ETV Bharat / bharat

Gangster Tillu killed: শত্রুপক্ষের হামলায় তিহাড় জেলে মৃত্যু গ্যাংস্টার তিল্লুর - Tihar Jail Latest News

রোহিণী আদালত চত্বরে গ্যাংস্টার গোগির খুনেরই বদলা নিল তার দল ? 2021 সালের এই ঘটনায় অভিযুক্ত বন্দি তিল্লুকে তিহাড় জেলের মধ্যেই আক্রমণের অভিযোগ উঠল গোগি দলের বিরুদ্ধে ৷ মঙ্গলবার সকালে এই ঘটনায় প্রাণ হারিয়েছে তিল্লু তাজপুরিয়া ৷

Gangster Tillu killed
তিল্লু তাজপুরিয়া
author img

By

Published : May 2, 2023, 11:22 AM IST

নয়াদিল্লি, 2 মে: সংশোধনাগারে শত্রুপক্ষের হামলায় মৃত্যু হল গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার ৷ মঙ্গলবার সকালে তিহাড় জেলের মধ্যে তার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী গোগি দলের গ্যাংস্টারদের বিরুদ্ধে ৷ ঘটনায়, রোহিণী আদালতে শুটআউটের ঘটনায় অভিযুক্ত তিল্লুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ তিহাড় জেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকাল সাড়ে 6টা নাগাদ এই ঘটনা ঘটে ৷ তিল্লুকে জখম অবস্থায় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷

প্রসঙ্গত, তিল্লু তাজপুরিয়া (33) ওরফে সুনীল 2021 সালের রোহিণী আদালতে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্ত ছিল ৷ এই মামলার বিচারাধীন বন্দি ছিলেন সে ৷ তাকে তিহাড় জেলের নীচের তলায় 'হাই-রিক্স ওয়ার্ড' অর্থাৎ ঝুঁকিপূর্ণ অভিযুক্তদের জন্য বিশেষ জায়গায় রাখা হয়েছিল ৷ সেখানেই সকাল 6.15 মিনিট নাগাদ গোগি দলের গ্যাংস্টাররা তাকে আক্রমণ করে বলে অভিযোগ ৷ আক্রমণকারীদের মধ্যে দীপক ওরফে তিতার, যোগেশ ওরফে তুন্ডা, রাজেশ এবং রিয়াজ খান দোতলায় একই ওয়ার্ডে থাকত বলে জানা গিয়েছে ৷

অভিযোগ, হামলাকারীরা দোতলায় উচ্চ-নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ওয়ার্ডের লোহার গ্রিল কেটে ফেলে ৷ তারপর বিছানার চাদর ঝুলিয়ে তার মাধ্যমে নীচে নেমে আসে ৷ এরপর তিল্লু তাজপুরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গ্যাংস্টার তিল্লুকে বাঁচানো যায়নি ৷ তার দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে ৷ অতিরক্তি ডিসিপি (পশ্চিম) অক্ষত কৌশল জানিয়েছেন, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল থেকে সকাল 7টায় তাদের কাছে খবর আসে ৷ তিহাড় জেল থেকে দু'জন বিচারাধীন কয়েদিকে হাসপাতালে আনা হয়েছে ৷ তাজপুরিয়ার কোনও জ্ঞান ছিল না ৷ পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ অন্য জখম বন্দি রোহিতের চিকিৎসা চলছে ৷ সে এখন বিপন্মুক্ত ৷

2021 সালের সেপ্টেম্বরে রোহিণী কোর্ট কমপ্লেক্সে গ্যাংস্টার জীতেন্দ্র গোগিকে গুলি করে হত্যা করা হয় ৷ দু'জন হামলাকারী আইনজীবীর ছদ্মবেশে আদালত চত্বরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ পুলিশ তাদের লক্ষ্য করে পালটা গুলি চালায় ৷ এই ঘটনায় অভিযুক্ত ছিল তিল্লু তাজপুরিয়া ৷

আরও পড়ুন: দিল্লির রোহিণী কোর্টে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত তিন

নয়াদিল্লি, 2 মে: সংশোধনাগারে শত্রুপক্ষের হামলায় মৃত্যু হল গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার ৷ মঙ্গলবার সকালে তিহাড় জেলের মধ্যে তার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী গোগি দলের গ্যাংস্টারদের বিরুদ্ধে ৷ ঘটনায়, রোহিণী আদালতে শুটআউটের ঘটনায় অভিযুক্ত তিল্লুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ তিহাড় জেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকাল সাড়ে 6টা নাগাদ এই ঘটনা ঘটে ৷ তিল্লুকে জখম অবস্থায় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷

প্রসঙ্গত, তিল্লু তাজপুরিয়া (33) ওরফে সুনীল 2021 সালের রোহিণী আদালতে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্ত ছিল ৷ এই মামলার বিচারাধীন বন্দি ছিলেন সে ৷ তাকে তিহাড় জেলের নীচের তলায় 'হাই-রিক্স ওয়ার্ড' অর্থাৎ ঝুঁকিপূর্ণ অভিযুক্তদের জন্য বিশেষ জায়গায় রাখা হয়েছিল ৷ সেখানেই সকাল 6.15 মিনিট নাগাদ গোগি দলের গ্যাংস্টাররা তাকে আক্রমণ করে বলে অভিযোগ ৷ আক্রমণকারীদের মধ্যে দীপক ওরফে তিতার, যোগেশ ওরফে তুন্ডা, রাজেশ এবং রিয়াজ খান দোতলায় একই ওয়ার্ডে থাকত বলে জানা গিয়েছে ৷

অভিযোগ, হামলাকারীরা দোতলায় উচ্চ-নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ওয়ার্ডের লোহার গ্রিল কেটে ফেলে ৷ তারপর বিছানার চাদর ঝুলিয়ে তার মাধ্যমে নীচে নেমে আসে ৷ এরপর তিল্লু তাজপুরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গ্যাংস্টার তিল্লুকে বাঁচানো যায়নি ৷ তার দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে ৷ অতিরক্তি ডিসিপি (পশ্চিম) অক্ষত কৌশল জানিয়েছেন, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল থেকে সকাল 7টায় তাদের কাছে খবর আসে ৷ তিহাড় জেল থেকে দু'জন বিচারাধীন কয়েদিকে হাসপাতালে আনা হয়েছে ৷ তাজপুরিয়ার কোনও জ্ঞান ছিল না ৷ পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ অন্য জখম বন্দি রোহিতের চিকিৎসা চলছে ৷ সে এখন বিপন্মুক্ত ৷

2021 সালের সেপ্টেম্বরে রোহিণী কোর্ট কমপ্লেক্সে গ্যাংস্টার জীতেন্দ্র গোগিকে গুলি করে হত্যা করা হয় ৷ দু'জন হামলাকারী আইনজীবীর ছদ্মবেশে আদালত চত্বরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ পুলিশ তাদের লক্ষ্য করে পালটা গুলি চালায় ৷ এই ঘটনায় অভিযুক্ত ছিল তিল্লু তাজপুরিয়া ৷

আরও পড়ুন: দিল্লির রোহিণী কোর্টে এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত তিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.