নয়াদিল্লি, 12 ডিসেম্বর: থমকে গিয়েছে মেট্রো ৷ তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী ৷ তাঁর হাতে ফোন ধরা রয়েছে ৷ তিনি কারও সঙ্গে কথা বলছেন ৷ কথা বলতে বলতেই তিনি সেতুর নীচে ঝাঁপ দিতে উদ্যত হয়েছেন ৷ সেইমতো রেলিংয়ে উঠতেও শুরু করেছেন ৷
তখন দিনের ব্যস্ত সময় ৷ সেতুর নীচে তখন প্রবল যানজট ৷ গাড়িগুলি থামিয়ে সবাই ওই সেতুর দিকে বা বলা ভালো ওই তরুণীর দিকে তাকিয়ে রয়েছেন এবং তাঁকে থামানোর জন্য চেঁচাচ্ছেন ৷ সোমবার বিকেলে ব্যস্ত রাজধানীর এক মেট্রো স্টেশনে তখন টানটান উত্তেজনা ৷ এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷
পুলিশ সূত্রের খবর, ওই তরুণী মধ্য দিল্লির শাদিপুর মেট্রো স্টেশনে নামেন ৷ এরপর ওই মেট্রো ট্র্যাক ধরে হাঁটতে শুরু করেন ৷ তাঁর হাতে মোবাইল ছিল এবং তিনি কারও সঙ্গে কথা বলছিলেন ৷ এই অবস্থায় নীচের রাস্তায় ঝাঁপ দেবেন বলে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ ৷ এদিকে সেই সময় রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছিল ৷ এই দৃশ্য দেখে বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তড়িঘড়ি ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ ৷ পরে তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷
পরবর্তীতে জানা যায়, ওই তরুণী একজন কলেজ ছাত্রী ৷ তাঁর বাবা-মায়ের সঙ্গে তাঁর কোনও বিষয়ে মতানৈক্য তৈরি হয় ৷ সে বিষয়েই ফোনে কথা কাটাকাটি চলছিল ৷ এক পুলিশ আধিকারিক জানান, বিকেল প্রায় 5.30 মিনিটে এক তরুণী শাদিপুর মেট্রো স্টেশনে নামেন ৷
এরপর তিনি ট্র্যাক ধরে হাঁটতে শুরু করেন ৷ তাঁকে দেখে নীচে রাস্তার লোকজন চেঁচাতে আরম্ভ করে ৷ সবাই তখন তাঁকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে ৷ এদিকে ওই তরুণী ঝাঁপ দেবেন বলে হুমকি দিচ্ছিলেন ৷ মেট্রো স্টেশনে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে ৷ পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারের পরে চিকিৎসক ওই তরুণীর কথা বলেন ৷ এরপর তাঁর বাবা-মায়ের হাতে তাঁকে তুলে দেওয়া হয় ৷
আত্মহত্যা কোনও সমাধান নয় ৷ কারও মনে আত্মহত্যার ভাবনা এলে তাঁরা স্নেহা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ এই সংস্থার ফোন নম্বর- 04424640050 ৷ সপ্তাহের 7 দিন 24 ঘণ্টাই এখানে নিজের মনের কথা খুলে বলা যাবে ৷ এছাড়া এই পরিষেবা পাওয়া যাবে টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেসের আইকলেও ৷ এখানে যোগাযোগের নম্বর 9152987821 ৷ সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে কথা বলা যায় ৷
আরও পড়ুন: