ETV Bharat / bharat

Delhi Weather: মে মাসেই শীতকাল, কুয়াশাচ্ছন্ন দিল্লিতে সকালে 16 ডিগ্রি তাপমাত্রা - তাপমাত্রা

মে মাসে শীতকালের আমেজ পেলেন দিল্লিবাসী ৷ বৃহস্পতিবার সকালে পারদ নেমে দাঁড়াল 16 ডিগ্রিতে ৷ কুয়াশায় ঢেকে গেল রাজধানী ৷

Delhi Weather forecast
দিল্লির আবহাওয়া
author img

By

Published : May 4, 2023, 6:16 PM IST

নয়াদিল্লি, 4 মে: বছরের সবচেয়ে উষ্ণতম মাসে বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন সকাল দেখে ঘুম ভাঙল দিল্লিবাসীর ৷ যেন শীতকাল, তাপমাত্রা নামল 16 তে ৷ সাধারণত মে মাসে রাজধানীতে গড় সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে । যার ফলে কুয়াশা দেখা যায় না খুব একটা সেখানে ৷ গরমের সময় রেকর্ড পারদ চরে দিল্লিতে ৷ তবে এর আগে শীতকালে এরকম কুয়াশাচ্ছন্ন ভোরের সাক্ষী থেকেছে রাজধানীর বাসিন্দারা ৷ আর্দ্রতা বা অতিরিক্ত বায়ু দূষণের ফলে অনেক সময় আকাশ কুয়াশায় ঢেকে যায় ৷ আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি রয়েছে ৷ পাশাপাশি দিনের বেলা এবং রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে গভীর কুয়াশায় ঢেকে গিয়েছে শহর । আবহাওয়া বিভাগ কুয়াশাচ্ছন্ন সকালে দৃশ্যমানতা 501 থেকে 1 হাজার মিটারের মধ্যে থাকার কথা জানিয়েছে ।

এ দিন দিল্লিতে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। ফলে বেশ ঠান্ডা আবহাওয়া উপভোগ করেছে দিল্লিবাসী ৷ বুধবার দিল্লিতে সকাল 8.30 টা থেকে বিকেল 5.30 টার মধ্যে 20.9 মিমি বৃষ্টিপাত হয়েছে । পারদ চড়েছিল সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের চেয়ে নয় ডিগ্রি কম । পরপর পশ্চিমী ঝঞ্জার প্রভাবে অবিরাম বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়া রয়েছে দিল্লিতে ৷ যার কারণে তাপমাত্রা 30-এর ঘরে রয়েছে ।

পালাম, লোধি রোড, রিজ, আয়ানগর, মুঙ্গেশপুর, নরেলা, পিতমপুরা এবং পুসায় বুধবার যথাক্রমে 11.8 মিমি, 24.6 মিমি, 14.6 মিমি, 13.8 মিমি, 31.5 মিমি, 9.5 মিমি, 55.5 মিমি এবং 15.5 মিমি বৃষ্টিপাত হয়েছে । আইএমডি আরও একটি পশ্চিমী ঝঞ্জার পূর্বাভাস দিয়েছে ৷ যা শুক্রবার থেকে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে । দিল্লিতে 7 মে পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে । 9 মে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: মোকার অভিমুখ স্পষ্ট নয়, ঝড়-বৃষ্টির ভ্রূকুটির মাঝেই ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

নয়াদিল্লি, 4 মে: বছরের সবচেয়ে উষ্ণতম মাসে বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন সকাল দেখে ঘুম ভাঙল দিল্লিবাসীর ৷ যেন শীতকাল, তাপমাত্রা নামল 16 তে ৷ সাধারণত মে মাসে রাজধানীতে গড় সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে । যার ফলে কুয়াশা দেখা যায় না খুব একটা সেখানে ৷ গরমের সময় রেকর্ড পারদ চরে দিল্লিতে ৷ তবে এর আগে শীতকালে এরকম কুয়াশাচ্ছন্ন ভোরের সাক্ষী থেকেছে রাজধানীর বাসিন্দারা ৷ আর্দ্রতা বা অতিরিক্ত বায়ু দূষণের ফলে অনেক সময় আকাশ কুয়াশায় ঢেকে যায় ৷ আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি রয়েছে ৷ পাশাপাশি দিনের বেলা এবং রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে গভীর কুয়াশায় ঢেকে গিয়েছে শহর । আবহাওয়া বিভাগ কুয়াশাচ্ছন্ন সকালে দৃশ্যমানতা 501 থেকে 1 হাজার মিটারের মধ্যে থাকার কথা জানিয়েছে ।

এ দিন দিল্লিতে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। ফলে বেশ ঠান্ডা আবহাওয়া উপভোগ করেছে দিল্লিবাসী ৷ বুধবার দিল্লিতে সকাল 8.30 টা থেকে বিকেল 5.30 টার মধ্যে 20.9 মিমি বৃষ্টিপাত হয়েছে । পারদ চড়েছিল সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের চেয়ে নয় ডিগ্রি কম । পরপর পশ্চিমী ঝঞ্জার প্রভাবে অবিরাম বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়া রয়েছে দিল্লিতে ৷ যার কারণে তাপমাত্রা 30-এর ঘরে রয়েছে ।

পালাম, লোধি রোড, রিজ, আয়ানগর, মুঙ্গেশপুর, নরেলা, পিতমপুরা এবং পুসায় বুধবার যথাক্রমে 11.8 মিমি, 24.6 মিমি, 14.6 মিমি, 13.8 মিমি, 31.5 মিমি, 9.5 মিমি, 55.5 মিমি এবং 15.5 মিমি বৃষ্টিপাত হয়েছে । আইএমডি আরও একটি পশ্চিমী ঝঞ্জার পূর্বাভাস দিয়েছে ৷ যা শুক্রবার থেকে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে । দিল্লিতে 7 মে পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে । 9 মে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: মোকার অভিমুখ স্পষ্ট নয়, ঝড়-বৃষ্টির ভ্রূকুটির মাঝেই ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.