ETV Bharat / bharat

MCD Mayor Election: আপ ও বিজেপির হট্টগোলে দিল্লিতে ফের স্থগিত মেয়র নির্বাচন

দিল্লিতে মেয়রের নির্বাচন টানা তৃতীয়বারের জন্য হল না (Delhi Mayor Election Postponed for Third Time) ৷ সোমবারও বিজেপি ও আপ কাউন্সিলরদের হট্টগোলের জেরে দিল্লি পৌরনিগমের অধিবেশন স্থগিত হয়ে যায় ৷

MCD Mayor Election
MCD Mayor Election
author img

By

Published : Feb 6, 2023, 2:28 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সোমবার টানা তৃতীয়বারের মতো দিল্লি পৌরনিগমে (Municipal Corporation of Delhi) মেয়র নির্বাচনে বাধা পড়ল ৷ এদিন বেলা সোয়া 11টার দিকে মেয়র নির্বাচনের কাজ শুরু হয় ৷ তখন প্রিসাইডিং অফিসার সত্য শর্মা জানান, মনোনীত কাউন্সিলররাও মেয়র নির্বাচনে ভোট দেবেন ৷ তার পরই হইচই শুরু হয় ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party) এর বিরোধিতা শুরু করে । এই নিয়ে পালটা তোলপাড় শুরু করেন বিজেপি (BJP) কাউন্সিলররাও । এই পরিস্থিতিতে সভার কাজ 10 মিনিটের জন্য মুলতবি করা হয় ।

এর পর যখন আবার সভার কাজ শুরু হয়, তখন বিজেপি কাউন্সিলররা বলেন, যে বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ও যাঁদের শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের মেয়র নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেওয়া উচিত নয় । এই সময় তাঁরা আপের (AAP) দুই বিধায়ক সঞ্জীব ঝা ও অখিলেশপতি ত্রিপাঠীর নামও উল্লেখ করেন ৷ ফলে এই নিয়ে বিরোধিতা শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল ৷ উভয় পক্ষের কাউন্সিলরদের মধ্যে অভিযোগ-পালটা অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বেলা 12টা 12 মিনিটে ফের মুলতবি হয়ে যায় সভা ৷ প্রিসাইডিং অফিসার জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি পৌরনিগমের অধিবেশন মুলতবি থাকবে ৷

পৌরনিগমের অধিবেশন স্থগিত হয়ে যাওয়ার পর আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান । তিনি বলেন, ‘‘বিজেপি পৌরনিগমের বিশেষ অফিসারের মাধ্যমে সরকার চালাচ্ছে । তিনি চান যে কোনোভাবেই নির্বাচন না হোক ও আম আদম পার্টির কেউ যেন মেয়র না হয় ।’’ তিনি আরও বলেন, ‘‘একটি সুচিন্তিত কৌশলের অধীনে সভার কার্যক্রম মুলতবি করা হয়েছে ।’’ উল্লেখ্য, এর আগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া মেয়র নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ।

এর আগে পৌরনিগমের অধিবেশনে হট্টগোলের কারণে গত 6 জানুয়ারি ও 24 জানুয়ারি দু’বার মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে । গত 6 জানুয়ারি প্রথমবার পৌরনিগমের অধিবেশন ডাকা হয় ৷ সেদিন মনোনীত কাউন্সিলরদের ভোটদানের ইস্যুতে তোলপাড় হয় । তখন আম আদমি পার্টি বলেছিল, মনোনীত কাউন্সিলরদের থেকে ভোট দেওয়ানোর চেষ্টা চলছে ।

24 জানুয়ারি দ্বিতীয়বারের মতো অধিবেশন ডাকা হয় । সেদিন প্রথমে নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেন ৷ তার পর মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরু হতেই ফের হইচই শুরু হয় । তার জেরে সেদিনও অধিবেশন মুলতবি করে দেওয়া হয় ৷ তার পর মেয়র নির্বাচনের জন্য সোমবার অধিবেশন বসে ৷ সেখানেও মেয়র নির্বাচন সম্ভব হল না ৷ ফলে তৃতীয়বারের জন্য পিছিয়ে গেল দিল্লি পৌরনিগমের মেয়র নির্বাচন ৷

এর আগে রবিবার আম আদমি পার্টি পৌরনিগমের প্রিসাইডিং অফিসার সত্য শর্মাকে 135 জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছিল । সেই চিঠিতে আপ কাউন্সিলররা তাঁকে মেয়র নির্বাচন থেকে মনোনীত কাউন্সিলরদের বাইরে রাখার অনুরোধ করেন ৷ কিন্তু তাঁদের সেই অনুরোধ যে রাখা হয়নি, তা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তবে কেন সেই অনুরোধ রাখা হল না ? এই সিদ্ধান্তের পিছনে যুক্তি কী আছে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: বিজেপির দেড় দশকের দুর্গ ভেঙে দিল্লি পৌরনিগমে 'পেহলে আপ'

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সোমবার টানা তৃতীয়বারের মতো দিল্লি পৌরনিগমে (Municipal Corporation of Delhi) মেয়র নির্বাচনে বাধা পড়ল ৷ এদিন বেলা সোয়া 11টার দিকে মেয়র নির্বাচনের কাজ শুরু হয় ৷ তখন প্রিসাইডিং অফিসার সত্য শর্মা জানান, মনোনীত কাউন্সিলররাও মেয়র নির্বাচনে ভোট দেবেন ৷ তার পরই হইচই শুরু হয় ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party) এর বিরোধিতা শুরু করে । এই নিয়ে পালটা তোলপাড় শুরু করেন বিজেপি (BJP) কাউন্সিলররাও । এই পরিস্থিতিতে সভার কাজ 10 মিনিটের জন্য মুলতবি করা হয় ।

এর পর যখন আবার সভার কাজ শুরু হয়, তখন বিজেপি কাউন্সিলররা বলেন, যে বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ও যাঁদের শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের মেয়র নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেওয়া উচিত নয় । এই সময় তাঁরা আপের (AAP) দুই বিধায়ক সঞ্জীব ঝা ও অখিলেশপতি ত্রিপাঠীর নামও উল্লেখ করেন ৷ ফলে এই নিয়ে বিরোধিতা শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল ৷ উভয় পক্ষের কাউন্সিলরদের মধ্যে অভিযোগ-পালটা অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বেলা 12টা 12 মিনিটে ফের মুলতবি হয়ে যায় সভা ৷ প্রিসাইডিং অফিসার জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি পৌরনিগমের অধিবেশন মুলতবি থাকবে ৷

পৌরনিগমের অধিবেশন স্থগিত হয়ে যাওয়ার পর আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান । তিনি বলেন, ‘‘বিজেপি পৌরনিগমের বিশেষ অফিসারের মাধ্যমে সরকার চালাচ্ছে । তিনি চান যে কোনোভাবেই নির্বাচন না হোক ও আম আদম পার্টির কেউ যেন মেয়র না হয় ।’’ তিনি আরও বলেন, ‘‘একটি সুচিন্তিত কৌশলের অধীনে সভার কার্যক্রম মুলতবি করা হয়েছে ।’’ উল্লেখ্য, এর আগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া মেয়র নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ।

এর আগে পৌরনিগমের অধিবেশনে হট্টগোলের কারণে গত 6 জানুয়ারি ও 24 জানুয়ারি দু’বার মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে । গত 6 জানুয়ারি প্রথমবার পৌরনিগমের অধিবেশন ডাকা হয় ৷ সেদিন মনোনীত কাউন্সিলরদের ভোটদানের ইস্যুতে তোলপাড় হয় । তখন আম আদমি পার্টি বলেছিল, মনোনীত কাউন্সিলরদের থেকে ভোট দেওয়ানোর চেষ্টা চলছে ।

24 জানুয়ারি দ্বিতীয়বারের মতো অধিবেশন ডাকা হয় । সেদিন প্রথমে নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেন ৷ তার পর মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরু হতেই ফের হইচই শুরু হয় । তার জেরে সেদিনও অধিবেশন মুলতবি করে দেওয়া হয় ৷ তার পর মেয়র নির্বাচনের জন্য সোমবার অধিবেশন বসে ৷ সেখানেও মেয়র নির্বাচন সম্ভব হল না ৷ ফলে তৃতীয়বারের জন্য পিছিয়ে গেল দিল্লি পৌরনিগমের মেয়র নির্বাচন ৷

এর আগে রবিবার আম আদমি পার্টি পৌরনিগমের প্রিসাইডিং অফিসার সত্য শর্মাকে 135 জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছিল । সেই চিঠিতে আপ কাউন্সিলররা তাঁকে মেয়র নির্বাচন থেকে মনোনীত কাউন্সিলরদের বাইরে রাখার অনুরোধ করেন ৷ কিন্তু তাঁদের সেই অনুরোধ যে রাখা হয়নি, তা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তবে কেন সেই অনুরোধ রাখা হল না ? এই সিদ্ধান্তের পিছনে যুক্তি কী আছে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: বিজেপির দেড় দশকের দুর্গ ভেঙে দিল্লি পৌরনিগমে 'পেহলে আপ'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.