ETV Bharat / bharat

নিকিতা-শান্তনু ‘টুলকিট’ তৈরি করে, দিশা সেটাকে পাঠায় গ্রেটার কাছে : দিল্লি পুলিশ - দিশা রবি

পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের কৃষক বিক্ষোভ নিয়ে শেয়ার করা টুলকিট শেয়ার করে গ্রেপ্তার হয়েছেন সমাজকর্মী দিশা ৷ এই নিয়ে শোরগোল হতেই সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশ ৷ এই ঘটনায় আরও দু’জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ৷

নিকিতা-শান্তনু ‘টুলকিট’ তৈরি করে, দিশা সেটাকে পাঠায় গ্রেটার কাছে : দিল্লি পুলিশ
নিকিতা-শান্তনু ‘টুলকিট’ তৈরি করে, দিশা সেটাকে পাঠায় গ্রেটার কাছে : দিল্লি পুলিশ
author img

By

Published : Feb 15, 2021, 4:59 PM IST

Updated : Feb 15, 2021, 9:36 PM IST

দিল্লি, 15 ফেব্রুয়ারি : 22 বছরের সমাজকর্মী ধৃত দিশা রবির মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ সোমবার দুপুরে এই কথাই জানিয়ে দিল দিল্লি পুলিশ ৷ তাদের দাবি, দিশা, নিকিতা জেকব ও শান্তনু মুলুক, এই তিনজন টুলকিট তৈরি করেছিলেন ৷ আর সেটাকে এডিট করার জন্য একে অপরের সঙ্গে শেয়ার করেছিলেন ৷ একই সঙ্গে দিল্লি পুলিশের দাবি, ওই টুলকিট পরিবেশ নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের কাছে পাঠিয়েছিল দিশা ৷ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সেটা পাঠানো হয় ৷

কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দিশা রবিকে ৷ তা নিয়ে তোলপাড় দেশের সেলিব্রিটিদের একাংশ ৷ আর রাজনৈতিক নেতারাও এই নিয়ে সরব হয়েছেন ৷ এই পরিস্থিতিতেই গোটা বিষয়টি স্পষ্ট করার জন্য দিল্লি পুলিশের তরফে এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করা হয় ৷

কৃষকদের ট্রাক্টর মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে প্রজাতন্ত্র দিবসের দিন উত্তাল হয়ে ওঠে দিল্লি ৷ কৃষকদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে ৷ দিল্লি পুলিশের দাবি, প্রজাতন্ত্র দিবসের আগে দিশা, নিকিতা ও শান্তনু জুম মিটিং করেছিলেন ৷ ওই মিটিং করা হয়েছিল 11 জানুয়ারি ৷ আর সোশ্যাল মিডিয়ায় ট্রাক্টর ব়্যালি নিয়ে প্রচার করার পরিকল্পনা করেছিলেন ৷ ওই মিটিংয়ে কানাডার বাসিন্দা এক মহিলা যাঁর নাম পুনীত, তিনি এই তিনজনকে পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত করেছিলেন ৷

দিল্লি পুলিশের সাংবাদিক বৈঠক

আরও পড়ুন : টুলকিট: এবার গ্রেপ্তারি পরোয়ানার মুখে সমাজকর্মী নিকিতা জ্যাকব, শান্তনু

এদিকে দিশাকে গ্রেপ্তার করা হলেও নিকিতা ও শান্তনুকে এখনও ধরা যায়নি ৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ এই নিয়ে ইতিমধ্যেই নিকিতা জেকব বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তিনি চার সপ্তাহের জন্য তাঁর গ্রেপ্তারি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ৷ এদিকে শান্তনু মুলুক বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে আবেদন করেছেন ট্রানজিট আগাম জামিনের জন্য ৷ আগামিকাল এই নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন শান্তনুর আইনজীবী সতেজ যাদব ৷

দিল্লি, 15 ফেব্রুয়ারি : 22 বছরের সমাজকর্মী ধৃত দিশা রবির মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ সোমবার দুপুরে এই কথাই জানিয়ে দিল দিল্লি পুলিশ ৷ তাদের দাবি, দিশা, নিকিতা জেকব ও শান্তনু মুলুক, এই তিনজন টুলকিট তৈরি করেছিলেন ৷ আর সেটাকে এডিট করার জন্য একে অপরের সঙ্গে শেয়ার করেছিলেন ৷ একই সঙ্গে দিল্লি পুলিশের দাবি, ওই টুলকিট পরিবেশ নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের কাছে পাঠিয়েছিল দিশা ৷ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সেটা পাঠানো হয় ৷

কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দিশা রবিকে ৷ তা নিয়ে তোলপাড় দেশের সেলিব্রিটিদের একাংশ ৷ আর রাজনৈতিক নেতারাও এই নিয়ে সরব হয়েছেন ৷ এই পরিস্থিতিতেই গোটা বিষয়টি স্পষ্ট করার জন্য দিল্লি পুলিশের তরফে এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করা হয় ৷

কৃষকদের ট্রাক্টর মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে প্রজাতন্ত্র দিবসের দিন উত্তাল হয়ে ওঠে দিল্লি ৷ কৃষকদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে ৷ দিল্লি পুলিশের দাবি, প্রজাতন্ত্র দিবসের আগে দিশা, নিকিতা ও শান্তনু জুম মিটিং করেছিলেন ৷ ওই মিটিং করা হয়েছিল 11 জানুয়ারি ৷ আর সোশ্যাল মিডিয়ায় ট্রাক্টর ব়্যালি নিয়ে প্রচার করার পরিকল্পনা করেছিলেন ৷ ওই মিটিংয়ে কানাডার বাসিন্দা এক মহিলা যাঁর নাম পুনীত, তিনি এই তিনজনকে পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত করেছিলেন ৷

দিল্লি পুলিশের সাংবাদিক বৈঠক

আরও পড়ুন : টুলকিট: এবার গ্রেপ্তারি পরোয়ানার মুখে সমাজকর্মী নিকিতা জ্যাকব, শান্তনু

এদিকে দিশাকে গ্রেপ্তার করা হলেও নিকিতা ও শান্তনুকে এখনও ধরা যায়নি ৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ এই নিয়ে ইতিমধ্যেই নিকিতা জেকব বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তিনি চার সপ্তাহের জন্য তাঁর গ্রেপ্তারি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ৷ এদিকে শান্তনু মুলুক বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে আবেদন করেছেন ট্রানজিট আগাম জামিনের জন্য ৷ আগামিকাল এই নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন শান্তনুর আইনজীবী সতেজ যাদব ৷

Last Updated : Feb 15, 2021, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.