ETV Bharat / bharat

Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের - দিল্লি দূষণ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে ধমক খেয়েই টনক নড়ল ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীর সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করল দিল্লি সরকার (Delhi Schools Closed) ৷ শুক্রবার (আগামিকাল) থেকেই কার্যকর করা হচ্ছে নয়া নির্দেশিকা ৷ মাত্রাতিরিক্ত বায়ুদূষণের (Delhi Air Pollution) জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Environment Minister Gopal Rai on Schools)

delhi schools closed from friday amid air pollution till further notice
Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের
author img

By

Published : Dec 2, 2021, 2:39 PM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর : শুক্রবার (আগামিকাল) থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দিল্লির সমস্ত স্কুল (Delhi Schools Closed) ৷ বায়ুদূষণ (Delhi Air Pollution) মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Environment Minister Gopal Rai on Schools) ৷ বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি ৷ উল্লেখ্য, সরকারের এই পদক্ষেপের আগেই স্কুল খোলা নিয়ে দিল্লি সরকারকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট (Supreme Court on Delhi Schools Reopening) ৷

আরও পড়ুন : SC on Delhi Pollution Crisis : বিশ্বকে যে বার্তা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে ভাবুন ; দিল্লির দূষণ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘সরকার বড়দের জন্য বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করেছে ৷ তাহলে বাচ্চাদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে ?’’ এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে দিল্লি অরবিন্দ কেজরিওয়াল সরকার (Arvind Kejriwal Government) ৷ তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে সমস্ত স্কুল বন্ধ থাকবে ৷ নয়া নির্দেশিকা প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন, ‘‘বায়ুর মানোন্নয়নের পূর্বাভাস পেয়েই আমরা স্কুলগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিলাম ৷ কিন্তু, রাজধানীতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে ৷ আর সেই কারণেই শুক্রবার থেকে আমরা সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যা বলবৎ থাকবে ৷’’

দিল্লি-সহ আশপাশের এলাকায় যে হারে বায়ুদূষণ বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court on Delhi Air Pollution) ৷ কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার এবং লাগোয়া রাজ্যগুলিকে মাত্র 24 ঘণ্টা সময় দিয়েছে শীর্ষ আদালত ৷ বিশেষজ্ঞদের দাবি, মূলত শিল্পাঞ্চল থেকে এবং অত্যাধিক গাড়ির ব্যবহারই দিল্লিতে দূষণ বৃদ্ধির প্রধান কারণ ৷ আদালতের নির্দেশ, 24 ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে ৷

আরও পড়ুন : Air pollution in Lok Sabha: বায়ু দূষণ রোধে তৎপরতা, লোকসভায় উত্থাপিত 360 প্রশ্ন

বায়ুদূষণের জেরে গত 13 নভেম্বর থেকে দিল্লিতে স্কুল বন্ধ করে দেওয়া হয় ৷ বন্ধ থাকে সশরীরে পঠনপাঠন ৷ বদলে ক্লাস চলতে থাকে অনলাইনে ৷ এরপর গত 29 নভেম্বর থেকে পুনরায় স্কুল খোলার নির্দেশ দেয় দিল্লি সরকার ৷ তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ শীর্ষ আদালত ৷ এদিন এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ হল, ‘‘3-4 বছরের শিশুরা স্কুলে গিয়ে ক্লাস করছে ৷ অথচ বড়রা বাড়িতে বসে কাজ করছেন ! আপনাদের সরকার পরিচালনার জন্য এবার তো আমাদের কোনও প্রশাসক নিয়োগ করতে হবে !’’

আদালতের এদিনের এই কড়া পর্যবেক্ষণের পরই নড়েচড়ে বসে দিল্লি সরকার ৷ প্রায় সঙ্গে সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার নয়া নির্দেশিকা জারি করা হয় ৷ একইসঙ্গে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে যাবতীয় নির্মাণকাজও ৷

নয়াদিল্লি, 2 ডিসেম্বর : শুক্রবার (আগামিকাল) থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দিল্লির সমস্ত স্কুল (Delhi Schools Closed) ৷ বায়ুদূষণ (Delhi Air Pollution) মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Environment Minister Gopal Rai on Schools) ৷ বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি ৷ উল্লেখ্য, সরকারের এই পদক্ষেপের আগেই স্কুল খোলা নিয়ে দিল্লি সরকারকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট (Supreme Court on Delhi Schools Reopening) ৷

আরও পড়ুন : SC on Delhi Pollution Crisis : বিশ্বকে যে বার্তা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে ভাবুন ; দিল্লির দূষণ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘সরকার বড়দের জন্য বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করেছে ৷ তাহলে বাচ্চাদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে ?’’ এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে দিল্লি অরবিন্দ কেজরিওয়াল সরকার (Arvind Kejriwal Government) ৷ তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে সমস্ত স্কুল বন্ধ থাকবে ৷ নয়া নির্দেশিকা প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন, ‘‘বায়ুর মানোন্নয়নের পূর্বাভাস পেয়েই আমরা স্কুলগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিলাম ৷ কিন্তু, রাজধানীতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে ৷ আর সেই কারণেই শুক্রবার থেকে আমরা সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যা বলবৎ থাকবে ৷’’

দিল্লি-সহ আশপাশের এলাকায় যে হারে বায়ুদূষণ বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court on Delhi Air Pollution) ৷ কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার এবং লাগোয়া রাজ্যগুলিকে মাত্র 24 ঘণ্টা সময় দিয়েছে শীর্ষ আদালত ৷ বিশেষজ্ঞদের দাবি, মূলত শিল্পাঞ্চল থেকে এবং অত্যাধিক গাড়ির ব্যবহারই দিল্লিতে দূষণ বৃদ্ধির প্রধান কারণ ৷ আদালতের নির্দেশ, 24 ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে ৷

আরও পড়ুন : Air pollution in Lok Sabha: বায়ু দূষণ রোধে তৎপরতা, লোকসভায় উত্থাপিত 360 প্রশ্ন

বায়ুদূষণের জেরে গত 13 নভেম্বর থেকে দিল্লিতে স্কুল বন্ধ করে দেওয়া হয় ৷ বন্ধ থাকে সশরীরে পঠনপাঠন ৷ বদলে ক্লাস চলতে থাকে অনলাইনে ৷ এরপর গত 29 নভেম্বর থেকে পুনরায় স্কুল খোলার নির্দেশ দেয় দিল্লি সরকার ৷ তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ শীর্ষ আদালত ৷ এদিন এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ হল, ‘‘3-4 বছরের শিশুরা স্কুলে গিয়ে ক্লাস করছে ৷ অথচ বড়রা বাড়িতে বসে কাজ করছেন ! আপনাদের সরকার পরিচালনার জন্য এবার তো আমাদের কোনও প্রশাসক নিয়োগ করতে হবে !’’

আদালতের এদিনের এই কড়া পর্যবেক্ষণের পরই নড়েচড়ে বসে দিল্লি সরকার ৷ প্রায় সঙ্গে সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার নয়া নির্দেশিকা জারি করা হয় ৷ একইসঙ্গে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে যাবতীয় নির্মাণকাজও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.