ETV Bharat / bharat

Delhi Viral Video : দিল্লি হিংসায় পুলিশের দিকে বন্দুক তাক করা শাহরুখের 'ঘর ওয়াপসি' ঘিরে উচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল - দিল্লি হিংসায় অভিযুক্ত শাহরুখ পাঠান

সোমবার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য 4 ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি পেয়ে জাফরাবাদে নিজের বাড়িতে যায় শাহরুখ (Shahrukh Pathan out on parole for four hours) ৷

shahrukh pathan video
ভাইরাল শাহরুখকে ঘিরে উচ্ছ্বাসের ভিডিয়ো
author img

By

Published : May 27, 2022, 7:23 PM IST

নয়াদিল্লি, 27 মে : প্রায় আড়াই বছর জেলে থাকার পর সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়ে 4 ঘণ্টার জন্য বাড়ি ফিরেছিল দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত শাহরুখ পাঠান ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোমবার শাহরুখের বাড়ি ফেরার সময়ের একটি ভিডিয়ো (Shahrukh Pathan video goes viral) ৷ যেখানে দেখা গিয়েছে, নিজের এলাকায় পৌঁছন মাত্রই তাকে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছে উৎসাহী জনতা ও এলাকাবাসী ৷ উঠছে স্লোগান, চিৎকার ৷ এলাকায় সমবেত ভিড়কে শাহরুখকে অনুসরণ করে তার পিছন পিছন যেতেও দেখা গিয়েছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন পর্বে 2020 সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ায় ৷ অভিযোগ, দুই পক্ষের সময় ঝামেলার সময় পুলিশকে লক্ষ্য করে বন্দুক তাক করে শাহরুখ ৷ কয়েক রাউন্ডগুলিও চালায় সে ৷ ঘটনায় পুলিশ গ্রেফতার করে শাহরুখ পাঠানকে ৷ তারপর থেকে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে জেলেই রয়েছে এই যুবক ৷

ভাইরাল শাহরুখকে ঘিরে উচ্ছ্বাসের ভিডিয়ো

আরও পড়ুন : নদীতে পড়ল সেনার গাড়ি, লাদাখে মৃত 7 জওয়ান

সম্প্রতি বাবা-মা'র সঙ্গে দেখা করার জন্য আদালতে প্যারোলে মুক্তির আবেদন জানায় শাহরুখ ৷ সোমবার 4 ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি পেয়ে জাফরাবাদে নিজের বাড়িতে যায় শাহরুখ ৷ সেসময় পুলিশের উপস্থিতিতেই তাকে ঘিরে উচ্ছাস প্রকাশ করে তার সমর্থকরা ৷

নয়াদিল্লি, 27 মে : প্রায় আড়াই বছর জেলে থাকার পর সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়ে 4 ঘণ্টার জন্য বাড়ি ফিরেছিল দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত শাহরুখ পাঠান ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোমবার শাহরুখের বাড়ি ফেরার সময়ের একটি ভিডিয়ো (Shahrukh Pathan video goes viral) ৷ যেখানে দেখা গিয়েছে, নিজের এলাকায় পৌঁছন মাত্রই তাকে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছে উৎসাহী জনতা ও এলাকাবাসী ৷ উঠছে স্লোগান, চিৎকার ৷ এলাকায় সমবেত ভিড়কে শাহরুখকে অনুসরণ করে তার পিছন পিছন যেতেও দেখা গিয়েছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন পর্বে 2020 সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ায় ৷ অভিযোগ, দুই পক্ষের সময় ঝামেলার সময় পুলিশকে লক্ষ্য করে বন্দুক তাক করে শাহরুখ ৷ কয়েক রাউন্ডগুলিও চালায় সে ৷ ঘটনায় পুলিশ গ্রেফতার করে শাহরুখ পাঠানকে ৷ তারপর থেকে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে জেলেই রয়েছে এই যুবক ৷

ভাইরাল শাহরুখকে ঘিরে উচ্ছ্বাসের ভিডিয়ো

আরও পড়ুন : নদীতে পড়ল সেনার গাড়ি, লাদাখে মৃত 7 জওয়ান

সম্প্রতি বাবা-মা'র সঙ্গে দেখা করার জন্য আদালতে প্যারোলে মুক্তির আবেদন জানায় শাহরুখ ৷ সোমবার 4 ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি পেয়ে জাফরাবাদে নিজের বাড়িতে যায় শাহরুখ ৷ সেসময় পুলিশের উপস্থিতিতেই তাকে ঘিরে উচ্ছাস প্রকাশ করে তার সমর্থকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.