ETV Bharat / bharat

খুনে অভিযুক্ত সুশীল কুমারকে নিয়ে হরিদ্বারে দিল্লি পুলিশ - খুনে অভিযুক্ত সুশীল কুমার

এই ঘটনায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ ৷ তদন্তকারীরা এখনও পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছেন ৷ চারজন এখনও পলাতক ৷

খুনে অভিযুক্ত সুশীল কুমারকে নিয়ে হরিদ্বারে দিল্লি পুলিশ
খুনে অভিযুক্ত সুশীল কুমারকে নিয়ে হরিদ্বারে দিল্লি পুলিশ
author img

By

Published : May 31, 2021, 6:10 PM IST

নয়াদিল্লি, 31 মে : কুস্তিগীর সুশীল কুমারকে তদন্তের প্রয়োজনে হরিদ্বারে নিয়ে গেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ সোমবার একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ অলিম্পিকে পদকজয়ী এই ক্রীড়াবিদকে কয়েকদিন আগে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অন্য এক কুস্তিগীর সাগর ধনখড়কে খুন করার অভিযোগ রয়েছে ৷

ওই ঘটনার পর থেকে বেশ কিছুদিন পলাতক ছিলেন সুশীল ৷ তাই তাঁকে হরিদ্বার নিয়ে যাওয়া হয়েছে ৷ কারণ, সেখানেই তিনি লুকিয়েছিলেন ৷ ফলে তদন্তকারীরা জানতে চায় যে তাঁকে কারা সাহায্য করেছিল ৷

একই সঙ্গে সুশীল কুমারের ফোনও খুঁজছে পুলিশ ৷ তদন্তকারীদের দাবি, হরিদ্বারে কোথায় ফোন লুকিয়ে রেখেছে প্রাক্তন এই অলিম্পিয়ান ৷ তবে খুনের সময় যে পোশাক পরে ছিলেন সুশীল, তা ইতিমধ্যেই উদ্ধার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

এই ঘটনায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ ৷ তদন্তকারীরা এখনও পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছেন ৷ চারজন এখনও পলাতক ৷ ধৃতদের মধ্যে সুশীল ও আরও একজনকে গত শনিবার চারদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে দিল্লির রোহিনী আদালত ৷ তবে পুলিশ তাঁকে আরও তিনদিনের জন্য হেফাজতে চেয়েছিল ৷ কারণ, তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না তিনি ৷ এমনটাই দাবি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ৷

আরও পড়ুন : কুস্তিগীর খুনের মামলায় গ্রেফতার আরও 1, মোট ধৃত 9

নয়াদিল্লি, 31 মে : কুস্তিগীর সুশীল কুমারকে তদন্তের প্রয়োজনে হরিদ্বারে নিয়ে গেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ সোমবার একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ অলিম্পিকে পদকজয়ী এই ক্রীড়াবিদকে কয়েকদিন আগে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অন্য এক কুস্তিগীর সাগর ধনখড়কে খুন করার অভিযোগ রয়েছে ৷

ওই ঘটনার পর থেকে বেশ কিছুদিন পলাতক ছিলেন সুশীল ৷ তাই তাঁকে হরিদ্বার নিয়ে যাওয়া হয়েছে ৷ কারণ, সেখানেই তিনি লুকিয়েছিলেন ৷ ফলে তদন্তকারীরা জানতে চায় যে তাঁকে কারা সাহায্য করেছিল ৷

একই সঙ্গে সুশীল কুমারের ফোনও খুঁজছে পুলিশ ৷ তদন্তকারীদের দাবি, হরিদ্বারে কোথায় ফোন লুকিয়ে রেখেছে প্রাক্তন এই অলিম্পিয়ান ৷ তবে খুনের সময় যে পোশাক পরে ছিলেন সুশীল, তা ইতিমধ্যেই উদ্ধার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

এই ঘটনায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ ৷ তদন্তকারীরা এখনও পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছেন ৷ চারজন এখনও পলাতক ৷ ধৃতদের মধ্যে সুশীল ও আরও একজনকে গত শনিবার চারদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে দিল্লির রোহিনী আদালত ৷ তবে পুলিশ তাঁকে আরও তিনদিনের জন্য হেফাজতে চেয়েছিল ৷ কারণ, তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না তিনি ৷ এমনটাই দাবি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ৷

আরও পড়ুন : কুস্তিগীর খুনের মামলায় গ্রেফতার আরও 1, মোট ধৃত 9

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.