ETV Bharat / bharat

Councillor Fight in MCD House: রণক্ষেত্র পৌর ভবন! পুলিশ কমিশনারের সময় চাইলেন দিল্লির মেয়র - স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন

পৌরনিগমে 'প্রাণঘাতী হামলার' জন্য বিজেপি কাউন্সিলরদের দায়ী করলেন দিল্লির মেয়র শেলি ওবেরয় (Mayor Shelly Oberoi) ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পুলিশ কমিশনারের সময় চাইলেন ৷

Councillor Fight in MCD House
দিল্লির মেয়র শেলি ওবেরয়
author img

By

Published : Feb 25, 2023, 10:47 AM IST

Updated : Feb 25, 2023, 11:15 AM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: দিল্লি পৌরনিগমের (Municipal Corporation of Delhi) ঘটনায় মেয়র শেলি ওবেরয় (Mayor Shelly Oberoi) পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার সময় চাইলেন ৷ হাউস পরিচালনা করার সময় বিজেপি কাউন্সিলররা নির্মমভাবে আক্রমণ করেছেন বলে তাঁর অভিযোগ । মেয়র শুক্রবার রাতে একটি টুইটে বলেন, "দিল্লি পৌরনিগমে হাউস চলাকালীন বিজেপি কাউন্সিলররা আমার উপর হামলা চালান ৷ সে বিষয়ে আগামিকাল দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে একটি জরুরি অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করেছি ৷"

প্রসঙ্গত, শুক্রবার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি পৌরনিগম ৷ হাতাহাতিতে জড়িয়ে পড়েন আপ ও বিজেপি কাউন্সিলররা (BJP and AAP clash) ৷ রণক্ষেত্রের চেহারা নেয় পৌরভবন (Councillor Fight in MCD House) ৷ এমনকী মেয়র শেলি ওবেরয়ের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ এ দিনের বিজেপি এবং আপ কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের কয়েক ঘণ্টা পরেই মেয়র এই টু্ইটটি করেন ৷

শেলি ওবেরয় লেখেন, "বিজেপির কয়েকজন সদস্য আমার উপর প্রাণঘাতী হামলা চালান।" সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, তাঁর সহকর্মী আশু ঠাকুরকেও এক বিজেপি কাউন্সিলর আক্রমণ করেছে । স্ট্যান্ডিং কমিটির 6 সদস্য নির্বাচনকে কেন্দ্র করেই এই গোলমাল চলেছে গত কয়েকদিন ধরে ।

মেয়র এর আগে হাউস মুলতবি করেছিলেন । তিনি জানান, দিল্লি পৌরনিগমের (এমসিডি) স্ট্যান্ডিং কমিটির 6 সদস্যের নির্বাচন নতুন করে 27 ফেব্রুয়ারি সকাল 11টায় অনুষ্ঠিত হবে । শেলি ওবেরয় শুক্রবার এমসিডি-র স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের সময় দেওয়া একটি ভোটকে অবৈধ ঘোষণা করেন ৷ তরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পৌরভবন ৷ তাঁর উপর আক্রমণ হয় বলে অভিযোগ ৷

বিক্ষোভ দেখান আপ ও বিজেপি কাউন্সিলররা ৷ উভয় পক্ষের কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি হয় । এমনকী মেয়র যখন ফলাফল ঘোষণা করছিলেন তখন একজন কাউন্সিলর মঞ্চে থাকা শেলির মাইকের তার ছিঁড়ে ফেলেন । মেয়র বলেন, "আমি যখন স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করছিলাম, তখন তারা (বিজেপি কাউন্সিলররা) আমার চেয়ার ধাক্কা দিয়ে আমাকে আক্রমণ করে । বিজেপি কাউন্সিলর রবি নেগি, অর্জুন মারওয়াহ, চন্দন চৌধুরি এবং অন্যান্যরা আমার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন ।"

তিনি জানান, শুক্রবারের ঘটনার জেরে ব্যবহৃত ব্যালট পেপারগুলি ছিঁড়ে গিয়েছে । কয়েকটি হারিয়েও গিয়েছে ৷ তাই নৈতিক দায়িত্ব হিসাবে দিল্লি পৌরনিগমের প্যানেলের 6 সদস্য বাছাইয়ের জন্য নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এমসিডি নির্বাচনে বিজেপিকে হার মানতে হবে । তাদের (এমসিডি) ক্ষমতায় থাকার জন্য সহিংস ব্যবহার করার চেষ্টা করা উচিত নয় বলে মেয়র জানান । শেলি আরও অভিযোগ করেছেন, শুক্রবারের ঘটনা হাউস এবং মেয়রের চেয়ারের অসম্মান এবং এটি 'নিছক গুন্ডামি' ।

আরও পড়ুন: স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম, আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: দিল্লি পৌরনিগমের (Municipal Corporation of Delhi) ঘটনায় মেয়র শেলি ওবেরয় (Mayor Shelly Oberoi) পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার সময় চাইলেন ৷ হাউস পরিচালনা করার সময় বিজেপি কাউন্সিলররা নির্মমভাবে আক্রমণ করেছেন বলে তাঁর অভিযোগ । মেয়র শুক্রবার রাতে একটি টুইটে বলেন, "দিল্লি পৌরনিগমে হাউস চলাকালীন বিজেপি কাউন্সিলররা আমার উপর হামলা চালান ৷ সে বিষয়ে আগামিকাল দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে একটি জরুরি অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করেছি ৷"

প্রসঙ্গত, শুক্রবার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি পৌরনিগম ৷ হাতাহাতিতে জড়িয়ে পড়েন আপ ও বিজেপি কাউন্সিলররা (BJP and AAP clash) ৷ রণক্ষেত্রের চেহারা নেয় পৌরভবন (Councillor Fight in MCD House) ৷ এমনকী মেয়র শেলি ওবেরয়ের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ এ দিনের বিজেপি এবং আপ কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের কয়েক ঘণ্টা পরেই মেয়র এই টু্ইটটি করেন ৷

শেলি ওবেরয় লেখেন, "বিজেপির কয়েকজন সদস্য আমার উপর প্রাণঘাতী হামলা চালান।" সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, তাঁর সহকর্মী আশু ঠাকুরকেও এক বিজেপি কাউন্সিলর আক্রমণ করেছে । স্ট্যান্ডিং কমিটির 6 সদস্য নির্বাচনকে কেন্দ্র করেই এই গোলমাল চলেছে গত কয়েকদিন ধরে ।

মেয়র এর আগে হাউস মুলতবি করেছিলেন । তিনি জানান, দিল্লি পৌরনিগমের (এমসিডি) স্ট্যান্ডিং কমিটির 6 সদস্যের নির্বাচন নতুন করে 27 ফেব্রুয়ারি সকাল 11টায় অনুষ্ঠিত হবে । শেলি ওবেরয় শুক্রবার এমসিডি-র স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের সময় দেওয়া একটি ভোটকে অবৈধ ঘোষণা করেন ৷ তরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পৌরভবন ৷ তাঁর উপর আক্রমণ হয় বলে অভিযোগ ৷

বিক্ষোভ দেখান আপ ও বিজেপি কাউন্সিলররা ৷ উভয় পক্ষের কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি হয় । এমনকী মেয়র যখন ফলাফল ঘোষণা করছিলেন তখন একজন কাউন্সিলর মঞ্চে থাকা শেলির মাইকের তার ছিঁড়ে ফেলেন । মেয়র বলেন, "আমি যখন স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করছিলাম, তখন তারা (বিজেপি কাউন্সিলররা) আমার চেয়ার ধাক্কা দিয়ে আমাকে আক্রমণ করে । বিজেপি কাউন্সিলর রবি নেগি, অর্জুন মারওয়াহ, চন্দন চৌধুরি এবং অন্যান্যরা আমার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন ।"

তিনি জানান, শুক্রবারের ঘটনার জেরে ব্যবহৃত ব্যালট পেপারগুলি ছিঁড়ে গিয়েছে । কয়েকটি হারিয়েও গিয়েছে ৷ তাই নৈতিক দায়িত্ব হিসাবে দিল্লি পৌরনিগমের প্যানেলের 6 সদস্য বাছাইয়ের জন্য নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এমসিডি নির্বাচনে বিজেপিকে হার মানতে হবে । তাদের (এমসিডি) ক্ষমতায় থাকার জন্য সহিংস ব্যবহার করার চেষ্টা করা উচিত নয় বলে মেয়র জানান । শেলি আরও অভিযোগ করেছেন, শুক্রবারের ঘটনা হাউস এবং মেয়রের চেয়ারের অসম্মান এবং এটি 'নিছক গুন্ডামি' ।

আরও পড়ুন: স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম, আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি

Last Updated : Feb 25, 2023, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.