ETV Bharat / bharat

Bomb Threat at Delhi Airport: ইন্দিরা গান্ধি বিমানবন্দরে বোমাতঙ্ক, মস্কো থেকে আসা বিমানে তল্লাশিতে মিলল না কিছুই - Delhi Moscow Flight SU232 news

মস্কো থেকে আসা বিমানে বোম রাখা রয়েছে (Bomb Threat on Flight from Moscow) ৷ বৃহস্পতিবার রাতে এমনই একটি ইমেলে আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে (Delhi IGI Airport on Alert After Bomb Threat) ৷ যদিও, ভোররাতে মস্কো থেকে আসা বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷

Delhi IGI Airport on Alert After Bomb Threat on Flight from Moscow
Delhi IGI Airport on Alert After Bomb Threat on Flight from Moscow
author img

By

Published : Oct 14, 2022, 10:03 AM IST

Updated : Oct 14, 2022, 3:58 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক (Delhi IGI Airport on Alert After Bomb Threat) ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাতে একটি ইমেলের মাধ্যমে একটি হুমকি বার্তা আসে ৷ সেখানে লেখা ছিল, মস্কো থেকে দিল্লি আসা একটি বিমানে বোমা রাখা আছে (Bomb Threat on Flight from Moscow) ৷ সেই হুমকি ইমেলের পরেই নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয় ৷ সেই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আটোসাঁটো করা হয় ৷ ইন্দিরা গান্ধি বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে সেটিতে তল্লাশি চালানো হয় ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মস্কো থেকে আসা বিমানটি ভোর রাত 3টে 20 মিনিটে দিল্লিতে অবতরণ করে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত 11টা 15 মিনিটে তাদের কাছে তথ্য আসে যে, মস্কো থেকে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে আসা বিমানে বোমা রয়েছে ৷ এর পর ভোর রাত 3টে 20 মিনিটে এসইউ232 বিমানটি 29 নম্বর রানওয়েতে অবতরণ করে ৷ সেখানে বিমানে থাকা 386 জন যাত্রী এবং 16 জন ক্রিউ মেম্বারকে বিমান থেকে নামানো হয় ৷ এর পর পুরো বিমানটি পরীক্ষা করা হয় ৷ কিন্তু, কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি ৷ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে ৷’’

আরও পড়ুন: ভারতীয় আকাশসীমায় ইরানের বিমানে বোমাতঙ্ক, অভিমুখ ঘোরাতে আসরে বায়ুসেনা

তবে, এটা প্রথম ঘটনা নয় বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এর আগে 10 সেপ্টেম্বর লন্ডনগামী একটি বিমানে বোম রয়েছে এমন উড়ো ফোন আসে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ৷ সেই ফোন কলে বলা হয়েছিল, লন্ডনগামী একটি বিমানে বোম রাখা রয়েছে ৷ ফোনর উলটো দিক থেকে বলা হয়েছিল, সেটি এনসিআর এলাকার রনহোলা পুলিশ স্টেশন থেকে ফোন করা হয়েছে ৷ সেই ফোন কলের জেরে বহু বিমানের উড়ানে ও অবতরণে দেরি হয়েছিল ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক (Delhi IGI Airport on Alert After Bomb Threat) ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাতে একটি ইমেলের মাধ্যমে একটি হুমকি বার্তা আসে ৷ সেখানে লেখা ছিল, মস্কো থেকে দিল্লি আসা একটি বিমানে বোমা রাখা আছে (Bomb Threat on Flight from Moscow) ৷ সেই হুমকি ইমেলের পরেই নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয় ৷ সেই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আটোসাঁটো করা হয় ৷ ইন্দিরা গান্ধি বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে সেটিতে তল্লাশি চালানো হয় ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মস্কো থেকে আসা বিমানটি ভোর রাত 3টে 20 মিনিটে দিল্লিতে অবতরণ করে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত 11টা 15 মিনিটে তাদের কাছে তথ্য আসে যে, মস্কো থেকে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে আসা বিমানে বোমা রয়েছে ৷ এর পর ভোর রাত 3টে 20 মিনিটে এসইউ232 বিমানটি 29 নম্বর রানওয়েতে অবতরণ করে ৷ সেখানে বিমানে থাকা 386 জন যাত্রী এবং 16 জন ক্রিউ মেম্বারকে বিমান থেকে নামানো হয় ৷ এর পর পুরো বিমানটি পরীক্ষা করা হয় ৷ কিন্তু, কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি ৷ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে ৷’’

আরও পড়ুন: ভারতীয় আকাশসীমায় ইরানের বিমানে বোমাতঙ্ক, অভিমুখ ঘোরাতে আসরে বায়ুসেনা

তবে, এটা প্রথম ঘটনা নয় বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এর আগে 10 সেপ্টেম্বর লন্ডনগামী একটি বিমানে বোম রয়েছে এমন উড়ো ফোন আসে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ৷ সেই ফোন কলে বলা হয়েছিল, লন্ডনগামী একটি বিমানে বোম রাখা রয়েছে ৷ ফোনর উলটো দিক থেকে বলা হয়েছিল, সেটি এনসিআর এলাকার রনহোলা পুলিশ স্টেশন থেকে ফোন করা হয়েছে ৷ সেই ফোন কলের জেরে বহু বিমানের উড়ানে ও অবতরণে দেরি হয়েছিল ৷

Last Updated : Oct 14, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.