ETV Bharat / bharat

Delhi Police: আফ্রিকান হামলাকারীদের হাতে আক্রান্ত দিল্লি পুলিশ ! - হামলা

নিজের শহরেই বিদেশিদের হাতে আক্রান্ত হতে হল দিল্লি পুলিশকে (Delhi Police) ! তিন নাইজেরীয়কে গ্রেফতারের (Three Nigerians Arrested) জেরে ঘটে এই ঘটনা !

Delhi Police personnel attacked by African Mob after Three Nigerians Arrested
আক্রান্ত দিল্লি পুলিশ !
author img

By

Published : Jan 8, 2023, 4:11 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: দিল্লি পুলিশের (Delhi Police) কর্তব্যরত সদস্যদের উপর হামলা চালালেন প্রায় 100 জন আফ্রিকান (Africans) ! শনিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজধানীর নেব সরাইয়ের রাজু পার্ক এলাকায় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে শনিবার নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার (Three Nigerians Arrested) করা হয় ৷ পরে ফের একবার ঘটনাস্থলে যান পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ দুই দফাতেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, শনিবার দুপুরে রাজু পার্ক এলাকায় যান নার্কোটিক্স সেলের সদস্যরা ৷ তাঁদের কাছে খবর ছিল, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও এই এলাকায় কিছু বিদেশি বেআইনিভাবে বসবাস করছেন ৷ তাঁদের পাকড়াও করতেই শনিবার ওই অভিযান চালানো হয় ৷ দুপুর 2টো 30 মিনিট নাগাদ ওই এলাকা থেকে মোট তিনজনকে পাকড়াও করা হয় ৷ জানা যায়, তাঁরা সকলেই নাইজেরিয়ার মানুষ ৷ ভারতে এসেছিলেন বৈধ ভিসা নিয়ে ৷ কিন্তু, সেই ভিসার মেয়াদ অনেক আগেই পেরিয়ে গিয়েছে ৷ তারপরও ভারত ছেড়ে যাননি তাঁরা ৷ বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয় ৷ আর তারপরই শুরু হয় বিপত্তি ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলনের আগেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নির্দেশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

এই প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক বলেন, "পুলিশের প্রতিনিধিদলটি অভিযুক্ত তিনজনকে ওই এলাকা থেকে বের করে স্থানীয় থানায় নিয়ে আসার চেষ্টা করছিল ৷ সেই সময়েই পুলিশের পথ আটকে দাঁড়ান অন্তত 100 জন আফ্রিকান ! এর মধ্য়েই ধৃত তিনজনের মধ্যে দু'জন পুলিশে হাত ছাড়িয়ে পালিয়ে যান ৷ পরে অবশ্য অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ৷"

এরপর ফের সন্ধে 6টা 30 মিনিট নাগাদ রাজু পার্ক এলাকায় যৌথ অভিযান চালায় স্থানীয় থানার পুলিশ এবং নার্কোটিক্স সেল ৷ সেই অভিযানে আরও চারজনকে আটক করা হয় ৷ সেই সময় আবারও পুলিশের উপর হামলা করা হয় ৷ এই দফায় প্রায় 150 থেকে 200 জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালায় ৷ হামলাকারীরা সকলেই ছিলেন আফ্রিকান ৷ তবে, এবার পুলিশও প্রস্তুত ছিল ৷ তারা কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অভিযুক্ত চারজনকে পরে গ্রেফতার করে তারা ৷ এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ গ্রেফতার হওয়া পাঁচজনেরই পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে তারা ৷ ধৃতদের তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে ৷

নয়াদিল্লি, 8 জানুয়ারি: দিল্লি পুলিশের (Delhi Police) কর্তব্যরত সদস্যদের উপর হামলা চালালেন প্রায় 100 জন আফ্রিকান (Africans) ! শনিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজধানীর নেব সরাইয়ের রাজু পার্ক এলাকায় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে শনিবার নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার (Three Nigerians Arrested) করা হয় ৷ পরে ফের একবার ঘটনাস্থলে যান পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ দুই দফাতেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, শনিবার দুপুরে রাজু পার্ক এলাকায় যান নার্কোটিক্স সেলের সদস্যরা ৷ তাঁদের কাছে খবর ছিল, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও এই এলাকায় কিছু বিদেশি বেআইনিভাবে বসবাস করছেন ৷ তাঁদের পাকড়াও করতেই শনিবার ওই অভিযান চালানো হয় ৷ দুপুর 2টো 30 মিনিট নাগাদ ওই এলাকা থেকে মোট তিনজনকে পাকড়াও করা হয় ৷ জানা যায়, তাঁরা সকলেই নাইজেরিয়ার মানুষ ৷ ভারতে এসেছিলেন বৈধ ভিসা নিয়ে ৷ কিন্তু, সেই ভিসার মেয়াদ অনেক আগেই পেরিয়ে গিয়েছে ৷ তারপরও ভারত ছেড়ে যাননি তাঁরা ৷ বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয় ৷ আর তারপরই শুরু হয় বিপত্তি ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলনের আগেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নির্দেশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

এই প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক বলেন, "পুলিশের প্রতিনিধিদলটি অভিযুক্ত তিনজনকে ওই এলাকা থেকে বের করে স্থানীয় থানায় নিয়ে আসার চেষ্টা করছিল ৷ সেই সময়েই পুলিশের পথ আটকে দাঁড়ান অন্তত 100 জন আফ্রিকান ! এর মধ্য়েই ধৃত তিনজনের মধ্যে দু'জন পুলিশে হাত ছাড়িয়ে পালিয়ে যান ৷ পরে অবশ্য অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ৷"

এরপর ফের সন্ধে 6টা 30 মিনিট নাগাদ রাজু পার্ক এলাকায় যৌথ অভিযান চালায় স্থানীয় থানার পুলিশ এবং নার্কোটিক্স সেল ৷ সেই অভিযানে আরও চারজনকে আটক করা হয় ৷ সেই সময় আবারও পুলিশের উপর হামলা করা হয় ৷ এই দফায় প্রায় 150 থেকে 200 জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালায় ৷ হামলাকারীরা সকলেই ছিলেন আফ্রিকান ৷ তবে, এবার পুলিশও প্রস্তুত ছিল ৷ তারা কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অভিযুক্ত চারজনকে পরে গ্রেফতার করে তারা ৷ এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ গ্রেফতার হওয়া পাঁচজনেরই পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে তারা ৷ ধৃতদের তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.