ETV Bharat / bharat

সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের - অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা

Parliament Security Breach Case: সংসদে হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা করল দিল্লি পুলিশ ৷

ETV Bharat
সংসদে হামলা
author img

By ANI

Published : Dec 14, 2023, 7:17 AM IST

Updated : Dec 14, 2023, 9:09 AM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা ভেঙে হঠাৎ হামলা চালানোর অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ ওই পাঁচজনের বিরুদ্ধে ইউএপিএ-র কঠোর ধারায় মামলা করা হয়েছে ৷ বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন জিরো আওয়ারের শেষ পর্বে হঠাৎ দর্শকাসন থেকে দু'জন ঝাঁপিয়ে পড়ে ৷ পরে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে দেখা যায় ৷ হুলস্থুল কাণ্ড বাধে লোকসভায় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ বহু সাংসদরা ভয়ে বেরিয়ে আসেন ৷ এই ঘটনায় ইউএপিএ ধারায়া মামলা দায়ের করল দিল্লি পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংসদে হামলা চালানোর পরিকল্পনা এবং তা বাস্তবায়িত করার ঘটনায় 6 জন জড়িত ৷ তাদের মধ্যে 5 জনকে বুধবারই গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, তারা সবাই একে অপরের পরিচিত ৷ চার বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে ৷ কয়েকদিন আগে তারা সংসদে হামলা চালানোর ছক কষে ৷ এমনকী বুধবার সংসদে আসার আগে রেকিও করেছে ওই ছ'জন অভিযুক্ত ৷

দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা গতকালই সংসদের ওই ঘটনাস্থলে ঘুরে দেখেন ৷ ফরেন্সিক দল এই ঘটনায় প্রমাণও জোগাড় করেছে ৷ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল ৷ জিরো আওয়ারের শেষে হঠাৎ দুই যুবক দর্শকাসন থেকে লাফ দিয়ে নীচে পড়ে ৷ তারা সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি ৷ নীচে পড়ার সঙ্গে সঙ্গে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে থাকে ৷ দুই যুবক স্লোগান দিতে থাকে এবং একটি করে বেঞ্চ টপকে পালাবার চেষ্টা করে ৷ ইতিমধ্যে তাদের ধরে ফেলেন সাংসদরা ৷ ওই একই সময়ে সংসদের বাইরে থেকে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তারাও হলুদ ধোঁয়া ছড়িয়ে 'স্বৈরাচার চলবে না' বলে স্লোগান দিচ্ছিল ৷ তারা অমল শিন্ডে এবং নীলম দেবী ৷ এই ঘটনায় বুধবার মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আর একজনের সন্ধান চলছে ৷

  • Parliament security breach | Delhi police special cell has registered a case under the UAPA section. Investigation underway: Delhi police special cell

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযুক্ত অমল জেরার মুখে পুলিশকে জানিয়েছে, কৃষক আন্দোলন, মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত, বেকারির মতো বিষয়গুলি নিয়ে তারা হতাশার মধ্যে ছিল ৷ আর তারপরেই এই হামলার পরিকল্পনা করে ৷ এক আধিকারিক জানান, তারা সরকারকে একটা বার্তা দিতে চেয়েছিল ৷ তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলি জানার চেষ্টা করছে, ওই ছ'জনের নেপথ্যে কোনও বড় মাথা বা কোনও সংগঠন আছে কি না ৷

ঘটনার আগের দিন মঙ্গলবার রাতে সাগর, মনোরঞ্জন অমল, নীলম এবং ললিত গুরুগ্রামে বিশালের বাড়িতে ছিল ৷ সকালে তারা সংসদের উদ্দেশ্যে রওনা দেয় ৷ বিশাল শর্মা এর আগে একটি সংস্থায় গাড়িচালকের কাজ করত ৷ পরে সে চাকরি ছেড়ে অটোরিকশা চালাতে শুরু করে ৷ তার প্রতিবেশীদের অভিযোগ, বিশাল একজন মদ্যপ ৷ সে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করত ৷

সংসদে নিরাপত্তা ভঙ্গের অভিযোগে পুলিশ বিশালের স্ত্রীকেও আটক করেছে ৷ এই ঘটনায় সে কোনওভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশ সূত্রের খবর, ওই ছ'জনই সংসদে প্রবেশ করতে চেয়েছিল ৷ শুধু 2 জন প্রবেশের পাশ জোগাড় করতে পারে ৷ অমল ও নীলম সংসদের বাইরে ধোঁয়া ছড়িয়ে দিচ্ছিল ৷ সেই ঘটনার ভিডিয়ো করে অভিযুক্ত ললিত ৷

শুধু তাই নয়, ললিত সেই ভিডিয়ো ইনস্টাগ্রামের আপলোডও করে ৷ নীলম, অমল, সাগর, মনোরঞ্জনের মোবাইলগুলি তার কাছেই ছিল ৷ এই চারজনকে গ্রেফতারির পর পুলিশ তাদের ফোন খুঁজছিল ৷ তবে ধৃতদের কাছ থেকে কোনও ফোন পাওয়া যায়নি ৷ নীলম হরিয়ানার বাসিন্দা ৷ সে পুলিশকে জানিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ৷ সে এমএ, বিএড, এমএড, সিটিইটি, এমফিল করেছে ৷ এমনকী নেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে ৷

নীলমকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, সেই সময় সে সাংবাদিকদের বলে, "ভারত সরকার আমাদের উপর নিষ্পেষণ চালাচ্ছে ৷ আমরা আমাদের অধিকারের জন্য আওয়াজ তুললেই আমাদের মারধর করা হয়, জেলে পুরে দেওয়া হয় ৷ আমরা কোনও সংস্থার সদস্য নই ৷ আমরা পড়ুয়া এবং বেকার ৷" সে আরও বলে, "আমাদের বাবা-মা শ্রমিক-কৃষকের কাজ করে ৷ আর কেউ কেউ ছোটখাটো দোকান চালায় ৷ আমাদের স্বর চেপে দেওয়ার চেষ্টা চলছে ৷ তবে স্বৈরতন্ত্র বেশি দিন থাকবে না ৷"

বিজেপি সাংসদ প্রতাপ সিংহ দু'জনকে লোকসভার পাশ মঞ্জুর করেছিলেন ৷ তারা মনোরঞ্জন আর সাগর ৷ মনোরঞ্জনই সাগরকে সাংসদের অফিসে নিয়ে যায় এবং বন্ধু হিসেবে আলাপ করিয়ে দেয় ৷ নতুন সংসদ ভবন দেখার জন্য সাংসদ তাদের পাশ দেন ৷ অমল মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা ৷ সে স্নাতক এবং বেকার ৷ সে পুলিশকে জানিয়েছে, কমপক্ষে 5টি রঙের স্মোক ক্যানিস্টার কিনেছিল ৷

2001 সালে 13 ডিসেম্বর সংসদে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা ৷ এর ঠিক 22 বছরের মাথায় নতুন করে হামলা চালানোর ঘটনা ঘটল বুধবার ৷ এই ঘটনায় লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন:

  1. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  2. সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জেরে দর্শক গ্যালারির জন্য আর কোনও পাশ ইস্যু করা হবে না
  3. কেন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন মনোরঞ্জন, কোনও উত্তর নেই বাবা দেবরাজুর কাছে

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা ভেঙে হঠাৎ হামলা চালানোর অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ ওই পাঁচজনের বিরুদ্ধে ইউএপিএ-র কঠোর ধারায় মামলা করা হয়েছে ৷ বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন জিরো আওয়ারের শেষ পর্বে হঠাৎ দর্শকাসন থেকে দু'জন ঝাঁপিয়ে পড়ে ৷ পরে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে দেখা যায় ৷ হুলস্থুল কাণ্ড বাধে লোকসভায় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ বহু সাংসদরা ভয়ে বেরিয়ে আসেন ৷ এই ঘটনায় ইউএপিএ ধারায়া মামলা দায়ের করল দিল্লি পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংসদে হামলা চালানোর পরিকল্পনা এবং তা বাস্তবায়িত করার ঘটনায় 6 জন জড়িত ৷ তাদের মধ্যে 5 জনকে বুধবারই গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, তারা সবাই একে অপরের পরিচিত ৷ চার বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে ৷ কয়েকদিন আগে তারা সংসদে হামলা চালানোর ছক কষে ৷ এমনকী বুধবার সংসদে আসার আগে রেকিও করেছে ওই ছ'জন অভিযুক্ত ৷

দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা গতকালই সংসদের ওই ঘটনাস্থলে ঘুরে দেখেন ৷ ফরেন্সিক দল এই ঘটনায় প্রমাণও জোগাড় করেছে ৷ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল ৷ জিরো আওয়ারের শেষে হঠাৎ দুই যুবক দর্শকাসন থেকে লাফ দিয়ে নীচে পড়ে ৷ তারা সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি ৷ নীচে পড়ার সঙ্গে সঙ্গে তাদের জুতো থেকে হলুদ রঙের ধোঁয়া বেরতে থাকে ৷ দুই যুবক স্লোগান দিতে থাকে এবং একটি করে বেঞ্চ টপকে পালাবার চেষ্টা করে ৷ ইতিমধ্যে তাদের ধরে ফেলেন সাংসদরা ৷ ওই একই সময়ে সংসদের বাইরে থেকে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তারাও হলুদ ধোঁয়া ছড়িয়ে 'স্বৈরাচার চলবে না' বলে স্লোগান দিচ্ছিল ৷ তারা অমল শিন্ডে এবং নীলম দেবী ৷ এই ঘটনায় বুধবার মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আর একজনের সন্ধান চলছে ৷

  • Parliament security breach | Delhi police special cell has registered a case under the UAPA section. Investigation underway: Delhi police special cell

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযুক্ত অমল জেরার মুখে পুলিশকে জানিয়েছে, কৃষক আন্দোলন, মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত, বেকারির মতো বিষয়গুলি নিয়ে তারা হতাশার মধ্যে ছিল ৷ আর তারপরেই এই হামলার পরিকল্পনা করে ৷ এক আধিকারিক জানান, তারা সরকারকে একটা বার্তা দিতে চেয়েছিল ৷ তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলি জানার চেষ্টা করছে, ওই ছ'জনের নেপথ্যে কোনও বড় মাথা বা কোনও সংগঠন আছে কি না ৷

ঘটনার আগের দিন মঙ্গলবার রাতে সাগর, মনোরঞ্জন অমল, নীলম এবং ললিত গুরুগ্রামে বিশালের বাড়িতে ছিল ৷ সকালে তারা সংসদের উদ্দেশ্যে রওনা দেয় ৷ বিশাল শর্মা এর আগে একটি সংস্থায় গাড়িচালকের কাজ করত ৷ পরে সে চাকরি ছেড়ে অটোরিকশা চালাতে শুরু করে ৷ তার প্রতিবেশীদের অভিযোগ, বিশাল একজন মদ্যপ ৷ সে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করত ৷

সংসদে নিরাপত্তা ভঙ্গের অভিযোগে পুলিশ বিশালের স্ত্রীকেও আটক করেছে ৷ এই ঘটনায় সে কোনওভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশ সূত্রের খবর, ওই ছ'জনই সংসদে প্রবেশ করতে চেয়েছিল ৷ শুধু 2 জন প্রবেশের পাশ জোগাড় করতে পারে ৷ অমল ও নীলম সংসদের বাইরে ধোঁয়া ছড়িয়ে দিচ্ছিল ৷ সেই ঘটনার ভিডিয়ো করে অভিযুক্ত ললিত ৷

শুধু তাই নয়, ললিত সেই ভিডিয়ো ইনস্টাগ্রামের আপলোডও করে ৷ নীলম, অমল, সাগর, মনোরঞ্জনের মোবাইলগুলি তার কাছেই ছিল ৷ এই চারজনকে গ্রেফতারির পর পুলিশ তাদের ফোন খুঁজছিল ৷ তবে ধৃতদের কাছ থেকে কোনও ফোন পাওয়া যায়নি ৷ নীলম হরিয়ানার বাসিন্দা ৷ সে পুলিশকে জানিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ৷ সে এমএ, বিএড, এমএড, সিটিইটি, এমফিল করেছে ৷ এমনকী নেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে ৷

নীলমকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, সেই সময় সে সাংবাদিকদের বলে, "ভারত সরকার আমাদের উপর নিষ্পেষণ চালাচ্ছে ৷ আমরা আমাদের অধিকারের জন্য আওয়াজ তুললেই আমাদের মারধর করা হয়, জেলে পুরে দেওয়া হয় ৷ আমরা কোনও সংস্থার সদস্য নই ৷ আমরা পড়ুয়া এবং বেকার ৷" সে আরও বলে, "আমাদের বাবা-মা শ্রমিক-কৃষকের কাজ করে ৷ আর কেউ কেউ ছোটখাটো দোকান চালায় ৷ আমাদের স্বর চেপে দেওয়ার চেষ্টা চলছে ৷ তবে স্বৈরতন্ত্র বেশি দিন থাকবে না ৷"

বিজেপি সাংসদ প্রতাপ সিংহ দু'জনকে লোকসভার পাশ মঞ্জুর করেছিলেন ৷ তারা মনোরঞ্জন আর সাগর ৷ মনোরঞ্জনই সাগরকে সাংসদের অফিসে নিয়ে যায় এবং বন্ধু হিসেবে আলাপ করিয়ে দেয় ৷ নতুন সংসদ ভবন দেখার জন্য সাংসদ তাদের পাশ দেন ৷ অমল মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা ৷ সে স্নাতক এবং বেকার ৷ সে পুলিশকে জানিয়েছে, কমপক্ষে 5টি রঙের স্মোক ক্যানিস্টার কিনেছিল ৷

2001 সালে 13 ডিসেম্বর সংসদে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা ৷ এর ঠিক 22 বছরের মাথায় নতুন করে হামলা চালানোর ঘটনা ঘটল বুধবার ৷ এই ঘটনায় লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন:

  1. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  2. সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জেরে দর্শক গ্যালারির জন্য আর কোনও পাশ ইস্যু করা হবে না
  3. কেন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন মনোরঞ্জন, কোনও উত্তর নেই বাবা দেবরাজুর কাছে
Last Updated : Dec 14, 2023, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.