ETV Bharat / bharat

Delhi High Court Firing : দিল্লি হাইকোর্টের বাইরে রাইফেল দিয়ে আত্মঘাতী নিরাপত্তারক্ষী - আত্মঘাতী নিরাপত্তারক্ষী

গোলাগুলি দিল্লি হাইকোর্টে ৷ এবার আদালতের দরজায় মোতায়েন করা নিরাপত্তারক্ষী নিজেকে গুলি করলেন ৷ তদন্তে নেমেছে তিলক মার্গ থানার পুলিশ ৷

দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট
author img

By

Published : Sep 29, 2021, 11:38 AM IST

Updated : Sep 29, 2021, 12:28 PM IST

নয়া দিল্লি, 29 সেপ্টেম্বর : দিল্লি হাইকোর্টের বাইরে 3 নং গেটে মোতায়েন করা নিরাপত্তারক্ষী ইনসাস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত অন্য কারওর হতাহতের খবর মেলেনি ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷

জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের 3 নং গেটের কাছে সকাল 10.15 নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ৷ সেখানে একজন জওয়ানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ ৷ তড়িঘড়ি ওই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিল ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন : Delhi shootout : গ্যাংস্টার গোগী খুনের জের, দিল্লির সমস্ত জেলে জারি হাই এলার্ট

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের নাম টিঙ্কু রাম ৷ তিনি রাজস্থানের আলওয়ার জেলার বাসিন্দা এবং রাজস্থান আর্মড কনস্টেবলের ব্যাটেলিয়নে কাজ করতেন ৷ সম্প্রতি ছুটি থেকে ফিরে সকাল সাড়ে 9টায় দিল্লি হাইকোর্টে ডিউটিতে যান ৷ 3 নং গেটের কাছে নিরাপত্তার কাজে থাকাকালীন তিনি ইনসাস রাইফেল থেকে নিজেকে গুলি করেন ৷

পুলিশ আপাতত তাঁর শবদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পরিবারকেও খবর পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি ৷ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কারণ জানার চেষ্টা করছে পুলিশ ৷ এই ঘটনার তদন্ত করছে তিলক মার্গ থানার পুলিশ ৷ তবে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিবাদই টিঙ্কু রামের আত্মহত্যার কারণ বলে মনে করা হচ্ছে ৷

নয়া দিল্লি, 29 সেপ্টেম্বর : দিল্লি হাইকোর্টের বাইরে 3 নং গেটে মোতায়েন করা নিরাপত্তারক্ষী ইনসাস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত অন্য কারওর হতাহতের খবর মেলেনি ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷

জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের 3 নং গেটের কাছে সকাল 10.15 নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ৷ সেখানে একজন জওয়ানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ ৷ তড়িঘড়ি ওই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিল ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন : Delhi shootout : গ্যাংস্টার গোগী খুনের জের, দিল্লির সমস্ত জেলে জারি হাই এলার্ট

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের নাম টিঙ্কু রাম ৷ তিনি রাজস্থানের আলওয়ার জেলার বাসিন্দা এবং রাজস্থান আর্মড কনস্টেবলের ব্যাটেলিয়নে কাজ করতেন ৷ সম্প্রতি ছুটি থেকে ফিরে সকাল সাড়ে 9টায় দিল্লি হাইকোর্টে ডিউটিতে যান ৷ 3 নং গেটের কাছে নিরাপত্তার কাজে থাকাকালীন তিনি ইনসাস রাইফেল থেকে নিজেকে গুলি করেন ৷

পুলিশ আপাতত তাঁর শবদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পরিবারকেও খবর পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি ৷ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কারণ জানার চেষ্টা করছে পুলিশ ৷ এই ঘটনার তদন্ত করছে তিলক মার্গ থানার পুলিশ ৷ তবে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিবাদই টিঙ্কু রামের আত্মহত্যার কারণ বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Sep 29, 2021, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.