নয়াদিল্লি, 3 জুলাই: জামিন পাননি মহম্মদ জুবের ৷ শনিবার দিল্লির পাতিয়ালা কোর্টের প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্ধে 7টা নাগাদ তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ৷ এর প্রায় পাঁচ ঘণ্টা আগে দুপুর আড়াইটে নাগাদই কয়েকটি সংবাদমাধ্যমে দিল্লি পুলিশের উদ্ধৃতি তুলে জানানো হয়, জুবেরের জামিন মঞ্জুর হয়নি এবং তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে (Delhi Police allegedly leaks Court order of Mohammed Zubair before court pronounced it) ৷
অল্ট নিউজ-এর সহ-প্রতিষ্ঠাতার আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় এনিয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রাকে আক্রমণ করেন ৷ তিনি তথ্য ফাঁসের অভিযোগ তোলেন ৷ তাঁর দাবি, বিচারক নির্দেশ দেওয়ার আগেই তা আদালতের বাইরে ছড়িয়ে পড়েছে ৷ আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের দেশে আইনি অবস্থা নিন্দার ৷ বিচারক নির্দেশ ঘোষণার আগেই পুলিশ তা সংবাদমাধ্যমে জানিয়ে দিচ্ছে ৷ কেপিএস মালহোত্রা আমাকে ছাড়িয়ে কী করে জানলেন ? বিষয়টি ভালো করে খতিয়ে দেখা উচিত ৷"
আরও পড়ুন: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের
এর মধ্যে, ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা স্বীকার করে নেন, তিনি তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলার সময় অজান্তে মিডিয়াকে তথ্য জানিয়েছেন ৷ তাঁর কথায়, "আমার সঙ্গে তদন্তকারী অফিসারের (আইও) কথা হচ্ছিল ৷ চারদিকে এত আওয়াজ হচ্ছিল এবং আমি টের পাইনি কী ভাবে সেই কথা সম্প্রচারিত হয়েছে ৷"