নয়াদিল্লি, 6 মে: কংগ্রেস নেতা রাহুল গান্ধির আচমকা দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়াকে একেবারেই ভালো চোখে দেখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর সাফ জানিয়েছেন, রাহুল গান্ধি বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাওয়া সম্পূর্ণ বেআইনি ৷ পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না-নিয়েই পুরুষদের একটি হোস্টেলে চলে যান ৷ তাঁর এই ধরণের কাজে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
শুক্রবার পোস্ট গ্র্যাজুয়েট মেনস হস্টেল পরিদর্শনে যান রাহুল গান্ধি । সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে দুপুরের খাবারও খেতে দেখা যায় তাঁকে । দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাহুল গান্ধির এই আচমকা সফরের ফলে অনেক পড়ুয়ার মধ্যাহ্নভোজ ব্যাহত হয়েছে ৷ সেই সঙ্গে, তাদের নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জারি হওয়া বিবৃতিতে লেখা হয়েছে, "রাহুল গান্ধি বেশ কিছু বহিরাগতদের সঙ্গে নিয়ে গত 5 মে পড়ুয়াদের দুপুরের খাওয়ার সময়ে মেনস হোস্টেলে আচমকা এবং বিনা অনুমতিতে প্রবেশ করেছিলেন ৷" বিশ্ববিদ্যালয়কে আগে থেকে তাঁর এই কর্মসূচির বিষয়ে রাহুল অবহিত করেননি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ ৷
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, রাহুল গান্ধির সঙ্গে থাকা ভিড়ের জেরে বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছিল ক্যাম্পাসে। হোস্টেলের পড়ুয়াদের এবং অন্য়ান্যদের জন্য নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বলেও জানায় কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের কর্মকাণ্ড এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সঙ্গেই অনুপ্রবেশের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়।
ওই দিন সাদা টি-শার্ট এবং ট্রাউজার পরে শুক্রবার ছাত্রদের সঙ্গে কথা বলতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মেনস হোস্টেলে দেখা যায় রাহুল গান্ধিকে ৷ সূত্রের দাবি, তিনি মূলত ছাত্রদের সমস্যা এবং তাদের কর্মজীবন পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন ৷ এরপরই ছাত্রাবাসে ছাত্রদের সঙ্গেই দুপুরের খাবার খান রাহুল। গত মাসে, রাহুল গান্ধিকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: সেনার সাহায্যে মণিপুরের সমস্যার সমাধান সম্ভব নয়, মত শর্মিলা চানুর