাহত রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা
  3. স্বাভাবিকের নীচে তাপমাত্রা, শীতের আমেজ থাকলেও পারদ পতনে আপাতত বিরতির পূর্বাভাস হাওয়া অফিসের
Last Updated : Dec 27, 2023, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.