নয়াদিল্লি, 27 এপ্রিল : এবার দিল্লির রামলীলা ময়দানে হবে করোনার চিকিৎসা ৷ দিল্লি সরকারের তরফে এমনই ব্যবস্থা করা হচ্ছে ৷ সেখানে করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় ওই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রামলীলা ময়দানে তারা 500 বেডের একটি আইসিইউ হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷
এই খবর মঙ্গলবার দিয়েছেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানিয়েছেন যে আগামী মে মাসের মধ্যে এই পরিষেবা চালু হয়ে যাবে ৷ তিনি এদিন দিল্লির দু’টি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল পরিদর্শন করেন ৷ তার মধ্যে একটি গুরু তেঘ বাহাদুর হাসপাতাল ও দ্বিতীয়টি হল এলএনজিপি হাসপাতাল ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যন্দ্র জৈনও ৷
কেজরিওয়াল বলেন, ‘‘এলএনজিপি হাসপাতালের ঠিক সামনে রামলীলা ময়দানে আমরা 500 বেডের আইসিইউ পরিষেবা চালু করব ৷ শুধু কোভিড রোগীদের জন্য এই পরিষেবা দেওয়া হবে ৷ খুব শীঘ্রই এই পরিষেবা চালু হয়ে যাবে ৷’’ অন্যদিকে গুরু তেঘ বাহাদুর হাসপাতালেও 500 বেডের অস্থায়ী আইসিইউ মে মাসের পাঁচ তারিখের মধ্যে চালু হয়ে যাবে বলে অরবিন্দ কেজরিওয়াল আশা প্রকাশ করেছেন ৷
আরও পড়ুন : নীরব দর্শকের ভূমিকা পালন করব না, মন্তব্য সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মাস খানেক ধরে বেসামাল দিল্লি ৷ সময় যত এগিয়েছে, ততই পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে ৷ এখন হাসপাতালে বেড অমিল ৷ অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে ৷ পাওয়া যাচ্ছে না করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও ৷ এই পরিস্থিতিতে দিল্লির সরকারের পদক্ষেপ রোগীদের জন্য প্রয়োজনীয় ছিল বলে অনেকে মনে করছেন ৷