ETV Bharat / bharat

G20 Summit: জি20 শীর্ষ সম্মেলনের নিরাপত্তার জন্য দিল্লি পুলিশের মহিলা কমান্ডোদের বিশেষ প্রশিক্ষণ - জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন

Delhi Police personnel trained for G20 Summit: আগামী 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি20 শীর্ষ সম্মেলন ৷ সেই সম্মেলনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন দিল্লি পুলিশের মহিলা কমান্ডোরা ৷ তাঁদের এখন রাসায়ানিক ও জৈব অস্ত্র মোকাবিলার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

File Photo
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 18, 2023, 5:59 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট: আগামী মাসে নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন ৷ আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত থাকবেন 18টি দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ সেই কারণে রাজধানীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে ৷ দিল্লি পুলিশকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে তারা শীর্ষ সম্মেলনে উপস্থিত ভিভিআইপি-দের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন ৷ সেই কারণে দিল্লি পুলিশে এখন রাসায়নিক ও জৈব অস্ত্র মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

জি20 শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল এক্সজিবিশন কাম কনভেনশন সেন্টারে ৷ এই কনভেনশন সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ৷ সেখানে সম্মেলনের সময় হাজির হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ পাশাপাশি থাকবেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সম্মেলনে অতিথিদের স্বাগত জানানোর পরিকল্পনা ভারত সরকারের তরফে ইতিমধ্য়ে শুরু হয়েছে ৷

একই সঙ্গে নিরাপত্তার দিকটিও কঠোর করার কাজও চলছে ৷ সেই কারণেই দিল্লি পুলিশকে গত কয়েকমাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ দিল্লি পুলিশের নাইন্টিন ‘মার্কসওমেন’, স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স বা সোয়াট ইউনিটের মহিলা কমান্ডোদের চার সপ্তাহ ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ৷ সেখানেই রাসায়নিক ও জৈব অস্ত্র মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয় দিল্লি পুলিশের এই কর্মচারীদের ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলন ঘিরে সেজে উঠেছে শ্রীনগর, পাক অধিকৃত কাশ্মীর সফরে বিলাওয়াল ভুট্টো

এই প্রশিক্ষণ দিয়েছে আইটিবিপি ৷ কেরালা ও মধ্যপ্রদেশে তাদের যে প্রশিক্ষণ দেওয়ার জায়গা রয়েছে, সেখানেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ৷ প্রশিক্ষণ ছাড়াও পুলিশ আধিকারিকদের জন্য বিশেষ অস্ত্র, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট ও এক্স-রে মেশিনের ব্যবস্থাও করা হচ্ছে ৷

দিল্লির ডিসিপি স্পেশাল সেল ইনগিট প্রতাপ সিং এই নিয়ে বলেন, "জি20 ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় ৷ এর মূল অনুষ্ঠানটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সোয়াট কমান্ডোরা সন্ত্রাস বিরোধী পদক্ষেপের সামনে থাকছে ৷ আমরা 19 জন সোয়াট কমান্ডোকে শহুরে পরিস্থিতিতে মার্কসওম্যান হিসেবে প্রশিক্ষণ দিয়েছি ৷ তারা স্নাইপারদের থেকে আলাদা । মধ্যপ্রদেশের কাররায় চার সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷"

দিল্লি পুলিশের অন্য এক আধিকারিক সুমন নালওয়া বলেন, "দিল্লি পুলিশ যেকোনও জাতীয় এবং আন্তর্জাতিকস্তরের অনুষ্ঠানগুলি খুব পেশাদারভাবে পরিচালনা করে ৷ জি20-এর জন্য আমাদের প্রস্তুতি কয়েক মাস ধরে চলছে । একাধিক সংস্থার সঙ্গে আমাদের অবিচ্ছিন্ন সমন্বয় রেখে এবং প্রতিটি বাস্তব পরিস্থিতির কথা আগাম চিন্তা করে জরুরি পরিকল্পনা করে রাখা হচ্ছে ৷"

তিনি আরও জানান, রাসায়নিক ও জৈব অস্ত্র পরিচালনার জন্য 100 জনেরও বেশি আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এছাড়াও, দিল্লি পুলিশকে কীভাবে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংযোগরক্ষা করতে হবে এবং কীভাবে তাদের সাহায্য করতে হবে, সেই বিষয়েও প্রশিক্ষণও দেওয়া হচ্ছে । কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, সেই অনুযায়ী প্রশিক্ষণের কাজ করা হচ্ছে ৷

আরও পড়ুন: জি20 সম্মেলনে অটো-রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন

তাঁর আরও বক্তব্য, এই সম্মেলনের সময় ট্রাফিক নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ৷ তার উপর অনেক দেশের সঙ্গে ভারতে গাড়ি চালানোর নিয়ম আলাদা ৷ ফলে বিদেশি অতিথিদের কনভয় নিয়ে যাতে কোনও জটিলতা তৈরি না হয়, সেই দিকে নজর রেখেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের আধিকারিকদের ৷

নিশা নামের এক কমান্ডো এই প্রশিক্ষণ নিয়েছেন ৷ তিনি বলেন, "দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা মাথায় রেখে দিল্লি পুলিশ প্রথমবারের মতো এই মার্কসওমেন কোর্সটি পরিচালনা করেছে । এই কোর্সটি করার পর, আমরা অনেক উন্নতি করেছি ৷ আমাদের সোয়াট কমান্ডো কোর্সের সময় আমরা ভালো পারফর্ম করেছি ৷ কিন্তু এই কোর্সের সময়, আমাদের আরও বিস্তারিতভাবে কিছু শেখানো হয়েছিল, যা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছিল । আমাদের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে শুটিংয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । সে দিনে হোক, বা রাতে৷ শহুরে এলাকায় শুটিং এবং পিনপয়েন্টে লক্ষ্য রাখা আমাদের শেখানো হচ্ছে ৷"

বৈশালী নামে আরও এক কমান্ডে প্রশিক্ষণ নিচ্ছেন ৷ তিনি জানাচ্ছেন যে এই প্রশিক্ষণে নানা ধরনের অভিজ্ঞতা হচ্ছে ৷ দিল্লির বাইরে গিয়ে এই প্রথম তিনি কোনও প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন ৷ তবে তাঁর মতে, পুরুষ কমান্ডোদের বদলে মহিলাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়াটা অনেক বেশি সম্মানের ৷

আরও পড়ুন: বাংলাকে নিজের ঘর ভাবুন, জি-20 সম্মেলন নিয়ে বৈঠকে অতিথিদের বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে আগামী 9-10 সেপ্টেম্বর নিশা-বৈশালীদের হাতেই থাকবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চিনের প্রধানমন্ত্রী শি জিংপিং, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর-সহ 18টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব ৷

নয়াদিল্লি, 18 অগস্ট: আগামী মাসে নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন ৷ আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত থাকবেন 18টি দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ সেই কারণে রাজধানীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে ৷ দিল্লি পুলিশকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে তারা শীর্ষ সম্মেলনে উপস্থিত ভিভিআইপি-দের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন ৷ সেই কারণে দিল্লি পুলিশে এখন রাসায়নিক ও জৈব অস্ত্র মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

জি20 শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল এক্সজিবিশন কাম কনভেনশন সেন্টারে ৷ এই কনভেনশন সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ৷ সেখানে সম্মেলনের সময় হাজির হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ পাশাপাশি থাকবেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সম্মেলনে অতিথিদের স্বাগত জানানোর পরিকল্পনা ভারত সরকারের তরফে ইতিমধ্য়ে শুরু হয়েছে ৷

একই সঙ্গে নিরাপত্তার দিকটিও কঠোর করার কাজও চলছে ৷ সেই কারণেই দিল্লি পুলিশকে গত কয়েকমাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ দিল্লি পুলিশের নাইন্টিন ‘মার্কসওমেন’, স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স বা সোয়াট ইউনিটের মহিলা কমান্ডোদের চার সপ্তাহ ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ৷ সেখানেই রাসায়নিক ও জৈব অস্ত্র মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয় দিল্লি পুলিশের এই কর্মচারীদের ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলন ঘিরে সেজে উঠেছে শ্রীনগর, পাক অধিকৃত কাশ্মীর সফরে বিলাওয়াল ভুট্টো

এই প্রশিক্ষণ দিয়েছে আইটিবিপি ৷ কেরালা ও মধ্যপ্রদেশে তাদের যে প্রশিক্ষণ দেওয়ার জায়গা রয়েছে, সেখানেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ৷ প্রশিক্ষণ ছাড়াও পুলিশ আধিকারিকদের জন্য বিশেষ অস্ত্র, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট ও এক্স-রে মেশিনের ব্যবস্থাও করা হচ্ছে ৷

দিল্লির ডিসিপি স্পেশাল সেল ইনগিট প্রতাপ সিং এই নিয়ে বলেন, "জি20 ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় ৷ এর মূল অনুষ্ঠানটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সোয়াট কমান্ডোরা সন্ত্রাস বিরোধী পদক্ষেপের সামনে থাকছে ৷ আমরা 19 জন সোয়াট কমান্ডোকে শহুরে পরিস্থিতিতে মার্কসওম্যান হিসেবে প্রশিক্ষণ দিয়েছি ৷ তারা স্নাইপারদের থেকে আলাদা । মধ্যপ্রদেশের কাররায় চার সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷"

দিল্লি পুলিশের অন্য এক আধিকারিক সুমন নালওয়া বলেন, "দিল্লি পুলিশ যেকোনও জাতীয় এবং আন্তর্জাতিকস্তরের অনুষ্ঠানগুলি খুব পেশাদারভাবে পরিচালনা করে ৷ জি20-এর জন্য আমাদের প্রস্তুতি কয়েক মাস ধরে চলছে । একাধিক সংস্থার সঙ্গে আমাদের অবিচ্ছিন্ন সমন্বয় রেখে এবং প্রতিটি বাস্তব পরিস্থিতির কথা আগাম চিন্তা করে জরুরি পরিকল্পনা করে রাখা হচ্ছে ৷"

তিনি আরও জানান, রাসায়নিক ও জৈব অস্ত্র পরিচালনার জন্য 100 জনেরও বেশি আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এছাড়াও, দিল্লি পুলিশকে কীভাবে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংযোগরক্ষা করতে হবে এবং কীভাবে তাদের সাহায্য করতে হবে, সেই বিষয়েও প্রশিক্ষণও দেওয়া হচ্ছে । কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, সেই অনুযায়ী প্রশিক্ষণের কাজ করা হচ্ছে ৷

আরও পড়ুন: জি20 সম্মেলনে অটো-রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন

তাঁর আরও বক্তব্য, এই সম্মেলনের সময় ট্রাফিক নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ৷ তার উপর অনেক দেশের সঙ্গে ভারতে গাড়ি চালানোর নিয়ম আলাদা ৷ ফলে বিদেশি অতিথিদের কনভয় নিয়ে যাতে কোনও জটিলতা তৈরি না হয়, সেই দিকে নজর রেখেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের আধিকারিকদের ৷

নিশা নামের এক কমান্ডো এই প্রশিক্ষণ নিয়েছেন ৷ তিনি বলেন, "দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা মাথায় রেখে দিল্লি পুলিশ প্রথমবারের মতো এই মার্কসওমেন কোর্সটি পরিচালনা করেছে । এই কোর্সটি করার পর, আমরা অনেক উন্নতি করেছি ৷ আমাদের সোয়াট কমান্ডো কোর্সের সময় আমরা ভালো পারফর্ম করেছি ৷ কিন্তু এই কোর্সের সময়, আমাদের আরও বিস্তারিতভাবে কিছু শেখানো হয়েছিল, যা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছিল । আমাদের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে শুটিংয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । সে দিনে হোক, বা রাতে৷ শহুরে এলাকায় শুটিং এবং পিনপয়েন্টে লক্ষ্য রাখা আমাদের শেখানো হচ্ছে ৷"

বৈশালী নামে আরও এক কমান্ডে প্রশিক্ষণ নিচ্ছেন ৷ তিনি জানাচ্ছেন যে এই প্রশিক্ষণে নানা ধরনের অভিজ্ঞতা হচ্ছে ৷ দিল্লির বাইরে গিয়ে এই প্রথম তিনি কোনও প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন ৷ তবে তাঁর মতে, পুরুষ কমান্ডোদের বদলে মহিলাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়াটা অনেক বেশি সম্মানের ৷

আরও পড়ুন: বাংলাকে নিজের ঘর ভাবুন, জি-20 সম্মেলন নিয়ে বৈঠকে অতিথিদের বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে আগামী 9-10 সেপ্টেম্বর নিশা-বৈশালীদের হাতেই থাকবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চিনের প্রধানমন্ত্রী শি জিংপিং, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর-সহ 18টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.