ETV Bharat / bharat

Delhi Police Question Nora Fatehi: সুকেশ চন্দ্রশেখরের মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের - Enforcement Directorate

নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (Delhi Police Questions Nora Fatehi) ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে (Sukesh Chandrashekhar) তোলাবাজি মামলায় (Extortion Case) তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Delhi Police Questions Nora Fatehi in Conman Sukesh Chandrashekhar Extortion Case
Delhi Police Questions Nora Fatehi in Conman Sukesh Chandrashekhar Extortion Case
author img

By

Published : Sep 3, 2022, 3:36 PM IST

Updated : Sep 3, 2022, 4:39 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ (Delhi Police Questions Nora Fatehi) করছে দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’ ৷ এই মামলায় গত 14 অক্টোবরও এই অভিনেত্রী তথা নৃত্যশিল্প জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ আগেই সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) এবং অভিনেত্রী লীনা মারিয়া পলকে হাওয়ালা মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷

এর আগে এই মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিরাও মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷ উপহারের তালিকায় দামি গাড়ি থেকে শুরু করে গয়না ছিল বলে মনে করে পুলিশ ৷ আর সেই সূত্রেই, বলিউডের এই সব অভিনেত্রীদের সাক্ষ গ্রহণ করা হচ্ছে, সুকেশের বিরুদ্ধে সাক্ষা-প্রমাণ জোগাড় করার জন্য ৷

আরও পড়ুন: ‘রেঞ্জ রোভার পছন্দ ?’ ফাঁস নোরা-সুকেশের চ্যাট

জ্যাকলিন ইডিকে জানিয়েছিলেন, তাঁর নামে যে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, তার সঙ্গে অপরাধের যোগ নেই ৷ কিন্তু, সেখানে বেআইনিভাবে উপার্জিত কোনও অর্থ রাখা হয়নি ৷ সেই অ্যাকাউন্টের সব টাকাই অভিনেত্রীর উপার্জিত ৷ আর সেই ফিক্সড ডিপোজিট অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে খুলেছিলেন অভিনেত্রী ৷ কিন্তু তদন্তকারীদের দাবি শুধু জ্যাকলিন ফার্নান্ডেজ, সুকেশ চন্দ্রশেখরের থেকে উপহার পেয়েছেন এমনটা নয় ৷ নোরার পরিবারের সদস্য় এবং তাঁর বন্ধরাও সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় ইডি অফিসে জ্যাকলিন

তাছাড়া ইডির সামনে জ্যাকলিন একাধিকবার তাঁর এবং পরিবারের সদস্যদের সুকেশের থেকে পাওয়া উপহার নিয়ে নিজের অবস্থান বদল করেছিলেন ৷ ফলে এই ঘটনায় জ্যাকলিনের যোগ নিয়ে ইডি আধিকারিকদের সন্দেহ আরও বাড়ে ৷ তবে, তাঁর বিরুদ্ধে এখনও কোনও আইনি পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করেনি ৷ আর এই তদন্তের মাঝেই এ বার নোরা ফতেহিকে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকল দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’ ৷

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ (Delhi Police Questions Nora Fatehi) করছে দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’ ৷ এই মামলায় গত 14 অক্টোবরও এই অভিনেত্রী তথা নৃত্যশিল্প জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ আগেই সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) এবং অভিনেত্রী লীনা মারিয়া পলকে হাওয়ালা মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷

এর আগে এই মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিরাও মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷ উপহারের তালিকায় দামি গাড়ি থেকে শুরু করে গয়না ছিল বলে মনে করে পুলিশ ৷ আর সেই সূত্রেই, বলিউডের এই সব অভিনেত্রীদের সাক্ষ গ্রহণ করা হচ্ছে, সুকেশের বিরুদ্ধে সাক্ষা-প্রমাণ জোগাড় করার জন্য ৷

আরও পড়ুন: ‘রেঞ্জ রোভার পছন্দ ?’ ফাঁস নোরা-সুকেশের চ্যাট

জ্যাকলিন ইডিকে জানিয়েছিলেন, তাঁর নামে যে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, তার সঙ্গে অপরাধের যোগ নেই ৷ কিন্তু, সেখানে বেআইনিভাবে উপার্জিত কোনও অর্থ রাখা হয়নি ৷ সেই অ্যাকাউন্টের সব টাকাই অভিনেত্রীর উপার্জিত ৷ আর সেই ফিক্সড ডিপোজিট অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে খুলেছিলেন অভিনেত্রী ৷ কিন্তু তদন্তকারীদের দাবি শুধু জ্যাকলিন ফার্নান্ডেজ, সুকেশ চন্দ্রশেখরের থেকে উপহার পেয়েছেন এমনটা নয় ৷ নোরার পরিবারের সদস্য় এবং তাঁর বন্ধরাও সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় ইডি অফিসে জ্যাকলিন

তাছাড়া ইডির সামনে জ্যাকলিন একাধিকবার তাঁর এবং পরিবারের সদস্যদের সুকেশের থেকে পাওয়া উপহার নিয়ে নিজের অবস্থান বদল করেছিলেন ৷ ফলে এই ঘটনায় জ্যাকলিনের যোগ নিয়ে ইডি আধিকারিকদের সন্দেহ আরও বাড়ে ৷ তবে, তাঁর বিরুদ্ধে এখনও কোনও আইনি পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করেনি ৷ আর এই তদন্তের মাঝেই এ বার নোরা ফতেহিকে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকল দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’ ৷

Last Updated : Sep 3, 2022, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.