নয়াদিল্লি, 23 ডিসেম্বর: হলিউডের অভিনেতা তথা উপস্থাপক বেয়ার গ্রিলসকে (Court Summons Bear Grylls) সমন পাঠাল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। তাঁর অনুষ্ঠান গেট আউট অ্যালাইভ উইথ বেয়ার গ্রিলসের কপিরাইটকে (Copyright Violation) চ্যালেঞ্জ জানিয়ে একটি পিটিশন দাখিল করেছেন ভারতীয় প্রযোজক আরমান শর্মা । তাঁর দাবি, 2009 সালে তিনি ডিসকভারি চ্যানেলের কাছে এই ভাবনাটি তুলে ধরেছিলেন । সেই সময়ে ডিসকভারি তাঁর এই ভাবনা প্রত্যাখ্যান করে ৷ এ দিকে, বর্তমান শো-টি 2013 থেকে শুরু হয়েছে । আরমান শর্মা বলেন যে, তাঁর অনুষ্ঠান 'আখরি দম তক' -এর আদলে বেয়ার গ্রিলসের অনুষ্ঠান করা হয়েছে । এই বিষয়ে আমেরিকান চলচ্চিত্র প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারি এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলকেও সমন পাঠিয়েছে আদালত ।
বিচারপতি অমিত বনসালের বেঞ্চ এ বিষয়ে শুনানির সময় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন জারি করেছে এবং পরবর্তী শুনানিতে তাদের জবাব পেশ করার নির্দেশ দিয়েছে । আরমান শর্মার আবেদনে, আদালত এ বিষয়ে শুধু বেয়ার গ্রিলস নয়, ডিসকভারি চ্যানেলের প্রযোজক, ওয়ার্নার ব্রাদার্স ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এবং হটস্টারকেও সমন পাঠিয়েছে । আরমান শর্মা আদালতে দাবি করেছেন, তিনি 2009 সালে ডিসকভারি চ্যানেলের সামনে তাঁর প্রকল্পটি প্রস্তাব আকারে রেখেছিলেন ৷ চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছিল যে, এই অনুষ্ঠান চ্যানেলের বিষয়বস্তু অনুসারে সঠিক নয় । এর পরে আরমান 2022 সালে প্রোগ্রামটি সম্পর্কে জানতে পারেন, যখন তিনি এটি হটস্টারে দেখেন । যদিও 2013 সাল থেকে এই অনুষ্ঠান চলছে ।
আরও পড়ুন: বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযান অক্ষয়ের
মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেয়ার গ্রিলসের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন । গেট আউট অ্যালাইভ উইথ বেয়ার গ্রিলস ডিসকভারি চ্যানেলে প্রচারিত একটি সুপরিচিত অনুষ্ঠান । সেই প্রোগ্রামে সারা বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিদের জঙ্গলে বসবাসের উপায় এবং কীভাবে সেখানে বেঁচে থাকা যায় তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় । প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন । এই অনুষ্ঠানে বিভিন্ন গিরিখাত ও বন-জঙ্গলে বিচরণ করেন এবং মানুষকে আদিম উপায়ে জীবন ধারণের কথা জানান বিয়ার গ্রিলস ৷